![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন ধরে বহুক্রোশ দূরে........... কবির সেই পদ্যটি চির নতুন, কবি আত্মোপলব্ধি থেকে কবিতাটি রচনা করে আমাদের বুঝিয়ে গেছেন যে, আমাদের চারপাশেই আছে অনেক নয়নাভিরাম অনেক দৃশ্য। তা আমরা অনেক কম সময় ও অর্থ ব্যায় করে উপভোগ করতে পারি। তেমনি কাশ্মীরের মত সুন্দর বাংলাদেশের নীলাদ্রি লেক। সুনামগঞ্জের টেকেরঘাট এ নীলাদ্রি এর অবস্থান। নীল রঙে রূপায়িত ”নীলাদ্রি”। এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। অনেকেই সুনামগঞ্জের টাংগুয়ার হাওর দেখতে যান কিন্তু এর আশেপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে যা যেকোন পর্যটকের মনকে এক মুহূর্তেই ভাল করে দিতে পারে! এমনই একটি যায়গা টেকেরঘাট চুনাপথরের পরিত্যাক্ত খনির লাইমস্টোন লেক। স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলে। নিজ চোখে না দেখলে হয় বিশ্বাসই করতে পারবেন না পানির রঙ এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রুপ। মাঝের টিলা গুলা আর ওপাড়ের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশ এর শেষ সিমানা। বড় উচু পাহাড়টিতেই সীমানা কাটা তারের বেড়া দেওয়া আছে। এই লেকটি এক সময় চুনা পাথরের কারখানার কাচামাল চুনা পাথরের সাপ্লাই ভান্ডার ছিল যা এখন বিলীন। আর এখানেই প্রকৃতির অপরূপ লীলাভুমির সৃষ্টি হয়েছে। সময় করে ঘুরে আসুন ভাল লাগবে।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
আশপাশ থেকে আরো চুনা পাথর তোলা দরকার।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪
সুমন কর বলেছেন: আরো কিছু ছবি থাকলে ভালো হতো।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: ভাল লাগল আপনার সুন্দর বর্ণনা!!
এত সুন্দর একটা জায়গার বর্ণনায় ছবি না থাকলে তৃষ্ণা মেটে না।
আমি হলে ছবিতে ছবিতে ভরিয়ে দিতাম!!
অনেক অনেক শুভেচ্ছা আপনাকে!!