নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত বিস্তারিত না-ই জানলেন...

স্বপ্নতরী (রাজু)

আমি সামাজিক জীব http://facebook.com/sopnotory1 আমার সামাজিক যোগাযোগ প্রকল্প।

স্বপ্নতরী (রাজু) › বিস্তারিত পোস্টঃ

বর্তমানে দেশে অরাজকতার জন্য দায়ী থাবা-বাবা রাজীব।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

শাহবাগ আন্দোলনে রাজীবের মত কুলাঙ্গার কে (জ্ঞান দেবেন না দয়াকরে - রাজীব ভালো মানুষ ছিলো এটা আপনাকে প্রমান করতে হবেনা। বাংলাদেশ বিশ্বের ৩য় বৃহত্তম আউটসোর্সিং দেশ হইছে পোলাপাইনের মেধা থাকার কারনে। তাই ছাপা না মারলেও এটা জানা কোন ব্যপার নয় কোনটা আসল কোনটা অপপ্রচার।)



জামাত এই সুযোগে সাধারন মানুষের ধর্মানুভুতির সুযোগ নিয়ে শাহবাগ আন্দোলনের #@য়া মাইরা দিছে। আর এখন পুলিশ-জামাত-লীগ মিলে সাধারন মানুষের জীবনযাত্রা দুর্বিসহ করে তুলছে....

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

পরীবানু বলেছেন: আল্যায় কইসে সব কাফের, বেদিন, নাস্তিক গো কতল কইরা মুমিনের দুমিয়া কায়েম করতে হইব। তয়, বুড়িগঙ্গা বিরিজ নির্মানে নাস্তিক চীনের প্রযুক্তি ব্যাবহার শরিয়তে হালাল। হাজার/হাজার মুমিন এই সেতু পাড় হইয়া এসলামের খেদমত করে.............................. সুবানাল্যা।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

স্বপ্নতরী (রাজু) বলেছেন: আল্যায়, সুবানাল্যা। এই বানান গুলো ঠিক করেন। আপনারা সমাজে পছন ধরাচ্ছেন। আগে নিজে ভালো হন পরে অন্যকে জ্ঞান দান করেন।

আপনার কমেন্ট ডিলিট করলাম না - আপনার মত মস্তিষ্ক বিকৃত মানুষগুলোকে সমাজ জানার দরকার আছে।


পুনশ্চঃ আপনার মতামতের বিরোধীতা করছি না। অন্যের অনুভুতিতে আঘাত দেবার মত নোংরা চিন্তাকে ধিক্কার জানাচ্ছি।

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

নায়করাজ বলেছেন: জামাত শিবির কি খুব ভালো লাগে ?

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

স্বপ্নতরী (রাজু) বলেছেন: জামাত-শিবির আর ইসলাম এক নয় এই কথা আর কত লক্ষবার বলতে হবে?


শিবির যে কুত্তা সেটা সবাই জানে।

শিবির আমার বিষয় নয় - আমার বিষয় রাস্তায় একজন মানুষ পুলিশ দুই হাত দুরে থেকে গুলি করে মারছে। এ কোন খেলায় মেতেছে দেশ?

৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০

কার্তিক কারুকর বলেছেন: ঠিক কইসেন, তেব্র দিক্কার জানাই, বাইছাব! রাজীব বাইচা থাকলে কি এত কিছু ওইতো, সবদোষ অর মইরা যাওনের!
(বানান লইয়া নসিহত দিতাসেন, নিজের বানানডি ইট্টু ঠিক কইরা আহেন ভাইডি)

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

স্বপ্নতরী (রাজু) বলেছেন: বানান বিকৃত করা এক বিষয় আর ভুল হওয়া অন্য বিষয়

৪| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

রাতজাগাপাখি বলেছেন: প্রথম দু'জন মন্তব্যকারী কে বলছি, লেখক বলেছেন, "জামাত এই সুযোগে সাধারন মানুষের ধর্মানুভুতির সুযোগ নিয়ে শাহবাগ আন্দোলনের #@য়া মাইরা দিছে। আর এখন পুলিশ-জামাত-লীগ মিলে সাধারন মানুষের জীবনযাত্রা দুর্বিসহ করে তুলছে...."

আপনারা জামাত শব্দটা দেখলেই খেপে যান, সেটার যথাবিহিত কারন আছে। কিন্তু, খেপে গিয়ে বিবেক হারিয়ে কোন কথাকে কিভাবে বিশ্লেষন করতে হয়, সেটাও ভুলে যান কেন? আমি এই লেখায় জামাতের সমর্থনে কিছু দেখিনি। জামার নিধন করতে গিয়ে সাধারন মানুষ মরছে, এদের জীবনের দাম নেই? ৭১-এ জামাত যাদের মেরেছে, তাদের প্রতি ভালোবাসা অনেক বেশি বলেই যুদ্ধাপরাধীদের ফাসি চাইছি, তাই বলে এখন যারা এই দেশে বাস করছে, তাদের জীবন এভাবে কেউ কেড়ে নেবে, এটা দেখতে হবে? কেন? কোন কিছু না বুঝলে চুপ থাকা শ্রেয়, মন্তব্য করেন কেন?

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৩

স্বপ্নতরী (রাজু) বলেছেন: কে মরছে আমার বিষয় নয়
কেন মরছে তাও আমার বিষয় নয়

আমার বিষয় "একজন মানুষ মরছে"। যত্তবড় অপরাধী হউক একজন মানুষ; পুলিশের কি অধিকার আছে তাকে ২ হাত ধুরে থেকে মেরে ফেলার। কিছুদিন আগে এক নববিবাহিতা নারীকে ঘরে ডুকে গুলি করে মেরে ফেললো পুলিশ! আমরা কি সত্যিই বাঁচার অধিকার হারাচ্ছি....

৫| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

শোয়াইব আহেমদ বলেছেন: হে হে হে.. হনুরা মনেহয় আবার ফেরাশুরু করছে। তা বাবারা তুমরা রাজিবের মৃত্যুর সময় কোথায় ছিলা?? বেচারর যানাজা হয়ে গেল এই লজ্জায় ত তুমাদের অনেক আগেই কচুগাছের লগে ফাঁস লওনের দরকার ছিল। নাকি তুমাগোর স্বভাবই এমুন মৃত্যুর আস্তিক।

৬| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

রাহিক বলেছেন: ভাই প্রথম কমেন্টটা কেটে দিয়ে কমেন্টকারীর বিরুদ্ধে রিপোর্ট করার করছি ।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৫

স্বপ্নতরী (রাজু) বলেছেন: তাহলে তার মানসিক শুদ্ধি হবেনা। নাস্তিকতা এক বিষয় আর অন্যের ধর্মানুভুতিতে আঘাত করা ভিন্ন বিষয়। এরা ২য় প্রজাতির মানুষ। আসুন আমরা মন থেকে এদের ঘৃনা করি।

৭| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

গান পাগলা বলেছেন: পরীবানু তরে পাইলে #@য়াR উরপে...................মাইরালাইতাম।

৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৬

হোমারদা বলেছেন: পুলিশ তো মানুষ মারে না, মারে রাজাকার (রাজাকার সাপোর্ট করা মানে নিজেও রাজাকার)। রাজাকাররা আবার মানুষ হল কবে? ওরা বিষাক্ত আগাছা। দেশ আগাছামুক্ত হবে ইনশাল্লাহ। আল্লাহু আকবর । জয় বাংলা।

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:১৩

স্বপ্নতরী (রাজু) বলেছেন: দাদা সত্যি করে বলেন তো, রাস্তায় বেরুতে আপনার ভয় করেনা।

আমার দেশে আমি ভয়ে রাস্তায় বের হচ্ছিনা - এটা কত্তবড় একটা শাস্তি অনুমান করতে পারেন?

রাজাকার কয়জন এর জন্য এতগুলো মানুষ মরলো - তাদের সবাই কি জামাত/অন্য দলের সদস্য ছিলো? একজনও কি নিরীহ বিশ্বজিৎ ছিলোনা?...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.