নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন বীথি

স্বপ্ন বীথি › বিস্তারিত পোস্টঃ

এলইডি বাতির আলোয় আলোকিত রাজপথ

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১


ঢাকা শহরকে আলোকিত করার জন্য অলিতে-গলিতে ৩৭ হাজার এলইডি লাইট লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। সিটি করপোরেশন ও সরকারের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে দক্ষিণ সিটির বেশিরভাগ সড়কে এলইডি বাতি লাগানো হয়েছে। সরকারি কলোনি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, আজিমপুর কবরস্থান, লালবাগ কেল্লা, ঢাকেশ্বরী মন্দিরসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে। এসব বিবেচনায় এই এলাকার প্রধান সড়কে এলইডি বাতি লাগানো হয়েছে। ইতোমধ্যে ৬০ ভাগ বাতি লাগানোর কাজ শেষ হয়েছে। রাতের ঢাকায় আলোর ছড়াছড়ি। ছিল সোডিয়াম লাইট, এখন এলইডি। রাতের অন্ধকার ভেদ করে রাজপথের সেই আলোতে আলোকিত আশেপাশের অলিগলিও। ঝকঝকে আলোয় ফুটে উঠেছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও। আশির দশকের শেষভাগে ঢাকার প্রধান প্রধান সড়কে সোডিয়ামের হলুদ আলোর ব্যবস্থা করেছিলেন সে সময়ের রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সেই আলো হটিয়ে এবার অপেক্ষাকৃত সাশ্রয়ী, আর বেশি আলোর এলইডি বসেছে সড়ক বাতি হিসেবে। এলইডি বাতির আলোতে শাহবাগে একপাশে বারডেম হাসপাতাল, অন্যপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আলোকিত হয়ে উঠেছে। দুই ধারে দাঁড়ানো অ্যাম্বুলেন্স, রিকশা আর অটোরিকশা চালকরাও উপভোগ করছেন ঝকঝকে আলো। শাহবাগ মোড়ের ফুলের দোকানগুলোও সাদা আলোয় আরো বেশি উজ্জ্বল। এখানে আগে রাতে অন্ধকার ছিল। এই বাতি জ্বালানোর পরে জায়গাটা প্রাণ ফিরে পেয়েছে। আগে অন্ধকার থাকলেও এখন জায়গাটা আলোকিত। দেশ যে ডিজিটাল যুগের দিকে পদার্পণ করেছে তা এখানে আসলেই বুঝা যায়।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮

ধ্রুবক আলো বলেছেন: এলইডি বাতি লাগানোতে ভালোই হইছে, কিছু জায়াগায় এটা বেশ প্রয়োজন ছিলো, এখন আলোকিত ঢাকা শহর!!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

উত্তরের উপাখ্যান বলেছেন: সাশ্রয় হবে বিদ্যুৎ আলোকিত হবে শহর।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪১

ওমদামিয়া পাহাড় বলেছেন: ঝকঝকে আলোয় ফুটে উঠেছে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.