![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ৪২০ কোটি ৮০ লাখ ডলার এফডিআই এসেছে ভারতে। তারপরেই এ দক্ষিণ শিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২২৩ কোটি ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এসেছে বাংলাদেশে। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ এফডিআই। ২০১৪ সালে বাংলাদেশে ১৫৫ কোটি ১০ লাখ ডলারের এফডিআই এসেছিল। গত বছর সেটি ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২৩ কোটি ৫০ লাখ ডলার হয়। ভারতের প্রবৃদ্ধি হয়েছে ২৭ শতাংশ। তার মানে, প্রবৃদ্ধির বিচারে দক্ষিণ এশিয়ার অন্য দেশের পাশাপাশি ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট (ডব্লিউআইআর) বা বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০১৬-তে এসব তথ্য উঠে এসেছে। গত বছর বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ ৫৭ কোটি ডলারের এফডিআই এসেছে। ২০১৪ সালে এ খাতে এসেছিল ৫ কোটি ডলারের এফডিআই। এ ছাড়া গত বছর বস্ত্র ও পোশাক খাতে ৪৪ কোটি, ব্যাংকিংয়ে ৩১ কোটি, টেলিযোগাযোগে ২৫ কোটি, খাদ্যপণ্যে সাড়ে ১২ কোটি এবং কৃষি ও মৎস্য খাতে আড়াই কোটি ডলার এফডিআই এসেছে।এদিকে, ২০১৫ সালে সারা বিশ্বে ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন মার্কিন ডলার (এক লাখ কোটি ডলারে এক ট্রিলিয়ন ডলার) এফডিআই এসেছে। এটি ২০০৮-০৯ অর্থবছরের বিশ্ব অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ এবং ২০১৪ সালের অর্জিত এফডিআইয়ের চেয়ে ৩৮ শতাংশ বেশি। গত বছর বৈশ্বিক এফডিআইয়ের সবচেয়ে বেশি ৭২ হাজার ১০০ কোটি ডলার এসেছে দুই বা তার বেশি প্রতিষ্ঠানের একীভূত ও অধিগ্রহণের কারণে।প্রথমবারের মতো বাংলাদেশের এফডিআই ২ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে।ভালো নেতৃত্ব ও দেশে শান্তির জন্য এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:১১
বিজন রয় বলেছেন: মন্দের ভাল।
৩| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
বিদেশীরা এসে এখানে টাকা ইনভেস্টা করলে, আপনার টাকা কি সৌদীতে ইনভেস্ট করবেন?
৪| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩
উদাসী স্বপ্ন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
বিদেশীরা এসে এখানে টাকা ইনভেস্টা করলে, আপনার টাকা কি সৌদীতে ইনভেস্ট করবেন?
সেই টাকা দিয়ে বেকারত্ব, দারিদ্র্য দূর না করে মনুমেন্ট করবে উনারা
৫| ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
গেম চেঞ্জার বলেছেন: নিঃসন্দেহে ভাল সংবাদ। কিন্তু ২.২৩ বিলিয়ন বনাম ভারতের ৪৪.২০৮১ বিলিয়ন। এখানে ২য় হওয়ার সার্থকতা কোথায়?? শুধু শুধু কমপেয়ার করার মানে আছে?
৬| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: ধাঁধাটির উত্তর বলুন দেখি......
সকালে জন্ম তার, সন্ধ্যায় মরণ, তাকে ছাড়া চলে না কারোই জীবন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
৪৫ বছর পর, এটা ভালো সংবাদ নয়; এটা ১৯৯০ সল অবধি ভালো সংবাদ ছিলো।