![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঁশগাড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষের শত-শত বছরের দুর্ভোগ লাঘবের জন্য শিগগিরই খুলে দেয়া হচ্ছে আঁড়িয়াল খাঁ নদের উপর নির্মিত সেতুটি। এ সেতুটি খুলে দিলে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চলের এই ইউনিয়টির মানুষগুলো উপজেলা, জেলা ও ঢাকা শহরের সঙ্গে বেড়ে যাবে সহজে যোগাযোগ ও ব্যবসা বানিজ্যের জন্য প্রসার ঘটাতে রাখবে অগ্রনী ভুমিকা। মাদারীপুরের কালকিনি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাশঁগাড়ি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ শত-শত বছর ধরে তারা ট্রলারযোগে আড়িয়াল খাঁ নদ পাড়ি দিয়ে উপজেলা ও জেলা শহড়ে যাতায়াত করতো। এতে ওই এলাকার মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৮৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাঁশগাড়ি ইউনিয়নের খাসেরহাট বন্দর এলাকায় আঁড়িয়াল খা নদের উপরে ৬৮৬.৪৬ মিটার সেতুটির নির্মান কাজ ২০১১ সালের ৫ ডিসেম্বর শুরু হয়। বর্তমানে সেতুটির নির্মান কাজ প্রায় শেষ। কালকিনির বাশগাড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষের শত বছরের দূর্ভোগের দিন শেষ হওয়ার সেই শুভক্ষনের অপেক্ষায়।
©somewhere in net ltd.