নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

শিশু আলমের বিরল সততা আর আমাদের শেখার অনেক কিছু

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

সব থেকেও একজন উপসচিবের পঞ্চাশ হাজার টাকা অন্যায়ভাবে ঘুষ নেওয়া আর অনাথ শিশুর ৩ লক্ষ টাকা কুড়িয়ে ফেরত দেওয়ার বিরল উদারতা আর শিক্ষণীয় বিষয়টি একসাথেই পত্রিকায় পড়লাম। গত ০৯ জানুয়ারি ২০১৭ তারিখে চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের হত দরিদ্র শ্রমজীবি শিশু আলম কুড়িয়ে পেয়ে ৩ লাখ ১০ হাজার টাকা মূল মালিককে ফেরত দিয়েছে। বিনিময়ে বিকাশ ব্যবসায়ী খোরশেদ আলম এর নিকট থেকে কোন বকশীসও সে গ্রহন করেনি। অভাব অনটনের কারনে ৮ জনের সংসারের হাল ধরার জন্য শিশু আলম পটিয়া পৌরসভার বাজারে সবজির দোকানে শ্রমিকের কাজ করে সংসার চালায়। গত ০৯ জানুয়ারি ২০১৭ তারিখে সবজী বিক্রি শেষ করে রাতে বিকাশ ব্যবসায়ী স্থানীয় খোরশেদ আলমের হাত থেকে ভুল করে পড়ে যাওয়া ৩ লাখ ১০ হাজার টাকার ব্যাগটি সে বাজারের রাস্তায় থেকে কুড়িয়ে পায়। তা পেয়ে সে পটিয়া বাজার কমিটির সভাপতিকে জমা দিতে গেলে হন্যে হয়ে টাকার ব্যাগ খুজে পেতে মরিয়া খোরশেদ আলমকে পেয়ে যায়। কৃতজ্ঞতাবোধ আর খুশি চিত্তে শিশু আলম তার টাকা মালিককে ফেরত দিয়ে দারুন তৃপ্ত হয়। বিনিময়ে অনেক জোর সর্তেও ১ টাকাও ব্যবসায়ী খোরশেদ আলম দরিদ্র শিশু আলমকে দিতে পারিনি। অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও শিশু আলমের কোন টাকা না নেওয়ার বিষয়টি থেকেও সততা আর ব্যক্তিত্বের বিষয়ে অনেক শেখার আছে। আমরা সবাই এমন নই কেন? উন্নয়নের ক্রমধারায় পত্রিকায় ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, খুন, রাহাজানি, পরকিয়া আত্মহত্যা, দেশবিরোধী খবরা- খবর, ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে উপসচিব গ্রেফতারে খবরের মাঝে ছোট্ট সততার বিশাল খবরটি পড়ে ভালো লাগলো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: নেতিবাচক খবরের ভিড়ে এমন দু একটি খবর প্রাশান্তির পরশ বুলিয়ে যায় মনে। ধন্যবাদ স্বপ্ন বীথি আপনাকে।

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আরেকজন হিরো আলম আবিস্কার হয়েছে।
স্যালুট ‘দ্যা জুনিয়র হিরো আলম’।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১

Mashkura বলেছেন: Shishu alom dirgojibi hok.

৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

চিন্তক মাস্টারদা বলেছেন: হাজার মানুষের ভিড়ে এরকম দু-একজন আলম থাকায়
আমাদের মত কুচিন্তকরা মাস্টারদা হয়ে যায়!


হে বৎস, তোমায় হাজার সেলুট...

৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২১

খোলা মনের কথা বলেছেন: এমন আলম আমাদের চার পাশে অনেক আছে। এদের ব্যবহার করতে পারেনি আমাদের দেশ। খারাপ লোকগুলোও অসংখ্য আছে তাদের ব্যবহার করে যাচ্ছে প্রতিনিয়ত। আলমের কথা আগামীকাল আমি আপনি সবাই ভুলে যাবো। খারাপ লোকগুলো থেকে যাবে। খারাপ লোকগুলো অন্যদের ক্ষতি করে নিজেরা উপকৃত হয়। আলম'রা অন্যর উপকার করে কিছুই পাই না....

ধন্যবাদ এমন একটি পোষ্ট দেওয়ার জন্য

৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

মাহিরাহি বলেছেন: খবরটা শুনে অনেক ভাল লাগল।

এই শিশুটির যে আত্মমর্যদাবোধ আছে, তা অনেক তথাকথিত উচ্চশিক্ষতি মানুষের মধ্যেও নেই।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


"শিশু আলমের কোন টাকা না নেওয়ার বিষয়টি থেকেও সততা আর ব্যক্তিত্বের বিষয়ে অনেক শেখার আছে। আমরা সবাই এমন নই কেন? "

-আপনার শেখার আগ্রহ দেখছি; আমরা আমরা করা বাদ দেন, আপনার নিজের কথা ভাবেন।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

উত্তরের উপাখ্যান বলেছেন: অনুপ্রেরিত হোক সকল সবাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.