![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়ের ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লন্ডভন্ড হয়ে যাওয়া পাহাড়ি জেলা রাঙামাটিকে পুর্নগঠনে চলছে জোর তৎপরতা। রাঙামাটি জেলা প্রশাসনের সমন্বয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, পৌরসভাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরগুলোসহ রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে বিপর্যস্ত রাঙামাটির দূর্যোগপূর্ন সার্বিক পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করে আনতে নেওয়া হয়েছে নানাবিদ উদ্যোগ। এরই মধ্যে এর সুফলও পেতে শুরু করেছে শহরবাসী। ভয়াবহ এই দূর্যোগ পরবর্তী মাত্র তিনদিনের মাথায় শহরে চালু করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। যার ফলে আকস্মিকভাবে থমকে যাওয়া জীবন যাত্রার গতি ফিরে এসেছে অনেকটা। স্বাভাবিক হয়ে আসছে ভার্চুয়াল জীবন যাপনও। এরই মধ্যেই নির্মম এই দূর্ঘটনায় নিহতদের পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসন তথা সরকারের পক্ষ থেকেও দেওয়া হয়েছে প্রয়োজনীয় আর্থিক সহায়তা। এদিকে, এলাকা ভেদে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া দূর্গত লোকজনের খাদ্য সহায়তায় জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগ, ছাত্রলীগ-ছাত্রদলের মতো সংগঠনগুলোসহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এসেছে। জেলা পুলিশের পক্ষ থেকে শিশু একাডেমী ও পুলিশ লাইন এলাকার আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া অন্তত সাড়ে তিনশো দূর্গতদের মাঝে রাতের খাবার ও সেহরীর খাবার বিতরণ করা হচ্ছে। পুলিশ লাইন স্কুল ও সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অবস্থান নেওয়া দূর্গতদের মধ্যেও খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়াও শহরের ভেদভেদী, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুলসহ শিশু একাডেমী ও সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক পৃথক সময়ে খাবার সামগ্রী বিতরণ করছে তরুন যুবকদের সংগঠন প্রিয় রাঙামাটি’র সদস্যরা। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে নব উদ্যোগে শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন স্থানে ১৪৫ জন ফায়ার ব্রিগেড কর্মী উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। এর মধ্যে রাঙামাটি শহরে ১২০ জন এবং কাপ্তাই উপজেলায় ২৫ জন উদ্ধার কর্মী কাজ করছে। ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল সার্চিং, রেসকিউ, পরিবহন, মনিটরিং এবং প্রশাসনিক পর্যায়ে ৫ টি ধাপে সমন্বয় সাধন করে এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। উদ্ধার কাজে ফায়ার ব্রিগেডের অত্যাধূনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এর ফলে এই উদ্ধার কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। ভুমিধ্বসে নিখোজ শেষ ব্যক্তিকে উদ্ধার করা পর্যন্ত উদ্ধার অবিয়ান চলবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৪
ফকির আবদুল মালেক বলেছেন: খুব ভালা খবর।