নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/deyashis32

তেপান্তর আশীষ

পেরিয়ে বাঁধা সীমানার, ডিঙিয়ে বেড়া তারকাটার... /... analog inside ...\

তেপান্তর আশীষ › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১

হোয়াট আই হ্যাভ ডান ইন মাই এন্টায়ার লাইফ?? কয়েকটি প্রথাগত কাগজ ছাড়া সারা জীবনের প্রাপ্তি কি? সারাটা জীবন অন্যের জন্য ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠে পিছনে তাকিয়ে দেখি আমার জন্য কেউ ছুটছে না; অথবা এমন অদৃশ্য কেউ যাকে আমি দেখছি না কিংবা দেখা দিচ্ছে না...



কোনদিন ভাগ্যে বিশ্বাস করিনি। আমার গুরু আমায় শিখিয়েছেন মানুষ নিজেই নিজের ভাগ্য নিয়ন্ত্রন করে শত করা ৯০/৯৫ ভাগ বাকিটা নিয়তি। এর রিভার্স ও যে হতে পারে তা বলেন নি। এটা নিজেকে দিয়ে শিখতে হয়েছে।



এতো প্রতিকূলতায় পরেছি তবু 'হৃদয়' কে কখনো 'হৃৎপিণ্ড' হতে দেই নি; চরম সময়েও স্বার্থপরের মতো 'মস্তিষ্কের' কথা শুনি নি, মনের ডাকে সারা দিয়েছি...



আমার গিটার না পেড়েছে বন্দুক হতে না পেরেছে এ টি এম মেশিন হতে; মাঝখান থেকে 'পোড় খাওয়া' ট্যাগ লেগেছে গায়ে। কোন আফসোস নেই। যে গিটার কাঁদতে পারে সে জ্বলেও উঠতে পারবে ঠিক সময়ে।



শেষ বলে কিছু নেই... শেষ থেকেই শুরু হয়।



ফুরিয়ে যাইনি এখনও, স্টিল আই ক্যান ফিল দ্যাট... আই উইল নেভার গিভ আপ উইদাউট এ ফাইট... এবার অন্তত 'মস্তিষ্কের' কথা শুনি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.