![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ র্যাবের গোয়েন্দা শাখা প্রধান লেঃ কর্নেল আযাদ স্যারের জানাজা ও বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করে বাড়ি এসে মনটা নানা স্মৃতিতে বিষন্ন হয়ে পড়লো। পড়ন্ত বিকেলে মন কোনভাবেই চাইছিল না আযাদ স্যারের কবর ফেলে ফিরে আসতে। বার বার এ অকুতোভয়, নিবেদতিপ্রাণ, দেশপ্রেমিকের কবরে ফিরে ফিরে চাইছিলাম। সাংবাদিক হিসেবে চাকুরীর সুবাদে র্যাবের কর্নেল আযাদ স্যারের সাথে দীর্ঘ ৬ বছর ধরে পরিচয়। সদালাপী, প্রাণোচ্ছল, পরোপকারী, সবার প্রিয় কর্নেল আযাদ শক্র-মিত্র সকলের কাছেই অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। সাহসী ও সন্ত্রাসবিরোধী অনেক অপারেশনে দিনরাতে সব সময় হাসিমুখে থাকা কর্নেল আযাদ স্যারকে অনেক কাছ থেকে দেখেছি। অদম্য সাহসী মানুষটি দুটি অবুঝ সন্তানকে রেখে, সবাইকে ছেড়ে আজ চিরতরে চলে গেলেন। যে সন্ত্রাসীদের তিনি অকুতোভয় সাহসিকতায় মোকাবেলা করেছেন দীর্ঘ ছয় বছর ধরে র্যাবে দায়িত্ব পালনকালে, সেই জল্লাদদের ফেলে রাখা বোমার বস্তা থেকে অন্যদের দূরে সরাতে গিয়ে কর্নেল আযাদ নিজেই চিরতরে আমাদের থেকে না ফেরার দেশে দূরে সরে গেলেন। দেশে কর্নেল আযাদের কাছে এসে জাতি-ধর্ম নির্বিশেষে আশাহত হয়েছেন, কোন উপকার পেতে ব্যর্থ হয়েছেন – কেউ বলতে পারবে না। অন্য জায়গায় বদলী হওয়ার ৪ মাস পরে তার ২৫ মার্চ সেদিন সিলেটে যাওয়ার কোন প্রয়োজন ছিল না। নিষ্ঠাবান এ সৈনিক শুধু নিষ্ঠা আর দেশপ্রেমের তাগিদে ওখানে গিয়ে আজ আমাদের থেকে অনেক দূরে। কর্নেল আযাদের কবরে পড়া মাত্র ৪টি ফুলের মালা তার দেশকে দেওয়া সবকিছুর কোন মূল্যায়ন নয়। তার মূল্যায়ন আমাদের সবার হৃদয় নিংড়ানো ভালোবাসার ছোঁয়া জড়ানো প্রাণভরে ঢেলে দেওয়া মুঠো মুঠো মাটি ও তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে বুকের পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসা সহমর্মীতার দীর্ঘশ্বাসে। অবাক হলাম আরেকটি বিষয় দেখে, সরকারের কাউকে আজ তার কবরের পাশে দেখলাম না। তবে সবাই জেনে খুশি হবেন, প্রিয় এ মানুষটির জানাজা ছিল সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত সর্ববৃহৎ জানাজা। উপস্থিত লাখ লাখ মানুষের প্রাণভরা দোয়া ছিল তার জন্য।
২| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১১:০১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মহান আল্লাহ্ উনাকে বেহেস্ত নসিব করুন। এই শোক বইবার শক্তি দিক তার পরিবার কে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ২:২০
চাঁদগাজী বলেছেন:
"সাংবাদিক হিসেবে চাকুরীর সুবাদে র্যাবের কর্নেল আযাদ স্যারের সাথে দীর্ঘ ৬ বছর ধরে পরিচয়। "
-আপনি সাংবাদিক? লেখার এই অবস্হা? প্রশ্ন ফাঁস কি আপনার সময় থেকে?
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২
কাজী শীপু বলেছেন: এ রকম বীর সেনানীরা আছে বলেই আমরা ভাল থাকি...