![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেরিয়ে বাঁধা সীমানার, ডিঙিয়ে বেড়া তারকাটার... /... analog inside ...\
বুকে সাহস নিয়ে রুখে দাঁড়ালে নিজের নিরাপত্তা নিজেকে দিয়েই সম্ভব। হঠাৎ বিপদে পড়লে একজন মায়ের/মেয়ের কি করা উচিৎ এ নিয়ে কিছু সাজেসনঃ
১/ অনেক রাতে কোন হাই রাইজ এপার্টমেন্ট এ উঠতে গিয়ে যদি দেখেন লিফটে একজন অপরিচিত পুরুষ ... একজন মেয়ে/মহিলার কি করা উচিৎ?
উত্তরঃ লিফট এ ঢুকুন। সব গুলো ফ্লোর এ প্রেস করুন। ধরেন আপনি ১৫ ফ্লোরে যাবেন; আপনার গন্তব্যের ফ্লোর পর্যন্ত সবগুলো ফ্লোরে প্রেস করবেন। প্রতি তলায় থামবে এমন লিফটে কেউ আপনাকে আক্রমনের সাহস পাবে না।
২/ একাকী অবস্থায় আপনার বাসায় যদি কোন অপরিচিত পুরুষ আক্রমনের চেস্টা করে কি করবেন?
উত্তরঃ দৌড়ে রান্নাঘরে যান। দৌড় শুরু করার সময়ই মনে করার চেষ্টা করুন মরিচ, হলুদের গুড়ো কোথায় রেখেছিলেন এবং চাকু, প্লেটগুলো কোথায় আছে। এগুলো মারাত্মক অস্ত্র হবে ঐ মুহূর্তে। যদি হাতের কাছে এগুলো না পান... থালাবাসন, মগ, গ্লাস এক কথায় হাতের কাছে যা আছে ছুড়ে মারুন যত জোরে সম্ভব। চিৎকার করুন সর্বশক্তিতে। মনে রাখবেন দুষ্কৃতিকারীরা শব্দ ভয় পায়; তারা ধরা পরতে চায় না।
৩/ রাতের বেলা সি এন জি/ ক্যব নেয়ার সময় কি করা উচিৎ?
উত্তরঃ রাতে সি এন জি / ক্যাবে ওঠার সময় রেজিস্ট্রেশন নম্বর নোট করুন। তারপর ফোনে আপনার জার্নি রুট, ড্রাইভারের ডিটেইলস, রেজিস্ট্রেশন নম্বর ফ্যামিলি/বন্ধু বান্ধবকে এমন ভাবে জানান যাতে ড্রাইভার শুনতে পায় আপনি কি বলছেন। যদি কেউ আপনার ফোন না ও রিসিভ করে একইভাবে কথা চালিয়ে যান। ড্রাইভার এখন জানলো যে কেউ তার ডিটেইলস জানে এবং পথে কোন সমস্যা হলে সে ও ফাঁসবে! এমতাবস্থায় সে আপনাকে সেফ লি গন্তব্যে পৌঁছে দিতে বাধ্য।
’’A potential attacker is now your de facto protector!’’
৪/ যদি সি এন জি/ক্যাব ড্রাইভার আপনাকে অন্য রাস্তায় নিয়ে যায় ... অনুভব করছেন আপনি বিপদে পরতে যাচ্ছেন, কি করা উচিৎ?
উত্তরঃ আপনার পার্স/ ভ্যানিটি ব্যাগ এর স্ট্র্যাপ অথবা ওড়না দিয়ে ড্রাইভার এর গলা পেচিয়ে ধরুন; দুটো প্রান্ত মুড়িয়ে পিছনে আপনার দিকে শক্ত হাতে টান দিন। সেকেন্ডের মধ্যে সে দম হাড়িয়ে হাঁসফাঁস করবে। যদি আপনার কাছে পার্স/ভ্যানিটি ব্যাগ/ওড়না না থাকে তার সার্টের কলার ধরে একই ভেবে মুচড়ে টান দিন। সার্টের উপরের বোতামটি লোকটার দম হারাতে একই রকম কার্যকরী।
৫/ যদি রাতে অপরিচিত কারো দ্বারা অনুসারিত হন কি করবেন?
উত্তরঃ কাছের দোকানে অথবা বাড়িতে ঢুকে পরুন; আপনার সিচুয়েশন বুঝান তাদেরকে। যদি রাতে দোকান পাট খোলা না থাকে চট করে কাছের এ টি এম বুথ এ ঢুকে পরুন। এ টি এম এ সব সময় নিরাপত্তা প্রহরী থাকেন। পাশাপাশি সব এ টি এম এ ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে। পরিচয় ফাঁস করে এখানে কোন দুষ্কৃতি কারী আপনাকে আক্রমন করতে আসবে না।
সর্বোপরি, মানসিক শক্তি এবং প্রস্তুতি ই আপনার সবচেয়ে বড় অস্ত্র!
জাগো নারী... জাগো বহ্নি শিখা...
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩
তেপান্তর আশীষ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: জাগো নারী... জাগো বহ্নি শিখা...