![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাজ্যের ব্যবসাভিত্তিক গণমাধ্যম ‘বিজনেস ওয়্যার’ এক প্রতিবেদন এ তথ্যানুযায়ী, তৈরি পোশাক বিশ্ব বাজারের ৬ শতাংশ শেয়ার দখল করে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ এবং তৈরি পোশাকের বিশ্ব বাজারে রফতানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় অবস্থানে পৌঁছে। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ২৮ দশমিক ০৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। এক্ষেত্রে তার আগের বছরগুলোর চেয়ে প্রবৃদ্ধি বেশি হয়েছে প্রায় ১০ দশমিক ২১ শতাংশ। মূলত রাজনৈতিক স্থিতিশীলতা, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তাদের নিরলস চেষ্টা, কারখানা শ্রমিকদের কর্মপরিবেশের মান উন্নয়নসহ বেশ কয়েকটি ইতিবাচক কারণে পোশাক খাতে রফতানি প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশ বিশ্বের শীর্ষ ডেনিম উৎপাদনকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করবে বলে উল্লেখ করে ‘বিজনেস ওয়্যার’-এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ ডেনিম (জিন্স) উৎপাদনকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ, কারণ প্রতিবছর এদেশে যে পরিমাণ ডেনিম উৎপাদন হয় তার রফতানি মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার। দেশের অভ্যন্তরে ও বিদেশে দিন দিন ডেনিমের চাহিদা বেড়ে যাওয়ায় বিশ্ব বাজারে শীর্ষ স্থান দখল করাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের উদ্দেশ্য। ধারণা করা যায়, ২০২১ সালের মধ্যে ডেনিমের বিশ্ব বাজারের ১০ দশমিক ০৮ শতাংশ শেয়ার বাংলাদেশের দখলে যাবে। ইউরোপীয় ইউনিয়নের (ইউ) ডেনিম বাজারের ২৩ শতাংশ সরবরাহ করে সবচেয়ে বড় রফতানিকারক দেশ হিসেবে বর্তমানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর যুক্তরাষ্ট্রের বাজারে মেক্সিকো ও চীনের পর ১১ দশমিক ৩ শতাংশ মার্কেট শেয়ার দখল করে রয়েছে তৃতীয় অবস্থানে। মূল্যমানের পোশাক রফতানি করে বিশ্বে শীর্ষ উৎপাদনকারীর তালিকায় রয়েছে বাংলাদেশ। আশা করা যাচ্ছে বাংলাদেশই হবে বিশ্বের সর্ববৃহৎ ডেনিম উৎপাদনকারী দেশ।
২| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০১
সঞ্জয় নিপু বলেছেন: অনেক ভাল একটা সুসংবাদ আমাদের জন্য যারা এই ট্রেডে আছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২১
রিফাত হোসেন বলেছেন: সবই পত্রিকার কপি পেষ্ট আর সরকারের তাবেদারীতে হলেও, একটা কারনে আপনার লেখা পড়ি।
সেটা হল বাংলাদেশের ভাল খবর আর উন্নতির খবর পাওয়া যায়।
সেটা বাস্তবে বাস্তবায়িত হবে কিনা বা আসলেই তথ্য কতটুকু সত্য তা নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করে না।
আসলেই স্বপ্ন দেখতে ভাল লাগে।
৪| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৩
ইয়াসিরআরাফাত বলেছেন: সাবাশ বাংলাদেশ এগিয়ে যাও ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা পড়লে মনে হয়, বাংলাদেশের আয় আমেরিকা থেকেও বেশী; আবার মনে হয়, ভিসা পেলে আপনি নিজেও কানাডা বা আমেরিকা পালিয়ে যাবেন।