![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কিছু কথা থাক তপ্ত রৌদ্রক্ষর দিনে
আজ কিছু কথা থাক মরু বালুকা প্রান্তরে,
হেটে হেটে পাড়ি দিবো পৃথিবীর এই সীমানা
কিছু কথা থাকবে লুকিয়ে কেউ জানবেনা
পাগলি তুই আমার ছিলি কেউ তা বুঝবেনা।
কেউ কখনো বোঝেনি আমার মত তোকে
ভালবেসেছিলাম এই নিষ্ঠুর পৃথিবীর বুকে,
কেউ বুঝেনি কখনো আপন মানে যে কি
নির্বাক কথায় আমি শুধু তোকেই বলেছি
আগে যেমনটা বাসতাম তেমনি ভালবাসি।
পাগলি তোর সঙ্গে হারিয়েছি বসন্ত বাতাসে
পাগলি তোরে দেখেছি নিশ্চুপ সব আঁধারে,
এই, শিশির ভেজা ঘাসে আজো তোর মায়া
এই, আলো ছায়ার দেশে আজো তোর ছায়া
পাগলি তুই আমার ছিলি কেউ তা বুঝবেনা।
আমাকে তোকে নিয়ে কত জনে লিখবে একদিন
কেউ বাঁশিতে সুর তুলবে বাজবে রাগের বীণ,
আমি থাকবোনা তুই থাকবিনা শুধু স্মৃতি চিহ্ন
সকলেই বুঝিবে হায় সেদিন আমি তুই নই ভিন্ন
তবু কেউ জানবেনা কতটা তুই আমার জন্য।
থাক সব থাক পড়ে যে যার নিজেদেরই মত
চল ওপার বেলাতে প্রেম করি আমাদের মত
পাগলি চল, অন্য জগতে দুজনা ঘড় বাঁধিবো।।
২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:১৬
কানিজ রিনা বলেছেন: আচ্ছা মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টায় করলে
করলে ভাল হয়। কবিতা বেশ সুন্দর। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মজার কবিতা, ভালোবাসায় ভরপুর। মুগ্ধতা রেখে গেলাম কবিতায়।
শুভকামনা রইল ভাই।