![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভারতীয় পাথরবাহী একটি ট্রেন দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সার্কভুক্ত দেশের মধ্যে ভারত, নেপাল, ভুটান এবং মিয়ানমারে রেলপথে বাণিজ্যিক পণ্য পরিবহনের চুক্তি অনুযায়ী প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ভারতীয় পণ্যবাহী একটি ট্রেন বাংলাদেশে প্রবেশ করেছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে ওই সীমান্ত দিয়ে ৪২টি পাথরবোঝাই ওয়াগন নিয়ে পণ্যবাহী ট্রেনটি বাংলাদেশে প্রবেশ করে। ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৭২ টন পাথর ছিল। সকাল সাড়ে ১১টার দিকে পণ্যবোঝাই ওয়াগনগুলোকে নিয়ে আসতে বাংলাদেশ থেকে একটি ইঞ্জিন ভারতে প্রবেশ করে। গত বছরে বাংলাদেশের পার্বতীপুর থেকে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত মিটারগেজকে ডুয়েলগেজে রূপান্তরিত করা হয়। গত বছরের ডিসেম্বরে এই কাজ সম্পন্ন করা হয়। গতকাল দুপুরে ওই রুট দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৭২ টন পাথর রয়েছে। এগুলো সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। এতে করে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে তেমনি ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে।
২| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো খবর,
তবে ভালোভাবে দেখে শুনে বুঝেই ছাড়পত্র দেওয়া উচিৎ। না হলে সব্বনাশ হতেও দেরি হবে না।
৩| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
কয়েক বছর আগে ভুটানের জন্য বাংলাদেশের তেলবাহি ট্রেন এই লাইনেই গিয়েছিল।
পাথর বিদেশ থেকে আনাই ভাল।
দেশী পাথরচোরেরা বোমা মেশিন দিয়ে নদির পার, পাহার-টিলা সব ধ্বংশ করে ফেলছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
পেনসিডিল আসছে?