![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের প্রস্তুতি মোটামুটি সম্পন হয়েছে। এখন যে যার মতো করে পরিকল্পনা সাজাচ্ছেন। ফাঁকা ঢাকায় ঘুরে বেড়ানোর সুযোগটা এবারও কাজে লাগাবে রাজধানীবাসী। পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করবেন প্রতিবারের মতোই। শিশুপার্ক, চিড়িয়াখানা, জাদুঘর দর্শনার্থীদের স্বাগত জানানোর অপেক্ষায় এখন। ঢাকা থেকে দূরে হলেও, প্রধান প্রধান থিমপার্কগুলো ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। এসব থিমপার্কে আনন্দঘন সময় কাটাবেন শহুরে মানুষ। সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠবে বিনোদন কেন্দ্রগুলা। এ সবের বাইরে ছোট-বড় আরও বহু বিনোদন কেন্দ্রে ঈদ উদযাপনের বিশেষ ব্যবস্থা থাকবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনসহ বিভিন্ন খোলামেলা জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়াবেন সাধারণ মানুষ। এই ঘুরে বেড়ানো আনন্দঘন হোক নিরাপদ হোক। কর্মময় জীবনের মাঝে ঈদের এই ছুটি সবার মাঝে বয়ে আনুক অনাবিল প্রশান্তি এবং শান্তি এ প্রত্যাশা সবার।
©somewhere in net ltd.