![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন চলে যাবার কষ্টে চুপচাপ চলে যাব
তুমি জানবে না, পৃথিবী জানবেনা, জানবেনা জোনাকির আলো
আঁধারে মুখ লুকালে সব কষ্টই ভালো।
চলে যাবার জন্য যে আয়োজন, যে প্রস্তুতি
বিরহ মাখা পরিবেশের যে গুমোট মুখ
আমি সইতে পারবোনা, তোমার কান্না ভেজা চোখ পারবোনা দেখতে আমি
আমার এই চিরচেনা শহর, পিচঢালা পথ
রাতের নিকষকালো আঁধার ভেদ করে জ্বলে থাকা নিয়ন বাতির আলো
তীব্র যানজট, গাড়ির বিষাক্ত ধুয়ো, নব্বুই ডেসিবল এর শব্দ দূষণ
বড় ভালবেসে ফেলেছি এই জীবনটাকে
এরা পিছু টেনে ধরবে, তবু যেতে হবে তাই
চলে যাব খুব নিভৃতে।
চলে যাবার সময়
তুমি এসো বড় সুসময় করে
চলে যাবার কষ্টে চুপচাপ যাব চলে।
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। আপনাদের মত সুলেখকদের মতামত আমাদের মত তরুণদের জন্য অনুপ্রেণা মূলক। আশা করি সাথে থাকবেন।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭
ইমরান আল হাদী বলেছেন: সুন্দর।
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
খায়রুল আহসান বলেছেন: চলে যাবার কষ্টে চুপচাপ যাব চলে - ভাবনাটা ভাল।