![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতি সাধারণ মানুষ ও রোগীদের আস্থা অতীতের তুলনায় অনেক বেড়েছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিতে গবেষণা কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ করার লক্ষে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে। ভারচুয়াল ক্লাসরুম চালু করা হয়েছে। এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ মেডিকেল-ট্যুরিস্টদের জন্য ‘ওয়ান-পয়েন্ট চেকআপ সার্ভিস’ শুরু করার পরিকল্পনা করেছে। এ জন্য ‘অবকাঠামো নির্মাণ হয়ে গেছে। পরিকল্পনাও হয়েছে। সার্ভিসটি চালু হলে যাঁরা চিকিৎসাসেবা নেওয়ার জন্য বিদেশে যান, তাঁরা এই হাসপাতালেই বিভিন্ন সেবা পাবেন। চিকিৎসার জন্য বিদেশগামী রোগীদের লক্ষ্য করে দেশেই আন্তর্জাতিক মানের এই সেবা চালু করতে ব্যবস্থা করছে সরকার। পাশাপাশি সাধারণ রোগীদের জন্য জরুরি বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
©somewhere in net ltd.