নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

ই-কমার্সের কেন্দ্রবিন্দু হবে পোস্ট অফিস

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০


দেশের সব পোস্ট অফিসকে আইটি সেক্টরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে প্রায় ১০ হাজার পোস্ট অফিসকে ই-কমার্সের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে প্রায় এক হাজার কোটি টাকার ই-কমার্স বাজার তৈরি হয়েছে।ই-কমার্সে নিয়ন্ত্রকের ভূমিকা পালন তা নির্ধারণ করা হচ্ছে শীঘ্রই । এ বিষয়ে স্বচ্ছ ধারণা এবং গ্রাহক স্বার্থ বিবেচনা করে নীতিমালা করা হচ্ছে। এ খাতের উন্নয়নে সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কাজ করছে আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা। এ খাতের উন্নয়নে ইন্টারনেটসহ প্রযোজনীয় অবকাঠামো রয়েছে। এখন উদ্যোক্তারাই ই-কমার্সের মূলভিত্তি তৈরি করবে। দেশের সব পোস্ট অফিসকে ই-কর্মাসের সঙ্গে যোগ করার কাজ চলছে। পোস্ট অফিসগুলো ই-কমার্সের কেন্দ্রবিন্দু বা হাবে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ই-কমার্সে অর্থায়নে সহযোগিতা করতে ব্যাংকের নীতিমালা থাকা খুব জরুরী। মূলধন কম থাকায় ই-কমার্স খাতে প্রবৃদ্ধি কম। তবে অগ্রগতি হচ্ছে। আশা করা যাচ্ছে বাংলাদেশের ডিজিটালাইজেশনের দিকে অতি দ্রুত এগিয়ে যাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯

ইয়াসিরআরাফাত বলেছেন: আশা করা যাচ্ছে বাংলাদেশের ডিজিটালাইজেশনের দিকে অতি দ্রুত এগিয়ে যাবে।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩

উত্তরের উপাখ্যান বলেছেন: একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.