![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হয় মূলত বাখরাবাদ-চট্রগ্রাম গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে তিতাস গ্যাসের বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে। বর্তমানে ১৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের ২৪ ইঞ্চি প্যারালালের এই গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের কারণে চট্টগ্রামের কিছু এলাকায় কখনো কখনো গ্যাস সংকট দেখা দেয়। তবে দেশের গ্যাস সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে ১৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থ ব্যয় করে দেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়নের পাশাপাশি বিতরণ ব্যবস্থারও উন্নয়ন করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে বুধবার এডিবির দ্বিপাক্ষিক ঋণচুক্তি স্বাক্ষর হবে। উল্লেখ্য, গত মাসে এডিবির সদর দফতর ম্যানিলায় অনুষ্ঠিত বোর্ড সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। এডিবির অর্থায়নে নেয়া প্রকল্পটিতে চীনের নেতৃত্বে নবগঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ৬ কোটি মার্কিন ডলার সহায়তা দেবে। এটি এআইআইবির যৌথ অর্থায়নে বাংলাদেশে এডিবির দ্বিতীয় প্রকল্প। সব মিলে প্রকল্পে বিদেশি সহায়তা আসবে ২২ কোটি ৭০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা। চুক্তির আওতায় দেশে প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও বিতরণ অবকাঠামো এবং দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তার আওতায় তিতাস গ্যাস ক্ষেত্রে সাতটি ওয়েলহেড গ্যাস কমপ্রেসার স্থাপনের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং চট্টগ্রাম থেকে ফেনী হয়ে বাখরাবাদ পর্যন্ত ৩৬ ইঞ্চি প্যারালালের ১৮১ কিলোমিটার গ্যাস ট্রান্সমিশন পাইপলাইন স্থাপনের মাধ্যমে গ্যাস ট্রান্সমিশন পাইপলাইনের ক্ষমতা বাড়ানো হবে। ২০২১ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে সর্বমোট ৪৫ কোটি ৩০ লাখ ডলার ব্যয় হবে। এতে বাংলাদেশ সরকারের তহবিল থেকে ব্যয় হবে ২২ কোটি ৬০ লাখ ডলার। নতুন এই গ্যাস ট্রান্সমিশন লাইন স্থাপনের ফলে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
ওমদামিয়া পাহাড় বলেছেন: এটি এআইআইবির যৌথ অর্থায়নে বাংলাদেশে এডিবির দ্বিতীয় প্রকল্প।