![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে স্বীকৃতি অর্জনের একমাত্র মাপকাঠি সক্ষমতা অর্থাৎ ব্যক্তিগত যোগ্যতা। স্বজনপ্রীতির মাধ্যমে অর্জিত সাফল্যের কার্যকারীতা সীমাবদ্ধ থাকে নিজস্ব পরিমন্ডলের ক্ষুদ্র গন্ডিতে। কিন্তু কেউ যখন আন্তর্জাতিক মহলের আস্থা অর্জনে সক্ষম হয় তখন তার ব্যক্তিগত যোগ্যতায় সন্দেহের কোন অবকাশ থাকে না। এমনই সন্দেহাতীত সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়ার জন্য প্রবর্তিত ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’-এর আন্তর্জাতিক জুরিবোর্ডের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। কুয়েতের অর্থ সাহায্যে পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার যা প্রতিবছর একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়ে থাকে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরিবোর্ড এ পুরস্কারের জন্য যোগ্যতম প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে থাকে। দেশি-বিদেশি পরিমন্ডলে নিরলসভাবে কাজ করে অটিষ্টিক শিশুদের সার্বিক মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউনেস্কো মহাপরিচালক আগামী দুই বছরের জন্য সায়মা ওয়াজেদ পুতুলকে এই জুরিবোর্ডের চেয়ারপার্সন হিসেবে মনোনীত করেছেন। এই জুরিবোর্ডের অপর চার সদস্য হলেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের স্পেশাল র্যানপোর্টিয়ার কাটালিনা দেবানদাস আগুইলার, লেবাননের সাংবাদিক মে শিডিয়াক, অস্ট্রিয়ার জোহান কেপলার ইউনিভার্সিটির অধ্যাপক ক্লাউস মিয়েসেনবার্গার ও মার্টিন বাবু মেসিগুয়া। জুরিবোর্ডের চেয়ারপার্সন হিসেবে তার এই মনোনয়ন এক বিরল সাফল্য, আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জলতর করে তুলেছে। একই সঙ্গে নিন্দুকদের মুখে চুনকালি মাখিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর রত্নগর্ভা মায়ের স্বীকৃতিকে অধিকতর সুসংহত করেছে। অভিনন্দন সায়মা ওয়াজেদ পুতুল, এই অসামান্য স্বীকৃতি অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে জাতি হিসেবে আমাদেরকে গর্বিত করার জন্য।
২| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮
প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষের সাথে সহমত।
৩| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
ডঃ এম এ আলী বলেছেন: অান্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের জন্য সন্মান বয়ে আনায় সায়মা ওয়াজেদ পুতুলের প্রতি রইল অভিনন্দন ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই এটা আমাদের দেশের জন্য একটা গর্বের বিষয় পুতুলকে অভিনন্দন।