![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ছোট বেলা থেকেই বন্ধুত্বের বিষয়ে আমি মনে হয় একটু নাক উচু স্বভাবের ছিলাম। জীবন চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে আমার - অনেক লোক আমার খুব খুব কাছের ছিলো, এখনো আছে।
কিন্তু কেন জানি অন্যদের মত অনায়াসে "দোস্ত" শব্দটা আমার মুখ দিয়ে আসেনা।
সৌদি আরব আসার পর দেখলাম এখানে অপরিচিত যে কাউকে "সাদিক" বলে ডাকা হয়। যার বাংলা অর্থ "বন্ধু"! আমি আশ্চর্য্য হয়ে ভাবতাম - অপরিচিত একজনকে কিভাবে এত সহজে বন্ধু ডাকা যায়? বন্ধুত্ব সত্যিই কি এত সোজা?
হ্যাঁ আমারও প্রানের পি্রয় বন্ধু আছে। আমার নাড়ী-নক্ষত্র জানা বন্ধু আছে। কিন্তু তাদের কাউকে "দোস্ত" ডাকা হয়নি আমার।
এত কিছুর পরও কেউ একজনকে "দোস্ত" ডাকার মানসিকতা জন্মাচ্ছে ইদানিং...
কোথায় সে দোস্ত আমার?
©somewhere in net ltd.