![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, থাবা বাবা আস্তিক নাকি নাস্তিক ছিলো এটা প্রমান করার জন্য বিতর্ক করা (উঠে পড়ে লাগা) কি দেশপ্রেমের বহিঃপ্রকাশ?
দুঃখিত; তাহলে আমি দেশপ্রেমী না-ই হলাম।
আমার বাবা-মা গেছেন বাজার করতে; মেহমান আসছে পরদিন। বাজার শেষ আসার পথে হঠাৎ শিবির এবং ছাত্রলীগ (সরি 'নতুন প্রজন্ম' নামে তাদের পোশাকী একটা ছদ্ম নামও আছে এখন) এর মারামারি শুরু হয়ে গেলো বাজারের পাশের প্রধান রাস্তার উপর! কেমন দুর্দর্ষতা এই দুই দলের ত্যাগী নেতাদের তা বয়ান করার দরকার হয়না এখন আর! মুহুর্তেই রনক্ষেত্র এক!
আমার ৭০ এর কাছাকাছি বয়সের মা-বাবা এবং তাদের বাজারভর্তি ব্যাগ নিয়ে রিক্সার অপেক্ষা করছিলেন যুদ্ধক্ষেত্রের ঠিক (অ)নিরাপদ দুরত্বে।
৪০+ টাকায় যে হালি ডিম কেনা হলো (অন্য জিনিসের বাজারদর দেখতে প্রতি শুক্রবার আমাদের বাংলা চ্যানেল গুলোতে চোখ রাখুন। কারন ওইদিন রাজনৈতিক ছুটি থাকাতে তাদের দেশবাসীকে কিছু তথ্য দেবার সময় পায়।) মধ্যবৃত্ব সে বৃদ্ধ যুগল তখন কি "মুরগির দামী দান" ডিম ফেলে দৌড় দেয়া উচিৎ? আর দৌড় দিলেও ৬৫ এবং ৭০ বছর বয়সী ২ জন মানুষ কতটা দুর যেতে পারতো? তার উপর আমার বাবার বড় বড় সাদা দাড়ী, মায়ের গায়ে কালো বোরখা!!!
দৃশ্যটি কল্পনা করার কোনওওওওও দরকার নেই আপনার। কারন অন্য কেউ বিপদে পড়লে আপনার কি যায় আসে? আপনার তো দল আগে নিতে হবে - আপনি তো দেশপ্রেমিক; আপনার দেশের মানুষ জাহান্নামবাসী হোক শুধু দেশ বেঁচে থাকুক।
কি খেলা হচ্ছে দেশে? চোর-চ্যাচ্ছর ক্ষমতাবান আর আমি আপনি নিজের কাজ ছেড়ে তাদের ক্ষমতা বাড়াতে লেগেছি।
এখনও কি সময় হয়নি যুদ্ধাপরাধীর সাথে সাথে চিন্হিত চোরদের বিচারের জোর দাবী উঠানোর? নাকি আমরা মুরগীর পা ধরে ডিম উৎপাদন বৃদ্ধির অনুরোধে মাথানিচু করে থাকবো?
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
নিম গাছ বলেছেন: আমরা মুরগীর পা ধরে ডিম উৎপাদন বৃদ্ধির অনুরোধে মাথানিচু করে থাকবো?
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
সরল মানুষ৭ বলেছেন: নিম গাছ বলেছেন: আমরা মুরগীর পা ধরে ডিম উৎপাদন বৃদ্ধির অনুরোধে মাথানিচু করে থাকবো?
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
হাবিব০৪২০০২ বলেছেন: আমরা মুরগীর পা ধরে ডিম উৎপাদন বৃদ্ধির অনুরোধে মাথানিচু করে থাকবো?
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
ভোলার ডাইরী বলেছেন: নাকি আমরা মুরগীর পা ধরে ডিম উৎপাদন বৃদ্ধির অনুরোধে মাথানিচু করে থাকবো?
এইটা কি কইলেন ???????????????????????????????????????????????????????????
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
দেশান্তর বলেছেন: এখনও কি সময় হয়নি যুদ্ধাপরাধীর সাথে সাথে চিন্হিত চোরদের বিচারের জোর দাবী উঠানোর?
এটাই স্ট্রাইকিং পয়েন্ট।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
রাসেল মেটামোরফোজ বলেছেন: সরল মানুষ৭ বলেছেন: নিম গাছ বলেছেন: আমরা মুরগীর পা ধরে ডিম উৎপাদন বৃদ্ধির অনুরোধে মাথানিচু করে থাকবো?
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
স্বপ্নতরী (রাজু) বলেছেন: এটি কোন গল্প নয়, গত মঙ্গলবার বিকেলে মাইজদী পৌর বাজার (নোয়াখালী) এর সামনের ঘটানা।