নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

অভূতপূর্ব উচ্চতায় বাংলাদেশ

১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯



মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির মোহাম্মদ যেমন ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছরে তার ক্যারিশমেটিক নেতৃত্বে বিশ্বকে উপহার দিয়েছেন এক আধুনিক উন্নত মালয়েশিয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তেমনি তাঁর তিন বারের প্রধানমন্ত্রিত্বে, চৌকস, গতিশীল এবং ক্যারিশমেটিক নেতৃত্বে মাহাথির মোহাম্মদের চাইতে কম সময়ে বাংলাদেশকে তুলে নিয়ে চলছেন এক অভূতপূর্ব উচ্চতায়। বাংলাদেশের বিপুল জনসংখ্যা এবং অন্যান্য সমস্যা-সংকটের কারণে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন মালয়েশিয়ার তুলনায় অধিকতর চ্যালেঞ্জিং। তবে শেখ হাসিনার দৃঢ়-সাহসী উন্নয়ন পদক্ষেপ অব্যাহত থাকলে তা সম্ভব। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে উন্নীত করার যে রূপকল্প শেখ হাসিনার সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়নের পথে যে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং সে অগ্রযাত্রা যে দৃশ্যমান এবং স্পর্শযোগ্য তা বোধ করি সরকারের চরম নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না। শেখ হাসিনা মাহাথিরের মতো এখনো ২২ বছর প্রধানমন্ত্রিত্ব করেননি। প্রথম ও দ্বিতীয় টার্মের দশ বছর এবং তৃতীয় টার্মের দুই বছর—সব মিলে প্রায় একযুগ তাঁর প্রধানমন্ত্রিত্বের কাল। তাও আবার নিরবচ্ছিন্নভাবে নয়। ১৯৯৬-২০০১-এর অর্জন এবং উন্নয়ন পরিকল্পনাগুলো সরকার বদলের কারণে ধারাবাহিকতা এবং কাঙ্ক্ষিত পরিণতি পায়নি। শেখ হাসিনার সরকারের সুপরিকল্পিত, সুসমন্বিত এবং ধারাবাহিক উন্নয়ন কর্মসূচিগুলো মূলত শুরু হয় ২০০৯ সাল থেকে। এর মাঝে বিশ্ব অর্থনৈতিক মন্দা এসেছে। দেশে নৈরাজ্য, অরাজকতা, অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদী তৎপরতা চালানোর চেষ্টা করা হয়েছে। বিদেশিদের হত্যা করে বিনিয়োগের রাস্তা বন্ধ করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর পাঁয়তারা করা হয়েছে। কিন্তু কিছুতেই উন্নয়ন কর্মসূচি এবং তা বাস্তবায়নের ধারাবাহিকতা এক মুহূর্তের জন্যেও থমকে থাকেনি। আর তাই বর্তমান সরকারের সবচাইতে বড়ো সাফল্য হিসেবে গণ্য করা বিধেয় হবে-বিপর্যয় ব্যবস্থাপনা এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা। আর যে কোনো উন্নয়নের ক্ষেত্রে সেটিই বড়ো কথা। সব মিলে উন্নয়নের প্রশ্নে বাংলাদেশের আর পেছন ফেরার অবকাশ নেই। এখন শুধু সামনে চলা। বাংলাদেশ এখন শুধু সাফল্যের গল্প। এভাবেই এগিয়ে যাবে আমাদের সোনার বাংলা এ প্রত্যাশা সবার।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



তা'হলে শেখ হাসিনা মালয়েশিয়ার মাহাথির থেকেও ভালো করছে? সেজন্য চিটাগং থেকে ও কক্সবাজার থেকে ট্রলারে করে মানুষ গিয়ে মালয়েশিয়া কাজ করছে, ফিলিপাইনীরা মালয়েশিয়ায় কাজ করছে?

আপনাদের মগজের নিউরঙুলো তামার তার দ্বারা সংযুক্ত?

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


"বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তেমনি তাঁর তিন বারের প্রধানমন্ত্রিত্বে, চৌকস, গতিশীল এবং ক্যারিশমেটিক নেতৃত্বে মাহাথির মোহাম্মদের চাইতে কম সময়ে বাংলাদেশকে তুলে নিয়ে চলছেন এক অভূতপূর্ব উচ্চতায়। "

-শেখ হাসিনা ডামী তৈরির কারখানা খুলেছেন?

৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

কলাবাগান১ বলেছেন: চাদগাজী ভাই আমরা খালেদার/জামাতের শাসন ও দেখেছি আর হাসিনার শাসন ও দেখছি....তাই আপনার মত ব্ল্যান্কেট মন্তব্য করলাম না

৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


জিয়া ও খালেদা জিয়াদের সিআইএ আনতে পেরেছিল , কারণ আওয়ামী লীগ শুন্যতার সৃস্টি করেছিল, আওয়ামী লীগ সেই সুযোগ করে দিয়েছিল

৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পত্রিকা পড়েন নাকি খালি ব্লগেই থাকেন?

৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

ইয়াসিরআরাফাত বলেছেন: আমরা যে বিজয়ী জাতি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.