![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র ২৪ বছরের সুমি। এ বয়সেই সংসারের ঘানি টানতে ঢাকা শহরে রিকশা চালান। ভালো লাগলো জেনে প্রথম আলো ট্রাস্ট তার কষ্টের কথা জেনে তাকে একটি রিকশা কিনে দিয়েছে গতকাল। রিকশা পেয়ে সুমি খুবই খুশি। রিকশা পেয়ে সুমি বললেন, রিকশাটি তার খুবই পছন্দ হয়েছে। সংসারের বোঝা টানতে আর কোন বিকল্প নেই বলেই রিকশা নিয়ে পথে নেমেছেন সুমি বেগম। থাকেন কামরাঙ্গির চরে। পায়ে প্লাস্টিকের স্যান্ডেল, গলায় রংচটা গামছা আর মাথায় ক্যাপ পরে পুরুষের পরিচয়ে রিকশা চালান। এক সন্তানের মা তিনি। রিকশার আগে রাজধানীতে তিন বছর ভ্যান চালিয়েছেন সুমি। এর আগেও ছোটবেলায় প্রতিবন্দি বাবাকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতেন। বাবা মারা গেছেন। ছোট ভাই মানুষিক প্রতিবন্ধী। ভাই ও সুমির মেয়েকে নিয়ে মা মাদারীপুরে গ্রামের বাড়িতে থাকেন। সুমির পাঠানো টাকা এবং মা অন্যের বাড়িতে কাজ করে যা পান, তাই দিয়েই চলে সংসার। সুমি জানালেন কারখানায় কাজ করার সময় একজনের প্রেমে পড়েন। তারপর অল্প বয়সে বিয়ে করেন। তবে মেয়ে যখন তিন মাসের পেটে, তখন প্রথম বুঝতে পারেন স্বামী নেশা করেন। স্বামীকে ছেড়ে চলে আসেন বাবা মায়ের কাছে। তারপর স্বামীকে তালাক দেন। মেয়ে, মা, ভাইয়ের কথা চিন্তা করে আর বিয়ে করেননি। এখন মেয়েকে শিক্ষিত করার স্বপ্ন দেখেন। মেয়ে পড়ছে প্রথম শ্রেণিতে। আমরা সবাই যেন এভাবে এগিয়ে আসি সুমিদের স্বাবলম্বী হওয়ার জন্য।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২১
উত্তরের উপাখ্যান বলেছেন: সুমিদের এগিয়ে যাওয়াতেই দেশ এগিয়ে যাবে। শুভকামনা থাকলো।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭
ডার্ক ম্যান বলেছেন: সুমিরা এগিয়ে যাক তাদের মত করে। তাদের কারণে বাংলাদেশ এগিয়ে চলেছে ।