![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সালাম গেলো, রফিক গেলো
আরও গেলো বরকত জব্বার
নাম না জানা আরো কিছু মানুষ গেলো,
দামাল ছেলে ছিল ওঁরা বাংলার।
মিছিল শুরু হলো;
পদচারণায় ভারী হতে থাকল রাজপথ,
কেঁপে কেঁপে উঠলো শাসকের বুক
গর্জে উঠলো একসাথে শত শত বন্দুক
তবু মিছিল থামেনি, স্লোগান থামেনি
থামেনি তীব্র প্রতিবাদ।
রক্ত বেরোয় ফিনকি দিয়ে তবু পা থামেনি ওঁদের
শক্ত হাতে ফেস্টুন ধরে সামনে ছিল মিছিলের।
মায়ের কাছে কথা দিয়েছিল যে তাঁরা
তাই, পিছু হটেনি কাপুরুষের মত,
মায়ের কাছে কথা দিয়েছিল যে তাঁরা
তাই, ভাষার জন্যে অকাতরে জীবন দিলো।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।