![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় আমাদের কাছে শুধু সময়ের দাবী মাত্র।
কোন কিছুই আমাদের মনে বেশিদিন স্থান পায়না।
এইতো কিছুদিন আগে আমরা "ইভটিজিং" নামক একটা ইংরেজী শব্দকে বাংলা অভিধানে ঠাই করে দিলাম প্রবল উৎসাহে।
আচ্ছা ইভটিজিং কি বছর দুয়েক আগে ছিলনা কিংবা এখন কি ইভটিজিং একটু্ও নেই? থাকলে তা নিয়ে কথা বলতে ভুলে গেছি কেনো আমরা?
ইভটিজিং কিছুদিন আগে জাওয়ান হলো। এমনি এমনি হয়নি! ভারতে একটি মেয়ে বাসে ধর্ষিত হবার খবর পাবার পর ইভটিজিং শব্দটিই যেন আমাদের দেশে "ধর্ষণ" শব্দের জায়গা দখল করলো। প্রতিদিন ৮/১০ টা ধর্ষণের খবর এমনভাবে আসছে; মনে হচ্ছে বাংলাদেশের মত নোংরা দেশ পৃথিবীতে আর একটিও নেই!
ধর্ষণ এর সময়ও শেষ - হ্যাঁ ধর্ষক তো আর নিষ্কিয় হবেনা - তবে আমাদের সাংবাদিক ভাইগন সময় দিতে পারবেন না তাই এ বিষয়টির বহমানতা থাকলেও বাহির থেকে মনে হবে জল-হীন-নদী।
ধর্ষণের সময় ব্যাপ্তি আরেকটু বড় হতে পারতো - কিন্তু কাদের কসাই আমাদের দিলে ছোট্ দিয়েছে। আমরা এখন কসাই কাদেরেকে বিখ্যাত করবো। তবে প্রথম দিনের যে উত্তাপ ছিলো তা মনে হচ্ছে নিভু নিভু করছে। রাজনীতিযে ঢুকে গেছে! দলগুলো যেদিন পুরোদমে ঢুকে যেতে সামর্থ্য হবে তারপরদিন শাহবাগ খালি নিশ্চিত! এখন রক্তে আমাদের আগুন! সে আগুন ইভটিজারদের বালও ছিড়তে পারবে না - কারন সেতো আমার চোখের সামনে; যদি কাল এসে আমর ঘাড় মটকে দিয়ে যায়! সে ভয়ে...
ধর্ষকও রাত্রি জাগবে - জঙ্গল কিংবা খালি বাড়ি খুজবে - কিন্তু আমার সাধ্য কোথায় তাকে কিছু করার? দেশে আইন আছেনা?
আসুন একত্রিত হই - অন্য কারো জন্য নয় - আমার নিজের জন্য - দেশের জন্য।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
স্বপ্নতরী (রাজু) বলেছেন: এটা আমরা সবাই জানি যে শাহবাগের আন্দোলন কোন দলের নয়। এ আন্দোলন আমার আর আপনার। ব্যাক্তিগত ভাবে আমরা সবাই কোন একটা দলকে সমর্থন করতে পারি - কিন্তু কিছু ইস্যৃ কোন দলের নয় মানুষের জন্য। আসুন আমরা দেশের জন্য একত্রিত হই।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
খুব সাধারন একজন বলেছেন: সবাই কান পেতে শোন!
এটা লীগ-দল-জাপা-বামের আন্দোলন না!
এটা দেশের আন্দোলন।
এখানে রাজনৈতিক দল করার জন্য আসিনি। সরকার পতনের জন্য আসিনি।
কুত্তা মারার শপথে এসেছি। কুত্তার দল বিনাশে এসেছি।
এই লক্ষ্য থেকে সরে আমি আমার টাকায় পোষা পুলিশের সাথে যুদ্ধ করব না।
কুত্তা মারার আন্দোলনে শত্রু বাড়াবো না। শত্রু মাত্র একটা। জাশি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
স্বপ্নতরী (রাজু) বলেছেন: মন থেকে মানি আপনার কথাগুলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
মহা ব্লগার বলেছেন: আসুন সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার
জীবনে এত খুশীর একটি দিন আসবে কখনও কল্পনা ও করিনি। আজ আমরা প্রমান করতে পেরেছি আমরা শুধু লাইক কমেন্ট করার নয় প্রয়োজনে মাঠেও নামতে পারি। মুখে নয় দেশের জন্য প্রয়োজনে আমরা ও আর একটি মুক্তি যুদ্ধ করতে পারি। আমাদের মাঝেই আছে লুকিয়ে মাহাথির, গান্ধী, লিংকন। আমরা তরুণ, আমরা সবই পারি। আমাদের দের দিকেই আজ তাকিয়ে আজ সারা দেশবাসী একটু সুবিচার পাওয়ার আশাই। জমাত, লীগ, বি এন পি সবাই আমাদের কে নিয়েই খেলা করে। আমরাই তাদের প্রধান আস্ত্র। ৪২ বছর কেটে গেল কেও কথা রাখিনি। আমরাই পারি দেশকে সত্যিকারের স্বাধীন করতে। জমাত, লীগ, বি এন পি নয় বরং সকল অপরাজনীতি বর্জিত তরুণদের একটি রাজনীতি গড়ে তুলি। শাহবাগ কে করে তুলি সত্তিকারের তাহেরীর স্কয়ার। শাহবাগ থেকেই আমরা আজ সত্যিকারের স্বাধীনতার ডাক দেব। আমরা আর কোনও দলের হাতিয়ার হতে চাই না। আমরা আজ সত্যিকারের একাত্তর এর হাতিয়ার। যাদের গর্জন শুনে সকল দুরনিতিবাজ দের ঘুম হারাম হয়ে যাবে। এই দেশ আমার দেশ। ৩০ লক্ষ শহীদ কারো বাপ, কারো বর এর জন্য হইনি। হয়েছিল দেশটাকে সোনার বাংলা করার জন্য। সেদিনও আমরা তরুণরাই স্বাধীন করেছি এই দেশ। আমরাই পারি কোনও অপশক্তির কাছে মাথা নত না করে দেশটাকে সত্যিকারের স্বাধীন করতে। জানি আমরা এক হলে সমস্ত অপরাজনীতি এক হয়ে যাবে। এত ভেদাভেদ ভুলে তারা অস্তিত্ব রক্ষাই এক হয়ে আমাদের বিরুদ্ধে তাদের হায়েনা বাহিনী লেলিয়ে দিবে। আমরা ভঁয় পাই না। সারা দেশ আজ মুক্তি চাই, সত্যিকারের মুক্তি। সকল সন্ত্রাস, রাজাকার, ধর্ষণ, হত্যা, গুম, লীগ, বি এন পি, জামত থেকে তারা মুক্তি চায়। আমরাই পারি এনে দিতে পারি তাদের সেই মুক্তি। আসুন শাহবাগ থেকেই গড়ে তুলি এমন একটি মুক্তি বাহিনী যারা কারো বাপ, কারো বর এর জন্য নয় বরং দেশের মানুষের জন্য , দেশের উন্নয়ন এর জন্য কাজ করবে।