নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতই খুঁজিয়া ফিরি নিজেকে ততই শূন্যতা।

বাউলা সন্ন্যাসী

বলিব কি? নিজেরেই চিনিনা নিজেকে।।।

বাউলা সন্ন্যাসী › বিস্তারিত পোস্টঃ

পাপ

১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২১



এবং আমি তুমি, আমরা সবাই
নিজেদের প্রকাশ করছি খুব কদর্য ভাবে
না চাইতেও, আমাদের কুৎসিত রূপ দেখাই।

স্খলিত হচ্ছে প্রতিদিন উষ্ণতার; নৈতিকতারও
পাপ বেড়ে যাচ্ছে সাথে অযুহাত,
শহরে; গ্রামও বাদ পড়েনি আমাদের পাপে,
মনুষ্যের দুর্বল চিত্ত বা অজান্তে ভুল
এইতো আমরা বলি প্রতি কদর্য রূপ প্রকাশ পর।

এবং আমি তুমি, আমরা সবাই
আমরা সবাই পাপী প্রতিটি বিচার শেষে,
আজ চিৎকার করে প্রতিবাদ করি, আবার
কাল ভোর হলেই ভুলে যাই, সুযোগ করে দেই
কিশোরীর বাড়ন্ত বুকে লোলুপ দৃষ্টির।

আমাদের পাপ আমাদের মননে
আমাদের প্রতিটি পদক্ষেপে
আমাদের বলায় আমাদের করায়।

এবং আমি তুমি, আমরা সবাই
আধুনিকতার মুখোশে বাস করছি নরকের দুয়ারে,
অতি উদারনীতি আর বিশ্বায়নের মুগ্ধ মন্ত্রে
দিন দিন ডুবে যাচ্ছি পঙ্কিল কদর্যতায়,
তবে তাই আদিম ছিলাম ভাল ছিলাম
মুখোশের আড়ালে পাপতো আর ছিলনা
ছলনা ছিলনা,লোলুপ দৃষ্টি তাও ছিলনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: পৃথিবীর আসল মজাই পাপে।

১৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

বাউলা সন্ন্যাসী বলেছেন: পাপের মজা লুটতে যেয়ে অন্যের ক্ষতি কেন ভাই?

২| ২০ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২১

অজ্ঞ বালক বলেছেন: আসলেই হয়তো পুরান দিনগুলাই ভালো ছিল। যায় দিন ভালো, আসে খারাপ। আপনার কবিতার থিম সুন্দর।

৩| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০

মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.