নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

কেন মরতে হবে?

০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯




"শেষ ঘুমটা ঘুমানোর ইচ্ছে ছিল তার মায়ের কোলে। বড্ড ঘুম পাচ্ছিল মেয়েটার। পাকস্থলীর যন্ত্রণা আস্তে আস্তে ছড়িয়ে পরছিল তার পুরো শরীরে। তারপরও ঘুম পাচ্ছিল তার।

অবুঝ, অবোধ আর অবাধ্য একটি সম্পর্ক ধীরেধীরে সব সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, আর যা ছিল। যাকে বিশ্বাস করে নাড়ীর টান ছিঁড়েছিল, সেও আজ কেমন যেন হয়ে গিয়েছে। তার আর কোন খোঁজ রাখেনা তার সেই বিশ্বাস। তার সেই বিশ্বাস আজ তার সাথেই প্রতারণা করেছে।

এত কিছুর মাঝে আস্তে আস্তে সে অন্ধকারকে ভালবাসতে শুরু করে। তাই এই আলোকময় পৃথিবী ভালো লাগেনা আর। এই মধ্য রাতে অন্ধকারের কাছে যাত্রা শুরু। আস্তে আস্তে বিষ তার কাজ শুরু করে দিয়েছে কয়েকদিনের অভুক্ত পাকস্থলীতে। তীব্র যন্ত্রণা। এত যন্ত্রণার পরও তার মায়ের কোলে ফিরে যাবার ততোধিক তীব্র চাওয়া।

কিন্তু মা আর আসেন না। মেয়ের প্রতি প্রচণ্ড অভিমান তার। হয়তো মা আসতেন। তিনি হয়তো জানতেই পারেন নাই মেয়ে তার শেষ ঘুমের প্রস্তুতি নিয়েছে।

পৃথিবীর আলো থেকে মেয়েটা হারিয়ে গেল। চির অন্ধকারের অতল গহ্বরে। তাকে ঘিরে অমীয় সব সম্ভাবনার দ্বার রুদ্ধ হয়ে গেল।"
গল্পটা কাল্পনিক না। একটা মেয়ের যে খুব সুন্দর লিখতে পারতো। বেঁচে থাকলে হয়তো কখনো লেখক হিসাবে খুব নাম করতে পারতো। তার লেখার একটা নমুনা দেই নিচে ঃ

"একদিন-
তপ্তদুপুরে, কোন এক নির্জন পথের বাঁকে
জীবন থেমে যাবে।
বহুদিন ধরে লাগাতার হেটে চলা ধুলোমাটির পথে-
আমার পদচিহ্নের উচ্ছেদ হবে।
এই শহরের আলপথ ধরে,
বাবার সাথে গুটিগুটি পায়ে হেটে যাওয়ার গল্প
থেমে যাবে।
ঐ বারান্দায় দাঁড়িয়ে,
একজোড়া নতুন জুতোর জন্য মায়ের সাথে তুমুল
ঝগড়ার কথা ভুলে যাবো।
ভুলে যাবো-
ঐ গলির মোড়ে দাঁড়িয়ে,
একদল বখাটের সাথে ভাগাভাগি করে এক প্লেট
ফুসকা খাওয়ার গল্প।
.
দু'হাতে ইচ্ছামৃত্যুরর তাজাফুল নিয়ে,
প্রতিশ্রুতিরর স্ট্যাম্প পেপারে আমার একটা জীবন
লিখে দিব-মৃত্যুর নামে।
তারপর মৃত্যুর অবিশ্বাস্য ভালোবাসায়
আমি ভুলে যাব সমস্ত জাগতিক অভিলাষ।
.
অবশেষে এক নিপুণ প্রক্রিয়ায় সমাপ্ত হবে আমার
অন্ত্যেষ্টিক্রিয়া!
এবং আমার অন্ত্যেষ্টিক্রিয়ার অনবদ্য মধুর কম্পনে,
গাঢ় অন্ধকারে তলিয়ে যাওয়া পৃথিবী ফের জাগ্রত
হবে।
.
তারপর-
আমার বিনাশপ্রাপ্ত শব ভস্ম পৃথিবীকে বিদায় জানাতে
গিয়ে,
সুমুদ্র পিঠে সুতীব্র উল্লাসে একজোড়া
শঙ্খচিলের উড়াউড়ি দেখে আবার প্রবেশ করবে
পৃথিবীমুখে।
পরিবর্তিত রুপ নিয়ে!
একটা সতেজ বৃক্ষ,
অথবা শহুরে আলপথ
কিংবা একজোড়া শঙ্খচিল হয়ে।
.
|| প্রত্যাবর্তন || "


অদ্ভুত না তার লেখার ধরণ? সে দেখতেও যেমন সুন্দর তার লেখাগুলিও তারচেয়ে সুন্দর।

যাকে নিয়ে আমার লেখা তাকে আমি ব্যাক্তিগতভাবে চিনিনা। হঠাৎ কয়েকদিন আগে ফেসবুকের একটি পোস্ট পড়তে গিয়ে মূলত তার লেখার সাথে পরিচয়। অদ্ভূত ভাল লিখতো মেয়েটা। পরক্ষণেই জানতে পারলাম সে নেই। আত্মহত্যা করেছে সে।


আচ্ছা মানুষ কি খুব বেশী বিষণ্ণ হলে ভাল লেখে? তবে বিষণ্ণতা নিয়ে কেন সে বেঁচে থাকেনা? কেন আত্মহনন তার সর্বশেষ কথা হয়?

আত্মহত্যা কোন সমাধান নয়। লড়াই করে বেঁচে থাকার মাঝেই সার্থকতা বেশী। মানুষ নিজেও জানেনা যে সে কি অমীয় ক্ষমতার অধিকারী।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:



প্রতিটি স্কুলে, ১ জন মহিলা ও ১ জন পুরুষ শিক্ষক ছেলেমেয়েদের ইমোশানেল দিক দেখার জন্য নিযুক্ত করা খুবই দরকারী; এদেরকে হতে হবে খুবই দয়ালু, মননশীল ও বুদ্ধিমান; এরা ছেলেমেয়েদের মানসিক ও সারীরিক দিকটাতে উপদেশ দেবেন।

২| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৪

মহসিন ৩১ বলেছেন: মেয়ে পুরুষ আমাদের ভাবায় ; সবই তো ভাবি আশ পাশ উপর নিচ----। কখন কি এমন ভাবনাও ভাবতে হবে; মেয়ে আমি পুরস্কৃত হই নি পুরুষ আমি ধিক্রিত হই নি, যুব আমি ভিজি নি বৃষ্টিতে মাঝবয়সের ছোঁয়াতে হ্টাৎ কোনোদিনই চমকে উঠি নি একগুচ্ছ সাদা ভাবনায়--- নিরন্তর অন্যকোন অহঙ্কারে বিচলিত হইনি লিঙ্গ ভেদের বালখিল্যটায়---- এবারও!

৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হুম! লিখাটি নাড়িয়ে দিল আপন সত্তা। কেন ,কেন এমন হয় কারো কারো জীবনে? এই প্রশ্ন জবাব হয়তো কারোর কাছে নেই যদিও থেকে থাকে খুবি নগন্য কয়টা যুক্তি আওড়ানো ছাড়া কিছুই নয়। আমি বাঁচতে চাই আমার মতোন করে ওরা দেয়না এই ওরা যারা তাদের কাছে মৃত্যুর পর যত ইম্পুর্টেন হয় আগে নয় কেন। তাই সুন্দর মানুষগুলো নিজেকে বিকশিত করার আগেই চলে যেতে চায় চলে ও যায়।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

জগতারন বলেছেন:
মায়াবী সুন্দর চেহারার এ মেয়েটির জন্য সহমর্মিতা ও তার আত্মার শান্তি কামনা করি, বিধাতা তাকে মঙ্গলময়য় স্থানে সমাহিত করুন, --আমীন।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

জগতারন বলেছেন:
মায়াবী সুন্দর চেহারার এ মেয়েটির জন্য সহমর্মিতা ও তার আত্মার শান্তি কামনা করি, বিধাতা তাকে মঙ্গলময়য় স্থানে সমাহিত করুন, --আমীন।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: আমিও অন্ধকার কে ভালোবাসি, মাঝে মাঝে ইচ্ছে হয়..................! কষ্ট সবাই সয্য করতে পারেনা।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৬

করুণাধারা বলেছেন:

এমন মৃত্যু কারো কাম্য হওয়া উচিত নয়। আল্লামা সবাইকে হেদায়েত করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.