![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই/তোরা/আপনার একজন খুনি - নিজেকে চিনে রাখো - খুনের প্ররোচনাদানকারী হিসেবে....
"মানব পাচারকারীদের খপ্পর: থাই-জঙ্গলে ৫০ মরদেহ, জীবিত এক বাংলাদেশি!"
খবরটা পড়ে বুকের ভেতর দুপ্ করে উঠলো। এ প্রসঙ্গে কালকে থেকেই কিছু কথা লিখবো ভাবছিলাম।
প্রবাসী।। খুব একটা অর্থবহ শব্দ নয় আমাদের দেশের অনেক স্থায়ী বাসিন্দাদের কাছে। কিন্তু প্রত্যেক প্রবাসী এক-একটি কষ্টের গল্পের নায়ক...
আজ আমি কিছু মানুষের কথা বলবো - যাদের আমি ব্যাক্তিগত ভাবে চিনি।
১. ফয়জুলঃ
বাড়ী সুনামগঞ্জে। ১৬ বছর আগে সৌদি আরব এসেছিলো। এখনো একবারের জন্য বাড়ীতে যেতে পারেনি।
জ্বি হ্যাঁ এতক্ষনে আপনি ধরেই নিয়েছেন দেশে আপনজন ছেড়ে প্রবাসে মৌজ মাস্তি করছে - তাই দেশের কথা ভুলে গেছে!
কিন্তু আসল বিষয় অন্যথা...
ফয়জুল দেশ থেকে আসার পর প্রথম তিন বছর কেটে যায় তার ভিসার টাকা পরিশোধ করতে।
তারপর প্রতি দুই বছরে কপিল (স্পন্সর) কে ইকামা (কাজের ছাড়পত্র) বানানোর জন্য ৭/৮ হাজার রিয়াল দিতে হয়। এই ৭/৮ হাজার টাকা জোগাড় করে খাবার খরচ / বাসা ভাড়া দিয়ে তেমন একটা অবশিষ্ট থাকতো না। তার উপর বাড়িতে খরচের টাকার জন্য চাপ...
৪ বছর কপিলের দায়িত্বে থাকার পর ফয়জুল ইকামা বানানোর টাকা জোগাড় না করতে পেরে পালিয়ে যায় অনত্র কাজ করার জন্য।
কপিল তখন তার পাসপোর্টে হরুপ (বাধ্যতামুলক বহিস্কার) লাগিয়ে দেয়।
এ পরিস্থিতি মাথায় রেখে ফয়জুল ১৫ বছর দেশে যেতে পারেনি। কারন একবার গেলে আর ফেরত আসতে পারবে না।
ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় গত বছর সৌদি সরকারের সাধারন ক্ষমায় ফয়জুল ৪৫ হাজার রিয়াল খরছ করে তার আকামা ঠিক করে। তার জন্য সে দেশ থেকে জমিন বিক্রি করিয়ে ৬ হাজার রিয়ালের সমপরিমান টাকা হুন্ডির মাধমে আনায়।
মাসিক ১৮০০ টাকা বেতনের চাকুরীতে ১৫০০ টাকা কর্তন করে কতদিনে সে অবশিষ্ট ৩৯ হাজার টাকা শোধ করবে - আর কতদিনে সে দেশে যাবে?
ভালো কথা ৩৮ বছর বয়সী ফয়জুল এখনো বিয়ের বিষয়ে চিন্তা করেনি / চিন্তা করার সাহস করেনি...
২. সুন্দর আলীঃ
বাড়ী সিলেট। স্টুডেন্ট ভিসায় লন্ডন গিয়েছিলো ৬ বছর আগে। উদ্দেশ্য - কয়েক বছর থেকে যেকোনভাবে লন্ডনে বৈধ হওয়া!
ইচ্ছে করে সেমিস্টারে খারাপ রেজাল্ট করে। নানান ইউনিভার্সিটিতে নানান বিষয়ের উপর পড়ালেখার জন্য ভর্তি হয়েও এত বছরে কিছু করতে পারলো না। কিছু একটা ব্যাবস্থা না করে দেশে গেলে বেকার ঘুরতে হবে সোনার বাংলায় - তাই আর একটা চেষ্টা; আর একটা চেষ্টা করে করে এতদিন!
গত কিছুদিন আগে লন্ডনে কিছু না করতে পেরে ফ্রান্স হয়ে স্পেনে ডুকেছে সে। আশা লন্ডনে কিছু হয়নি - এখানে যদি কিছু হয়!
স্পেনে গিয়েই বৈধ হওয়া যাবেনা - হয়তো চেষ্টা করবে আরো ২ বছর।
কথা বার্তায় জানতে পারলাম স্পেন এ কিছু না হলে সেখান থেকে সে পর্তুগালে গিয়ে একবার ট্রাই করবে...
আর এই সব করতে দরকার "টাকা"। টাকার কাজ গল্পে সারেনা...
বর্তমনে ৩৩ বছর বয়সী এই যুবক এখনো বিয়ে করেনি। তার জন্য তার ছোট ভাইও বিয়ে করছে না।
কবে নাগাদ সুন্দর আলী ইউরোপের কোন দেশে সেটেল হবে? ততদিনে সুন্দর আলী আর সুন্দর থাকবে? নাকি আঙ্কেল হয়ে দেশে ফিরবেন?
৩. ইয়াসীনঃ
নোয়াখালীর ছেলে। ৭/৮ বছর আগে স্টুডেন্ট ভিসায় বেলজিয়াম গিয়েছিলো। ৩ বছরে পড়ালেখা শেষ। অনেক রকম চেষ্টা করেও সেখানে কাজ করার বৈধতা পাওয়া গেলোনা। বাধ্য হয়েই অবৈধ ভাবে সেখানে বসবাস শুরু করলো। আশা - কখনো যদি বেলজিয়াম সরকার সাধারন ক্ষমার আওতায় বৈধতা দেয়...
কিন্তু না - সবার কপাল সুপ্রশন্ন হয়না। গত বছর সে পুলিশের হাতে ধরা পড়ে। এবং কিছুদিন জেল খেটে বাংলাদেশে প্রত্যাবর্তন করে।
বিদেশী ডিগ্রী - কিন্তু পাস করার পর সময়তো আর কম হয়নি। তার উপর মামার জোর না থাকলে আজকাল সাফ-সাফাইয়ের চাকুরীও নাকি হয়না। বর্তমানে (গত দুই বছর ধরে) ইউরোপ ফেরত ছেলেটি চাকুরীর জন্য ঘুরঘুর করছে।
বিয়ে করানো যাচ্ছেনা। আমার এক আত্মীয়কে বললাম ইয়াসীনের জন্য একটি পাত্রি দেখ। তার সরাসরি জবাব ছিলো "বেকার ছেলেকে মেয়ে কে দেবে?"
চোখ বুলিয়ে দেখুন। আপনার আশে পাশে এমন ঘটনা; ফয়জুল - সুন্দর আলী কিংবা ইয়াসীনের মত এমন ব্যাক্তি অজশ্র...
পত্রিকায় দেখলাম গত ৮ বছরে অবৈধ পথে বিদেশ যাবার পথে ২৫ হাজার মানুষ করুন/বেদনাদায়ক ভাবে মৃত্যুবরন করেছে...
এইযে আপনি, হ্যাঁ আপনাকেই বলছি...
একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন ভাই প্রবাসী আত্মীয়ের যে টাকা দিয়ে লাল রঙের জামা পরে ঘুরছেন; প্রেমিকাকে বার্গার খাওয়াচ্ছেন; পরকীয়া করে অন্য পুরুষকে আপনার শরীর এবং আপনার স্বামীর কষ্টের কামাই থেকে মোবাইল ফোন - সিগারেট কিনে দেয়া কিংবা হাত খরচা দিচ্ছেন; আপনার হাতে নিশ্চিন্ত খরছ হয়ে যাওয়া সে টাকার রক্ত/ঘাম এর গন্ধ নাকে আসেনা?
ফয়জুল নামের যে লোকটি আপনার সুখের জন্য ১৬ বছর দেশে যায়নি, সুন্দর আলী নামের যে লোকটি জানেনা কালকে তার কপালে কি ঘটবে, ইয়াসীন নামের যে ছেলেটি একটি চাকুরীর জন্য এখনো রাস্তায় জুতা ক্ষয় করছে - তাদের জন্য একটু দয়া হবে না আপনাদের? তাদের উপার্যিত অর্থগুলোকে নোংরা কাজে ব্যবহার কিংবা যাচ্ছেতাই ভাবে খরচ করার পাশাপাশি দেশে গেলে তাদের জন্য কি বিচ্ছিরি রকম এক ভবিষ্যতের ছক এ্যাঁকে রেখেছেন তা মনে করে আপনার লজ্জা লাগছে না?....
এসব শুনে স্বার্থপর মনে হচ্ছে আমাকে? ভাবছেন কয়েক টাকা দেশে পাঠিয়ে কৈফিয়ত চাওয়া নীচুতা?
হ্যাঁ তাহলে মরে যাওয়া ওই লাশগুলো আমার আপনার কেউ নয়। তারা পাগলামী করে নিজেই মরতে গেছে। এটাতে আমার আপনার কি করার আছে?
তুই/তোরা/আপনার একজন খুনি - নিজেকে চিনে রাখো - খুনের প্ররোচনা দানকারী হিসেবে....
ছবিসুত্রঃ Click This Link
০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
স্বপ্নতরী (রাজু) বলেছেন: সহমত
২| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভীষন রকম ঝাকুনি দেয়া খবর!
উফফফফফ.......
আর যে আদম পাচারকারী চক্র এসবে জড়িত তাদের কটিন থেকে কঠিন শাস্তি দেয়া উচিত!
টাকা পয়সা নিয়ে বিদেশ বিভূইয়ে লাশ বানিয়ে তারা দিব্যি আরামে আছে!!!
আর বাকী থাকে সরকার আর জনগণ। সরকারতো সেইরাম! বলাই বাহুল্য
আমজনতাই বা কি করবে? মিথ্যা আশ্বাসে, ভবিষ্যতের মরিচিকা মায়ায় জানটা হাতে নিয়ে পারি দেয়- শুধূ বিশ্বাসে ভর করে! ...
তাদের বিদেহী আত্মার জন্য দোয়া!
০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
স্বপ্নতরী (রাজু) বলেছেন: কিছু খবর সত্যিই মন খারাপ করে দেয়।
ইচ্ছে করে অতিমাত্রায় স্বার্থপর হয়ে যাই...
৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:৩২
বিজন শররমা বলেছেন: আওয়ামী লীগের আর একটা বিশ্ব রেকর্ড - তাদের আমলে বাংলাদেশীদের গনকবর হয় বিদেশের মাটিতে ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আসলে আমাদের দেশের শিক্ষাব্যবস্থাটা আমাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে। যুগোপোযোগী শিক্ষাব্যবস্থা না হওয়ায় শিক্ষিত বেকারের সংখ্যা যেমন বাড়ছে তেমনি হতাশাগ্রস্ত লোকের সংখ্যাও বাড়ছে। আমাদের গুণে ধরা শিক্ষাব্যবস্থার যতদিন উন্নতি না হবে, এবং শিক্ষিত হয়ে কর্মসংস্থান না হবে ততদিন এভাবে বাইরে গিয়ে অপমান, অপদস্ত আর জীবনের ঝুকি নিয়ে মানুষের বিদেশমুখী অবস্থার অবসান হবে না।