নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর মিছিল থামছেনা..........

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪




বাতাসে মৃত্যুর গন্ধ
লাশে ছেয়ে গেছে জনপদ,
এখানে শুধুই কথার ফুলঝুরি
আঁধারে আলোর চিৎকার।

দারিদ্র্যের চিৎকার ক্রোধান্বিত অভিশপ্ত সমাজে
বিবেকের আর্তনাদ লজ্জায় মরে যায়
সমাজপতির মিথ্যা ভাষণে।

মায়ের কান্না থামেনা
মৃত্যুর মিছিল কমেনা
খুনের রঙে অনিশ্চিত ভবিষ্যৎ
মরণদশায় আমাদের জনপদ।

দেখেছি রক্ত; লাল খুনের নেশা
এখানে হইচই; লাশেদের মেলা।

কেটে যাচ্ছে বেলা, পিতার পাংশুটে মুখ
নেতার বেশে জল্লাদ, চুষে খায় রমণীর সুখ।

রাত গভীর তবু, তবু জাগ্রত রাজপথ
মৃত্যুর মিছিলে ভারী হচ্ছে আবার জনপদ।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: দারুন সত্য তুলে ধরেছেন।
++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩০

বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ।
মিথ্যের অবসান হোক।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: কোনো দিন থামবেও না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

বাউলা সন্ন্যাসী বলেছেন: রাজীব ভাই, সকলের প্রচেষ্টা আর সৎ ইচ্ছা থাকলেই সম্ভব, পুরোপুরিভাবে না হলেও অনেকটাই

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় সময়ে এমনইতো হয়!
সত্য আড়ালে লুকায় মিথ্যার জয়

++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

বাউলা সন্ন্যাসী বলেছেন: আর কতকাল মিথ্যের জয় দেখতে হবে?

৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

মরুচারী বেদুঈন বলেছেন: নেতার বেশে জল্লাদেরা শুধু রমণীর সুখ খায় না খায় পুরা জনপদের সুখ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

বাউলা সন্ন্যাসী বলেছেন: নেতার বেশে জল্লাদ না হয়ে যদি সেবক হতো হয়তো পুরো পৃথিবীর রূপ পালটে যেত।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪

বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫

বাউলা সন্ন্যাসী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.