নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন ২

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৪৬



নিশ্চুপ আর কতক্ষণ রবে,
অমন করে কি দেখ এ চোখে?

দেখি আকাশ
মেঘের পরে মেঘের ছুটে চলা,
মেয়ে, তব চোখে দেখি চেয়ে
আমার পৌষ মাস,
জানিনা কার সর্বনাশ।

মিথ্যে আর কত বলবে,
আমায় ভোলাতে?

তোমায় ভোলাবো?
বড্ড হাসালে আমায় প্রিয়তমা,
এখানে যখন জীবন শুণ্যের কোঠায়
তৃষিত অন্তর ছটফটিয়ে মরে যখন;
তখন তুমিই আমার শুধা,
তোমায় ভোলাতে যাবো কেন?

হয়েছে হয়েছে, বেশীই বলেছো,
আহ! অমন করে চেয়ে থেকোনাকো;
লোকে কি বলবে, বলো?

লোকের বলায় বয়েই গেছে আমার
বুঝবে কি তারা? ভালবাসার?

তাই? বড্ড ভালবাস বুঝি?
আচ্ছা চিরতরে হারায়ে যাই যদি
কি করবে শুনি?

ঋষি হবো, হবো সন্যাসী
চলে যাবো গিরি পর্বতমালায়; হিমালয়ের চূড়ায়,
বসিবো ধ্যানে, জপিতে তব নাম।
দিব্য শক্তিতে করিবো তোমায় আহবান।

শুধু এই,
খুঁজবেনা আমায়?

খুঁজতে যাবো কেন,
ভালবাসা আমার কি কম শক্ত?
চাইবার মত চাইবো তোমায়
আসিবে ফিরে মানি,
খোদার আরশ কাঁপবে দেখো
তিনিও ফিরাবেন না মোরে জানি।

ও আচ্ছা।

ওমা, কাঁদছো তুমি?
ভুল কি কিছু তবে বলেছি?

ভুল যে বলোনি কিছু,
তবু ভয় ছাড়েনা পিছু।

কিসের ভয় শুনি?

এতো ভালবাসা রাখবার পাত্র ফুরায়ে যায় যদি
হারানোর ভয় পাই, হারায়ে ফেলিবো তোমায় আমি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো। খুব সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.