নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপাতত বিস্তারিত না-ই জানলেন...

স্বপ্নতরী (রাজু)

আমি সামাজিক জীব http://facebook.com/sopnotory1 আমার সামাজিক যোগাযোগ প্রকল্প।

স্বপ্নতরী (রাজু) › বিস্তারিত পোস্টঃ

তোমরা যারা স্ব-জ্ঞানে কিংবা গোপনে অন্তঃরঙ্গ মুহুর্তের ভিডিও করো...

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১



পিপড়া বিদ্যা ছবিটি আমার দেখা হয়নি। দেশে থাকিনা - সেজন্য হলে গিয়ে দেখা সম্ভব নয়। তাই প্রথমে ইউটিওবে ফিল্মটি খুজছিলাম। কিন্তু পেলাম না। পরবর্তী চেষ্টা "টরেন্ট সাইট"। "পিপড়া বিদ্যা" কিওয়ার্ড দিয়ে চেষ্টা করলাম; ফলাফল শুন্য। পরবর্তী কি ওয়ার্ড "বাংলা / বাংলাদেশ"। ব্যাস এতেই আমার চোখ ছানাবড়া!!!

"বাংলাদেশ" কিওয়ার্ডে বাংলাদেশী হজার-হাজার সেক্স ভিডিও ছাড়া আর কিছুই নেই! আমার ধারনায়ও ছিলোনা আমাদের দেশের এত্ত এত্ত ছেলে মেয়ের সেক্স িভডিও নেট এ ভরা!!??

কয়েকটি ডাউনলোড করলাম। ভিডিও দেখে ধারনা নেয়ার চেষ্টা করলাম দেশে হচ্ছেটা কি?

আমাকে আবারো বোকা বনতে হলো! কিছু ভিডিও ব্যাতিরিকে অধিকাংশ ভিডিও ধারন-ই মেয়েরা জ্ঞাত! অনেক ভিডিওতো মেয়ে মোবাইল ক্যামেরে ধরে ভিডিও ধারনে সহযোগীতা করছে! কি গরীব, কি মধ্যবৃত্ত, কি ধনীর দুলালী - কেউই বাদ নেই। ধানক্ষেত, মেছ বাড়ী টয়লেট এমনকি ওয়েব ক্যামে নিঃশংকোচে কাপড় খুলছে "অবলা বাঙালী নারী"!!!


হচ্ছেটা কি এসব? আমরা কোন পথে যাচ্ছি? প্রযুক্তির এ নোংরা দিক আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?

কিছু প্রশ্নঃ
• তোমরা যারা নিজেদের অন্তরঙ্গ মুহুর্ত ভিডিও করছো - তা তোমাদের কি কাজে আসছে? প্রকৃতি কিছু বিষয় আমাদেরকে গোপনে শালীনতার ভিতর থেকে করতে শিক্ষা দিয়েছিলো - আজ আমরা সেই শালীনতা ভুলে নিজের সম্ভ্রম লাখো মানুষের কাছে বিনে পয়সায় বিকিয়ে দিচ্ছি!

• হ্যাঁ তুমি। যেই তুমি ভিডিও ধারন করছো - তুমি কি মনে করো কালকে তোমার বোনের/ভাইয়ের মোবাইলে/নেটে তোমার বস্ত্রহীন দেহ দেখবে না? তাহলে এখন আর কাপড় পরে রয়েছে কেন? উলঙ্গ হয়ে রাস্তায় চলাচল করো। বিশ্ব দেখছে তোমার লিঙ্গ-স্তন-উরু; ঘরে কাপড় পরে তুমি কি ঢেকে রেখেছো?

• প্রজুক্তির দুনিয়ায় "গোপন" বলে কোন শব্দ নেই। আপনি কি করছেন আপনার মোবাইল থেকে / ইন্টারনেট থেকে তা অন্য অনেকেই জানে।
যে ভিডিও আপনি গোপনে ধারন করেছেন বলে মনে হয়েছে সেটা কেন লাখ লাখ মানুষ দেখছে? গোপন কিছু কি গোপন রইলো?

• আপনি কি একজন চরিত্রহীন নারী কিংবা চরিত্রহীন পুরুষকে জেনেশুনে জীবন সঙ্গী করবেন? তাহলে কেন অন্য নারীর স্বতীত্ব নষ্ট করছেন কিংবা অন্য পুরুষের সাথে শুয়ে যাচ্ছেন নির্বিগ্নে? আপনি নিজে গ্রহন করবেন না - কিন্তু অন্যকে বাসী খাবার/ চেটে-পুটে খাওয়া উচ্ছিষ্ট খাবার খাওয়ানোর জন্য এসব করছেন?

• আজকে আপনার ভিডিও অন্যরা দেখছে - ২০ বছর পর কিংবা আরও শত বছর পরও আপনার এই ভিডিও নেটে থাকবে। আপনার জওয়ান ছেলে দেখবে তার মা কিভাবে অন্য এক পুরুষের সজ্জাসঙ্গী হয়ে পকেটের রকেট গিলছে চকোলেট এর মত! আপনার সন্তানের চোখের সে ঘৃনা কল্পনা করুন...

• একটি ছেলে যদি মনে করে সেক্স ভিডিও লিক হলে তার সম্মান যাবে না - তুই বোকার স্বর্গে বসত করছিস্ রে! লজ্জা সবার সমান। থাকলে তা খরচ হবে - নির্লজ্জের কথা অবশ্য ভিন্ন।

--- যাদের মোবাইলে/কম্পিউটারে এখনো প্রেমিক/প্রেমিকার সেক্স/কিস্ এর ভিডিও আছে এক্ষনি ডিলিট করুন। না হয় আপনার ওই ভিডিও লাখো মানুষরে সাথে আমিও হয়তো দেখবো কিছুদিন বাদে...


#### মেজাজ বড্ড খারাপ - বাজে ভাবে উপস্থাপন করেছি হয়তো। কিন্তু কোর লাইন হলো "নোংরামী বন্ধ করুন। একান্ত মুহুর্ত রেকর্ড করা থেকে বিরত থাকুন। এবং এসব থেকে ভালো - বিয়ের আগে সেক্স নয়। বিয়ের পরে পরকীয়া নয়...."

চোর শুনেনা ধর্মের দোহায়... অন্ততঃ নিজের জন্য হলেও এসব বন্ধ করুন। এখনই!!!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

চলন বিল বলেছেন: কিছু বলার নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.