নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর স্পন্দন তুমি

১৫ ই জুলাই, ২০১৭ রাত ২:১৩



যেদিন থেমে যাবে আমার সব গল্প
পৃথিবীর বাতাসে একটু শ্বাস নিয়ে দেখ;
তুমি পাবে পুড়ে যাওয়া কান্নার গন্ধ।

তোমার স্পর্শে যেদিন প্রাণের ডাক শুনেছি
যেদিন তোমার হাসিতে দেখেছি শুকতারা
আমি আমার গল্প লিখতে শুরু করেছিলাম,
পৃথিবীর আলোতে বাতাসে জিইয়ে রেখেছি
এক পশলা বৃষ্টির মত সুখের স্পন্দন।

পৃথিবীর গহীনে যেদিন গেয়েছিল অপ্সরীরা গান
জোনাকি এসেছিল আমাবস্যায়
আলোয় আলোয় ভরেছিল আঁধারের প্রাণ,
প্রেম এসেছিল সেদিন ভরা পূর্ণিমায়।

তোমার চোখে দেখেছি প্রেমময় পূর্ণিমা
তোমার ঠোঁটে দেখেছি আঁধারে আলোর প্রাণ,
তোমার নৃত্যে, নূপুরনিক্বণে, তাল লয় ছন্দে
এ জমিন শুনেছিল আবার অপ্সরীর গান।

প্রিয়তমা, তুমি থেমে গেলে
হাহাকার পড়বে চারিদিকে, থেমে যাবে আমার গল্প
পৃথিবীতে থাকবে শুধু ধ্বংস, কান্না পোড়ার গন্ধ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


"তুমি পাবে পুড়ে যাওয়া কান্নার গন্ধ। "

-পুড়ে যাওয়া কান্নার গন্ধ? উপমা কি অনুভুতির ডোমেইন ছাড়িয়ে যাচ্ছে না?

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১০

বাউলা সন্ন্যাসী বলেছেন: দুঃখিত চাঁদগাজী ভাই। আমি আপনার কথার অর্থ ধরতে পারিনি।

আপনি যদি ব্যাকরণের কথা বলেন তবে ব্যাকরণ গত দিক থেকে বাক্যটি সার্থক নয়। কিন্তু কবিতার জন্য অনেক সময় ব্যাকরণকে আত্মত্যাগ করতে হয়। ঠিক এমন ভাবেঃ
" সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.