![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনদূর্ভোগ কমাতে চার লেন হচ্ছে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক। আঞ্চলিক সংযোগ বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি ও দুর্ঘটনা রোধে এই প্রকল্প হাতে নেয়া হচ্ছে। ইতোমধ্যে ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ও সাসেক সংযোগ প্রকল্প-২ নামের ওই দুই প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ দুটি প্রকল্পের আওতায় এলেঙ্গা হতে হাটিকুমরুল পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত ও সারাদেশে মাঝারি আকারের ১৭টি সেতু নির্মাণ করা হবে। একই সঙ্গে নির্মিত হবে কালভার্ট ও সংযোগ সড়ক। রংপুর থেকে এ মহাসড়কের একটি অংশ লালমনিরহাটের বুড়িমারী ও পঞ্চগড়ের বাংলাবান্ধা হয়ে পাশের দেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ রুটের মাধ্যমে ভারত, নেপালসহ অন্যান্য দেশে সরাসরি ব্যবসা প্রসার ঘটানো সম্ভব। এটি এশিয়ান হাইওয়ে, বিবিআইএন ও সাসেকের একটি অংশ। প্রকল্প বাস্তবায়ন করা হলে দেশের কর্মসংস্থান বাড়বে। উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাতায়াতের দূরত্বও কমে আসবে। ব্যবসা-বাণিজ্য প্রসারে এশিয়ান হাইওয়ে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন ও বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক করিডরে নতুন করে বাংলাদেশের আটটি মহাসড়ক যুক্ত হতে যাচ্ছে। এ সড়কগুলোর মোট দৈর্ঘ্য হবে ৬০০ কিলোমিটার। এর মধ্যে প্রথম দফায় ১৯০ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। উত্তরবঙ্গে শিল্পের প্রসারসহ বুড়িমারী-বাংলাবান্ধা হয়ে ভারত ও নেপালের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠায় এ মহাসড়ক ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব পড়বে এসব প্রকল্প।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
প্রামানিক বলেছেন: ভালো উদ্যোগ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫
মাকার মাহিতা বলেছেন: কালিয়াকৈর এর চন্দ্রা হতে কালিহাতির এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চার লেন এ উন্নীতকরণ কাজ চলছে সেই ব্রিটিশ আমাল থেকে। কবে যে শেষ হবে সৃষ্টিকর্তা মালুম...? যমুনা ব্রিজ এর পশ্চিম হতে রংপুর পর্যন্ত চার লেন...? সে তো দুর কি বাত...!!!
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
সেলিম৮৩ বলেছেন: সময়োপযোগী পদক্ষেপ।