নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত বিস্তারিত না-ই জানলেন...

স্বপ্নতরী (রাজু)

আমি সামাজিক জীব http://facebook.com/sopnotory1 আমার সামাজিক যোগাযোগ প্রকল্প।

স্বপ্নতরী (রাজু) › বিস্তারিত পোস্টঃ

আমাদের অবক্ষয় এবং মোবাইল কোম্পনীর হোলসেল চিনি বিক্রয়ে সক্রিয় অংশগ্রহন...

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

- দাদু ভাইগন চিনি কিনেন না।

- তিনারা চিনির জন্য পাশের বাসার লইট্টা ফিশ খাদক খুকির দরজার প্রতিদিন ১৭ বার যাতায়ত করেন।

- দাদুভাই কখনো কাঠ আবার কাখনো বরফ হয়ে যান।

- আন্টিও দাদুভাইকে অনেক চিনি দান করেন...



এভাবে চিনি না কিনেও মধুর সম্পর্ক বজায় থাকা দেখে পাশের বাসার ছোট্ট রোহান বাবু মাঠে ক্রিকেট খেলা রেখে সিড়ির গোড়ায় গালে হাত দিয়ে বসে অনেক কিছু শিক্ষা নেয়। এবং তার মনে জলদি বড় হবার খায়েশ জাগে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এশিক্ষাকে কাজে লাগিয়ে নিজেও একদিন চিনির জন্য লইট্টা ফিশ খাদক কাউকে খুজবে...





ভবিষ্যৎ সফলতার পুর্বাবাস সমুহঃ (গোড়ার কথা)



ফোন কোম্পানী চিনির দাম না বাড়ালে ক্রমশঃ যুবক যুবতীরা চিনি আদান প্রদানে আরো পারদর্শী হবে বলে আমরা আশা রাখি। তার সাথে সাথে ছেলেমেয়েরা রাতে নিদ্রাহীন এবং দিনে ঢুলু ঢুলু নয়নে তাদের প্রাত্যহিক কাজ করে বাংলাদেশের জাতীয় উন্নয়নকে ১৯২০ সালের দিকে এগিয়ে নিতে কার্যকর ভুমিকা রাখবে ইনশাআল্লাহ্ ।



আগামী দশবছরে বাংলাদেশ থেকে ভার্জিন তথা "সতী অবিবাহিত নারী-পুরুষ" নামক সেকেলে প্রজাতি সম্পুর্ন রুপে বিলুপ্ত হয়ে বিবাহের আগেই সকল নারী পুরুষ শাররীক সম্পর্কের ইন্টর্নশীপ সম্পর্ন করে সে অভিজ্ঞতা বৈবাহিক জীবনে কাজে লাগিয়ে পারিবারিক কলহের হাত থেকে অবশ্যই জাতীকে আমাদের রক্ষা করবেন!



জয় চিনি বিক্রেতা! জয় চিনি আদান-প্রধানকারী সকল খোকা-খুকি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-১

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

নিশ্চুপ শরিফ বলেছেন: জয় চিনি বিক্রেতা! X(( X((

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: সব মেয়ে মানেই কি লৈট্টা ফিশ খাদক ?
এত নিচ মাইন্ড নিয়ে ব্লগিং না কর্লেই পারেন X( X( X(
চটি সাইটে গেলে ভাল সারা পেতে পারেন X( X( X( X(

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

স্বপ্নতরী (রাজু) বলেছেন: # ১০৭ শব্দের লিখায় "সব" একবারের জন্যও ব্যবহৃত হয়নি। আপনি কি করে ধরে নিলেন এখানে ৭.৫ কোটি নারীর কথা বলা হয়েছে?

# নোংরামী কি আপনার মতে উদারতা?

# অন্য কোন পাঠক এই লেখা থেকে "উষ্ঞতা অনুভব" করেছে বলে কোন মন্তব্যে বুঝা যায়নি। তার মানে কি আপনি অল্পতে উত্তপ্ত (গোস্সা) হয়ে যান?

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

টুটুল২০০৮ বলেছেন: চিনি সত্যিই রহস্যময় ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

টুটুল২০০৮ বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: .......................................................................................................................................

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

নীড় ~ বলেছেন: ভাই উপরের কমেন্টটা মুছে দেন। অন্য পোস্টের কমেন্ট এখানে হইসে ভূলে

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

স্বপ্নতরী (রাজু) বলেছেন: দিয়েছি

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

একজন ঘূণপোকা বলেছেন: চিনি সত্যিই রহস্যময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.