![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য সুপারভিশন হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ত্ব দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ঠিকাদারের দাখিল করা নকশা যাচাই ও অনুমোদন, ভূমি অধিগ্রহণ, সাইট ক্লিয়ারেন্স, রিসেটলমেন্ট প্ল্যান ও নির্মাণকাজে সহায়তা এবং তদারকি করবে সেনাবাহিনী। আর এর জন্য খরচ ধরা হয়েছে ৯৪২ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ছয় বছর। বিগত দিনগুলিলে আমাদের ঐতিহ্যবাহী সেনাবাহিনীকে দিয়ে দেশের অনেক গুরুত্ত্বপুর্ন প্রকল্প সুন্দর এবং সুচারোভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং সেনাবাহীনি তার সততা এবং দক্ষতার স্বাক্ষর রেখেছে। আলো ঝলমল পরিচ্ছন্ন হাতিরঝিলের দিকে তাকালে আমাদে গৌরব দীপ্ত সেনাবাহীনীর সততা আর কর্ম নিষ্ঠাই প্রতিয়মান হয়। পরামর্শক সেবায় অনেকগুলি কাজ আছে- জমি অধিগ্রহণ, সহায়তা করা, সাইট ক্লিয়ারিং অনেক কিছু আছে।তাই সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে এই গুরু দায়িত্ত্ব অর্পন করেছেন।সরকার মনে করে এই কাজগুলি যদি সেনাবাহিনী দিয়ে করানো হয়, তাহলে খুব তাড়াতাড়ি কাজ হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কোন সমস্যা হবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাফল্যের ধারাবাহিকতায় আরো বেশি দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রকল্প ভূমি অধিগ্রহণ, রিসেটলমেন্ট প্ল্যান বাস্তবায়ন, নির্মাণ কাজের সুপারভিশন সেবা নির্দিষ্ট সময়ের আন্তর্জাতিক মান বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে বলে আমরা আশা করি।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:২০
ওমদামিয়া পাহাড় বলেছেন: সেনাবাহীনি তার সততা এবং দক্ষতার স্বাক্ষর রেখেছে