নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

পর্যটকদের নিরাপত্তায় শক্তিশালী হচ্ছে ট্যুরিস্ট পুলিশ

১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

দেশি-বিদেশি পর্যটকদের নানামুখী বিড়ম্বনা দূর করে দেশের পর্যটনশিল্পে গতি আনার লক্ষ্যে ২০১৩ সালের নভেম্বরে গঠন করা হয় ‘ট্যুরিস্ট পুলিশ’। পুলিশের একটি বিশেষ ইউনিট হিসেবে এদের কর্মতৎপরতা পুরোটাই পর্যটকদের ঘিরে। দর্শনীয় স্থানে পর্যটকদের নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে পর্যটন এলাকায় থাকার জায়গায়ও নিরাপত্তা দেবেন এই ইউনিটের সদস্যরা। বিদেশিরা যাতে নির্ভয়ে দর্শনীয় স্থানে চলাচল করতে পারে সে জন্য ট্যুরিস্ট পুলিশের থাকছে পৃথক কঠোর নজরদারি। হোটেল-মোটেলে পোশাকধারী পুলিশের বাইরেও সাদা পোশাকের ট্যুরিস্ট পুলিশ সদস্যরা পর্যটকদের খোঁজখবর রাখবেন। আমাদের দেশে দর্শনীয় অনেক স্থান রয়েছে। এসব স্থানে বিদেশিরা নির্ভয়ে চলাফেরা করতে পারলে আমাদেরই সুনাম হবে। বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যাও। বর্তমানে কক্সবাজার সমুদ্রসৈকত, সিলেটের শ্রীমঙ্গল, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙামাটি, কুয়াকাটা, পতেঙ্গাসহ কয়েকটি এলাকায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। তবে লোকবলের অভাবে সুন্দরবন, বাগেরহাট, মোংলা, বগুড়ার দর্শনীয় স্থানে তারা দায়িত্ব পালন করতে পারছে না। নতুন জনবল পেলেই এসব স্থানে ট্যুরিস্ট পুলিশ পুরোদমে কাজ শুরু করবে। বর্তমানে ট্যুরিস্ট পুলিশ স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এই ইউনিটের কর্মতৎপরতা বাড়াতে একটি বিধিমালার খসড়া করা হয়েছে। বিধি পাস হলে তারা দায়িত্বপূর্ণ এলাকায় সংঘটিত অপরাধের তদন্তও করতে পারবে। বর্তমানে কোনো অপরাধ ঘটলে অপরাধীকে ধরে স্থানীয় থানায় সোপর্দ করার এখতিয়ার রয়েছে। ট্যুরিস্ট পুলিশের পদ সৃষ্টিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে ট্যুরিস্ট পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৬৮৯টি পদ সৃষ্টি করা হয়েছে। এতে অতিরিক্ত ডিআইজি পদবির দুজন কর্মকর্তা ছাড়াও পুলিশ সুপার সাত, অতিরিক্ত পুলিশ সুপার চার, ইন্সপেক্টর (নিরস্ত্র) ৬৫, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ১৭৫, সহকারী সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ১৬০, কনস্টেবল ২৫০, প্রোগ্রামার এক, প্রশাসনিক কর্মকর্তা এক, প্রধান সহকারী দুই, উচ্চমান সহকারী দুই, কম্পিউটার অপারেটর এক, ওজনকারক এক, বাবুর্চি ১০ ও পরিচ্ছন্নতাকর্মীর আটটি পদ রয়েছে। ইউনিটটির জন্য নতুন করে ১০টি জিপ, পাঁচটি পিকআপ, একটি মাইক্রোবাস, একটি ট্রাক, একটি প্রিজনার্স ভ্যান, একটি বোম্ব ডিসপোজাল ভেহিকল, দুটি ওয়াটার ট্রেইলার, দুটি পোর্টেবল ফোল্ডিং বোট, একটি জাহাজ, তিনটি স্পিডবোট, দুটি রেসকিউ বোট, তিনটি বিচ রেসকিউ মোটরবাইক, দুটি স্যান্ড সাপোর্ট ভেহিকল, একটি ড্রাইভিং সিমুলেটর ও ৩০টি মোটরসাইকেলের অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ পুলিশের সদস্যসংখ্যা এক লাখ ৭৭ হাজার ৩১৭। এর সঙ্গে যোগ হবে ৬৮৯টি নতুন পদ। সব মিলিয়ে পুলিশের সদস্যসংখ্যা হবে এক লাখ ৭৮ হাজার ছয়। পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দেবে তারা। সেই লক্ষ্যে পুলিশের বিশেষ ইউনিটটি আরো বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

নিরাপদ দেশ চাই বলেছেন: প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাউথ ইস্ট এশিয়ার বালি, ফুকেট, লাংকাউই, পেনাং, জেন্টিং ইত্যাদি স্পটগুলো বিদেশী পর্যটকদের কাছে দারুন জনপ্রিয়। কিন্তু সত্যি বলতে গেলে সৌন্দর্যের বিচারে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দবানের নীল গিরি, সাজেক বা সেন্টমার্টিনের তুলনায় এরা কিছুই না। বিদেশি টুরিস্টের আকর্ষন করতে সঠিক প্রচারনা ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা যদি নেয়া হত তবে নিঃসন্দেহে বাংলাদেশ একটি জনপ্রিয় টুরিস্ট আকর্শক দেশ হত।

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

ওমদামিয়া পাহাড় বলেছেন: পুলিশের বিশেষ ইউনিটটি আরো বিস্তৃত ও শক্তিশালী করার উদ্যোগকে সাধুবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.