নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত বিস্তারিত না-ই জানলেন...

স্বপ্নতরী (রাজু)

আমি সামাজিক জীব http://facebook.com/sopnotory1 আমার সামাজিক যোগাযোগ প্রকল্প।

স্বপ্নতরী (রাজু) › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির মাে৳#@রে বা@#৳

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

কুত্তার %৳চ্চা, মা#৳ার চো@#, খা%#@কি - #৳াগী, চো৳#মারানীর @#৳লা - হ্যাঁ গালি গুলো পড়া শেষ? এগুলো তোদের দিলাম যারা তোরা রাজনীতি, গনতন্ত্র, চেতনা আর দেশের নামে আমাদের সাধারন মানুষদের জীবন অতিষ্ঠ করে তুলছিস...

পুরাই "লুল" হইয়া গেলাম। কত বিশ্বজিতের রক্তস্নানে, কত সাধারন বাস/ট্রেন/সিএনজি চড়া নিরীহ যাত্রী পুড়িয়ে, কতজন স্কুল শিক্ষিকার মত পথচারীকে মিছিল থেকে ইট ছুড়ে জীবন্ত মেরে "গনতন্ত্র" প্রতিষ্ঠা করবি?

কসম! যদি কখনো সাধারন মানুষ সুযোগ পায় তবে গনতন্ত্র গরম করে তোদের দুই পায়ের চিপায় সামনে/পিছন দিয়ে ঢুকাবে।

মাতা#৳ীর বাচ্চারা - সাধারন পাবলিকের জীবন তগো কাছে কিচ্ছু মনে হয়না না? তোরা রাজনীতি চো#৳বী তো একটা আরেকটারে দাওয়াত দিয়া অডিটরিয়ামে কুস্তি খেল - হাজার টাকায় টিকেট এর ব্যবস্থা থাকলেও পাবলিক না হয় তগো মত ভিক্ষুক আকাইম্মার গুষ্ঠিরে ভিক্ষার টাকা দিয়া আইবো (এমনিতে তো তোরা আমগো খাইয়া-ই বাঁচচ ফহিন্নির ঘরের ফহিন্নিরা)!

তোরা যারা দলের ত্যাগি কর্মী বলে হিজড়ার মত হাত-তালি দিতে দিতে রাস্তায় নামস্ - গ্যারান্টি দিলাম তোর জীবন গেলে জানাজার পরে তোর মা-বাপের মুখে মুতার জন্য কোন নেতা আইবো না। তুই যদি হাত/পা হারাই জিন্দা থাকোস - তোর নেতা দুই টাকা দিয়া তরে পালবো না। কারন রাজনীতি যেইগুলানে করে তারা মাইনষের চো#৳দা না। এক একটা জারজ।

আমার ভাষা খুব বীশ্রি না? অনেক বাজে ভাবে উপস্থাপন? আগে আগে "#কলেমা" পড়ে রাখেন। রাস্তায় বের হলে জিন্দা ফিরত নাও আসতে পারেন। কারন দেশটাতো আপনার না; একজনের বাবার - অন্যজনের স্বামীর - বাকীরা কিনে রাখছে... আমি আপনি এখানে "উচ্ছিষ্ট" (তাদের চোখে ভোটার!)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

কথাকলি কথাবলি বলেছেন: খোদার কসম জব্বর একখান লেখা লেখছেন ব্রো, আপনের পায়ে ধইরা সালাম কর্তে মঞ্চাইছে, বাট আপ্নে সামনে নাই ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০০

স্বপ্নতরী (রাজু) বলেছেন: আপনারা যারা আমার ফ্রেন্ড লিষ্টে আছেন, কিংবা নানান স্থানে আমার কমেন্ট দেখে আমার প্রোফাইল ভিজিট করতে আসছেন, কিংবা ইনবক্স করছেন তাদের কাছে কিছু বিষয় ক্লিয়ার করতে চাই...

গত কিছুদিন থেকেই আমি কট্টর প্রন্থায় (এমনকি গালি-গালাজ সমেত) রাজনৈতিক ব্যাক্তিদের পোষ্টে কমেন্ট করতে দেখে অনেকে হয়তো ভাবছেন "ছেলেটার ব্যবহার ভালো নয়" কিংবা এ জাতীয় নেগেটিভ অথবা পজেটিভ চিন্তা করে আমার "চরিত্র" বুঝার চেষ্টা করছেন। আপনাদের অবগতির জন্যই বলছি...

২০০২ এর দিকে সন্ধ্যার পর একবার বাসে চড়ে মতিঝিল থেকে শ্যামলী যাচ্ছিলাম। বলা নেই কওয়া নেই হঠাৎ বাইতুল মোকাররম থেকে পল্টনের দিকে হাজার হাজার মশাল সহ মিছিল আসছে। আমাদের ড্রাইভার ক্ষিপ্রতার সাথে পল্টন থেকে ডানের রাস্তায় (ফকিরাপুল পািনর ট্যাংক এর দিকে) গাড়ী ঢুকাতে সক্ষম হয়েছিলো - কিন্তু পিছনে তাকিয়ে দেখলাম আমাদের একটু পিছনের গাড়িটা দাউ-দাউ করে জ্বলছে!! যাত্রীরা জানালা দিয়ে যে যার জীবন বাঁচাতে লাফিয়ে নামছে! মানুষ ভর্তি গাড়ী কি অবলীলায়-ই না জানোয়ারগুলো আগুন লাগিয়ে দিতে পারলো! একটি বারের জন্যও তাদের হাত কাঁপেনি বুঝি? একটু্্ও দয়া হয়নি বুঝি তাদের?

সময় পাল্টেছে এখন মানুষ ক্রমশঃ আরো বেশি জানোয়ার হয়ে যাচ্ছে। কার স্বার্থে? কিসের লোভে? কেন?

আমি মস্তিষ্ক বিকৃত প্রায় হয়ে যাই, যখন দেখি একজন নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে! আপনাকে যদি বলি "আপনার হাতে ব্লেড দিয়ে একটি আঁচড় দিন" পারবেন সাহস করতে? আমরা এতটাই নিরীহ যে সুই দিয়ে ইনজেকশান দিতে ভয় পাই - অন্য দিকে তাকিয়ে থাকি! ভাবুনতো যে মানুষটি জ্বলে যাচ্ছে, বিশ্বজিতের মত ছেলেটির শরীরে যখন চাপাতি দিয়ে কোপানো হচ্ছিলো তখন কতটা যন্ত্রনা - কতটা অসহায় হয়ে সে জীবন বাঁচানোর চেষ্টা করছিলো?

হ্যাঁ এটা আমাদের অনুভুতিতে লাগবে না - আমরা এখন স্বার্থপরতার সীমা অতিক্রম করে ফেলেছি। অন্যের কষ্টে আমাদের একটুও "উহ্" অনুভব হয়না। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন ওই সব রাজনৈতিক হায়েনা থেকে আপনি নিরাপদ। কালকে রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন আপনি কিংবা আপনার কাছের কোন আত্মিয় এবং সেও যে এমন অনাকাংক্ষিত মৃত্যুর ছোবলে পড়বে না, তার গ্যারান্টি আছে? আপনজন হারালে তখন বুঝবেন একটা জীবন কতটা দামী!

_______

গত বছর ডিসেম্বরে দেশে ছুটি কাটাতে গিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদী তথা পার্শ্ববর্তী আমার গ্রামের রাস্তায় রাজনীতির যে নোংরা বিভৎসতা দেখেছি তা রীতিমত গা শিউরে উঠার মত। আমার দেশে আমার মাটিতে ঘরের বাহিরে পা রেখে আমি নিরাপদ নই! আমার মা আমাকে ঘরের বাহিরে বের হতে দিতে নিরাপদ বোধ করেন না - ৩০ দিনের মধ্যে ১৬ দিন আপন দেশে জিম্মি হয়ে বসবাস করা! ভাবা যায়?

এইতো গত কালকে (২৯ ডিসেম্বর ২০১৪) মাইজদীতে স্কুল শিক্ষিকা যে মহিলার মাথায় মিছিল থেকে ইট ছুড়ে হত্যা করা হলো সেটা কাদের উপর কার প্রতিশোধ নেয়া? বাংলাদেশে জন্ম নেয়া কি আমাদের পাপ বলে বিবেচনা করবো? আমরা কি বিএনপি/আওয়ামীলীগ/জামাতের হাতে খেলনা? যখন মন চাইলো "হরতাল" বলে বউয়ের সাথে অভিসারে চলে গেলেন নেতারা আর তাদের চামুন্ডারা রাস্তায় আমাকে আপনাকে জানে মেরে ফেলবে!...

_______

আমার লেখাগুলো পড়া শেষ হয়েছে? ঘরের বাহিরে যাচ্ছেন? কলেমা পড়ে বাহির হন। এমনও হতে পারে দুনিয়ার আলো দেখার জন্য আপনি আর নেই - বিনা কারনে রাজনীতির বলির পাঠা হয়ে গেছেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.