![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলেজ বা বিয়ে বাড়ির মতই রজনীগন্ধা দিয়ে কারাগারের প্রধান ফটকে প্রবেশের সময় প্রত্যেক কারাবন্দীদের বরণ করে নেয়া হচ্ছে কেরানীগঞ্জের নবনির্মিত কারাগারে। সর্বমোট ৬ হাজার ৫১১ আসামিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থান্তর করা হয়। র্যাব, পুলিশ, এপিবিএন সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ২৬০০ সদস্য বন্দী স্থানান্তর কাজের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও ৭০০ কারারক্ষী ও কারা গোয়েন্দা স্থানান্তর কাজে যুক্ত ছিলেন। কেরানীগঞ্জের নতুন এই কেন্দীয় কারাগারটি প্রায় ১৯৪ একর জায়গা নিয়ে নির্মিত। অবহেলা নয় কারাবন্দীরাও যে সম্মান পায় তার একটি নিদর্শন হচ্ছে ফুল দিয়ে বরন। কারাবন্দীদের নতুন কারাগারে ফুল দিয়ে বরনের মাধ্যমে আর একটি নতুন সাফল্য সুচনা হলো।
©somewhere in net ltd.