নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবাধে দুর্ঘটনা নামের আড়ালে উল্লাসিত সড়ক হত্যা চলছে - কিন্তু একজন ঘাতককেও গ্রেফতার করা হয়না -মোটাঅংকের চাঁদা বাণিজ্য আর ভয়ে - ঘাতকদের ধরলেই তারা রাস্তায় নেমে অরাজগতা করবে মানুষের মুখে পরা মবিল লাগাবে - মা বোনদের সড়কে নাজেহাল করবে

সড়কযোদ্ধা

সড়কে নির্মম হত্যাকাণ্ডের শিকার সন্তানদের পিতা

সড়কযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কিছু বাগধারা

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩১

প্রশ্নঃ ‘আদিখ্যেতা’ বাগধারাটির অর্থ কি?
ক. ন্যাকামি
খ. অপদার্থ
গ. না জেনে কিছু করা
ঘ. মারা যাওয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাগধারা দ্বারা ‘ভনিতা’
বোঝানো হয়?
ক. টইটম্বুর
খ. কুপমণ্ডুক
গ. গৌরচন্দ্রিকা
ঘ. গনেশ উল্টান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি?
ক. বন্ধু বনাম বন্ধু
খ. হাতে-হাতে
গ. খেতে-খেতে
ঘ. আস্তে-আস্তে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক
অর্থ কোনটি?
ক. পটল গাছ হতে পটল তোলা
খ. পটল খাওয়া
গ. পরীক্ষায় ফেল করা
ঘ. মারা যাওয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ভিন্নার্থক?
ক. আকাশ পাতাল
খ. আদায় কাঁচকলায়
গ. অহিনকুল
ঘ. দা-কুমড়া
উত্তরঃ ক
প্রশ্নঃ অন্ধকার দেখা—
ক. দুর্লোভ বস্তু
খ. হতবুদ্ধি
গ. দৃষ্টি শক্তিহীন
ঘ. স্বার্থে আঘাত লাগা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
ক. প্রহার করা
খ. সম্মান করা
গ. আদর করা
ঘ. সমাদর করা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বিড়াল তপস্বী’ কথাটির অর্থ কি?
ক. দেখতে সাধু হলেও ভণ্ড
খ. অপদার্থ
গ. অজানা থাকা
ঘ. কাল্পনিক কাহিনী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
ক. কাকের নিদ্রার ন্যায়
খ. অগভীর সতর্ক নিদ্রা
গ. অনিষ্ট চিন্তা
ঘ. কপট নিদ্রা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কংস মামা’ বলতে বুঝায়—
ক. নির্মম
খ. সৎ মামা
গ. আপন মামা
ঘ. নির্দয় আত্মীয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘নদের চাঁদ’ বাগধারার অর্থ কি?
ক. অতি আকাঙ্কিত বস্তু
খ. অহমিকাপূর্ণ নির্গুণ ব্যাক্তি
গ. অদৃষ্টের পরিহাস
ঘ. বিশেষ সম্মানিত ব্যাক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গোবর গণেশ’ দিয়ে কি বুঝানো
হয়েছে?
ক. চাটুকার
খ. মূর্খ
গ. নির্বোধ
ঘ. অপদার্থ
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি
বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
ক. বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও
মারা গেল
খ. বাঙ্গালীরা আলস বলে পরিচিত
গ. সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
ঘ. ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে
পারবে না
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির
অর্থ প্রকাশ করে?
ক. সুখের পায়রা
খ. খোদার খাসি
গ. যক্ষের ধন
ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সাপে নেউলে’ কথাটির অর্থ কি?
ক. শত্রুতা
খ. বন্ধুত্ব
গ. অতিশয় ভালো সম্পর্ক
ঘ. মহাবিপদ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ বলতে বুঝায়—
ক. অকালপক্ক
খ. অলস
গ. অপদার্থ
ঘ. চাটুকার
উত্তরঃ গ
প্রশ্নঃ সাহায্যের অভাবে স্কুলটি উঠে
গেছে’- বাক্যে ‘উঠে’ শব্দের অর্থ-
ক. ভেঙে পড়া
খ. বন্ধ হওয়া
গ. স্থানান্তরিক হওয়া
ঘ. উন্নতি করা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘চোখের বালি’ অর্থ কি?
ক. চোখের অসুখ
খ. চোখের যত্ন
গ. শত্রু
ঘ. কৃতঘ্ন
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সুসময়ের বন্ধু’ কোন বাগধারা দিয়ে
প্রকাশ করা হয়?
ক. সুখের পায়রা
খ. দহরম মহরম
গ. লেফাফা দুরস্থ
ঘ. কংস মামা
ঙ. দুধের পায়রা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘অকালপক্ক’ এর বাগধারার অর্থ
কোনটি?
ক. ইচঁড়ে পাকা
খ. গোড়ায় পাকা
গ. গাছে পাকা
ঘ. অসময়ে পাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাক সর্বস্ত
গ. দীর্ঘ প্রত্যক্ষমাণ
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ছাই চাপা আগুন’ কোন অর্থ প্রকাশ
করে?
ক. মন্দ ভাগ্য
খ. গোপন দোষ
গ. বদ মেজাজ
ঘ. গোপন গুণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মাছের মা’ বাগধারার অর্থ-
ক. কঠোর
খ. অত্যাচারী
গ. নিষ্ঠুর
ঘ. নীতিহীন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বাগধারাটি ভিন্নার্থক?
ক. অহিনকুল
খ. উত্তম-মধ্যম
গ. আদায় কাঁচকলায়
ঘ. সাপে-নেউলে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঘটিরাম’ বাগধারাটির অর্থ-
ক. ভন্ড ধার্মিক
খ. নেকামি
গ. বড় মুখ
ঘ. বক্ ধার্মিক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা
কোনটি?
ক. অদৃষ্টের পরিহাস
খ. অন্ধকার
গ. একাদশে বৃহস্পতি
ঘ. কেউকেটা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ ‘ধর্মের
ষাঁড়’—
ক. অকর্মণ্য
খ. বেহায়া
গ. স্বার্থপর
ঘ. সুসময়ের বন্ধু
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাগধারা দু’টি সম্পূর্ণ
ভিন্নার্থক?
ক. সাপে-নেউলে/দা-কুমড়া
খ. পটল তোলা/অক্কা পাওয়া
গ. ঢাকের কাঠি/ঢাকের বায়া
ঘ. অন্ধের যষ্টি/অন্ধের নড়ি
উত্তরঃ গ
প্রশ্নঃ “সে তোমার মাথা খেয়েছে।” এ
বাক্যে খাওয়ার অর্থ কি?
ক. মস্তক কামড়ে খাওয়া
খ. সর্বনাশ করা
গ. পাগলামি করা
ঘ. মাথায় আঘাত করা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী?
ক. কথায় পটু খ. পড়ুয়া গ. অশোভনভাবে বিদ্রুপ
করা ঘ. মতিচ্ছন্ন হওয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘চাঁদের হাট’-অর্থ কি? ক. বন্ধুদের
সমাগম খ. আত্মীয় সমগম গ. প্রিয়জন সমাগম ঘ.
গণ্যমান্যদের সমাগম
উত্তরঃ গ
প্রশ্নঃ কান ভারী করা শব্দ দ্বয়ের অর্থ কি?
ক. নির্মম খ. কুপরামর্শ দেয়া গ. কানে ভার
দেয়া ঘ. কানে পানি দেয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বাগধারাটি ‘সক্রিয় হওয়া’ অর্থ
জ্ঞাপক? ক. গোঁ ধরা খ. ঔষধ ধরা গ. লাইন ধরা
ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘লক্কা পায়রা’ বাগধারার সঠিক অর্থ
কি? ক. ফুলবাবু খ. উল্টাফল গ. কুচক্রী ঘ. পলায়ন
করা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির
অর্থ কি? ক. আপন মনে বাদশাহী করা খ. কোন
দায়িত্ব গ্রহণ না করা গ. বেকার মত চলা ঘ.
দাংগাবাজি করা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বিষ নেই তার কুলোপনা চক্কর’
বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ক. যার কোন
প্রকার ক্ষমতা নেই খ. অন্তঃসার শূণ্য অবস্থা
গ. ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ ঘ. অক্ষম
ব্যাক্তির বৃথা আস্ফালন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তালকানা’ এর অর্থ কি? ক. বেহায়া খ.
বেতাল হওয়া গ. শ্রমবিমুখ ঘ. নিরেট মূর্খ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অগস্ত্য যাত্রা’ বাগধারাটির অর্থ কী?
ক. শুরু করা খ. তাড়াতাড়ি শেষ করা গ. বিশ্রাম
করা ঘ. শেষ বিদায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ
প্রকাশক? ক. আদায় কাঁচকলায় খ. সাপে-
নেউলে গ. সাতেও না পাঁচেও না ঘ. দা-কুমড়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির
সঠিক অর্থ হচ্ছে- ক. ভঙ্গুর খ. চাপের মুখে
ভেঙ্গে যায় গ. একতরফা ঘ. কোন বাধ্যবাধকতা
নেই
উত্তরঃ ক
প্রশ্নঃ উলু খাগড়া বলতে কি বোঝায়? ক.
যাচ্ছে তাই খ. অলক্ষণে গ. অসম্ভব বস্তু ঘ.
নিরীহ প্রজা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ফাঁকা আওয়াজে কাজ আদায়’— এর
সমার্থক বাগধারা কোনটি? ক. কলকাঠি নাড়া
খ. কুপোকাত গ. কালে ভদ্রে ঘ. কথায় চিড়া
ভিজা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘যার অনেক বুদ্ধি আছে’ তাকে
বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? ক.
বুদ্ধির ঢেঁকি খ. ভূষণ্ডীর কাক গ. বিড়াল
তপস্বী ঘ. গভীর জলের মাছ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাত জোড়া থাকা’ বাগধারাটির অর্থ?
ক. চিন্তায় পড়া খ. নিস্ক্রিয় হয়ে যাওয়া গ.
অলস থাকা ঘ. কর্মব্যস্ত থাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো- ক.
খনার বচন খ. প্রবাদ বাক্য গ. কবিতার চরণ ঘ.
বাগধারা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ফেকলু পার্টি’ বাগধারাটির অর্থ কী?
ক. ক্ষমতাসীন পার্টি খ. বিরোধী পার্টি গ.
কদরহীন লোক ঘ. নিকৃষ্ট লোক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি? ক.
আমড়া খ. বাজে কাঠ গ. অকেজো ঘ. বাজে
ঢেঁকি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সাতকাহন’ বাগধারার অর্থ কি? ক.
অলিক কথা খ. সুখের সম্ভার গ. স্বল্প পরিমাণ
ঘ. প্রচুর পরিমাণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ
‘একচোখা’– ক. পক্ষপাতদুষ্ট খ. প্রাচীনপন্থী
গ. ভণ্ড সাধু ঘ. ধার্মিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়? ক. সম্মান
খ. মাঝামাঝি গ. মারা ঘ. ওপর-নিচে উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডূষ’ অর্থ কি? ক. নতুন করে
আরম্ভ করা খ. নিরেট মূর্খ গ. সীমাবদ্ধ জ্ঞান
ঘ. বিপদজ্জনক পরিণতি
উত্তরঃ ক
প্রশ্নঃ আকাশ ভেঙ্গে পড়া— ক. হঠাৎ বিপদ
হওয়া খ. আশ্চর্য্য হওয়া গ. মন্দ ভাগ্য ঘ. কঠিন
পরীক্ষা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দুকান কাটা’ বাগধারাটির অর্থ কি?
ক. অসুস্থ ব্যাক্তি খ. নিরীহ ব্যাক্তি গ. দাগি
আসামি ঘ. বেহায়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ- ক.
অভদ্র খ. ভেদাভেদ গ. ঝগড়াটে ঘ. অপছন্দনীয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঢাকের বায়া’ অর্থ কি? ক.
অতিরঞ্জিত বাচন খ. মূল্যহীন বস্তু গ. অনুরোধ
ঘ. চির অশান্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া
সর্বাধিক সমার্থবাচক? ক. বক ধার্মিক, ভিজে
বেড়াল খ. বক ধার্মিক, বিড়াল
তপস্বী গ. রুই-কাতলা, কেউ কেটা ঘ.
অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ- ক.
আত্মসম্মান রক্ষা করা খ. পক্ষপাতদুষ্ট গ.
পৃষ্ঠপোষককে সমর্থন ঘ. অন্যের
অনুরকণ উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সাতকাহন’ বাগধারার অর্থ কি? ক.
অলিক কথা খ. সুখের সম্ভার গ. স্বল্প পরিমাণ
ঘ. প্রচুর পরিমাণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ
‘একচোখা’– ক. পক্ষপাতদুষ্ট খ. প্রাচীনপন্থী
গ. ভণ্ড সাধু ঘ. ধার্মিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়? ক. সম্মান
খ. মাঝামাঝি গ. মারা ঘ. ওপর-নিচে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কেঁচো গণ্ডূষ’ অর্থ কি? ক. নতুন করে
আরম্ভ করা খ. নিরেট মূর্খ গ. সীমাবদ্ধ জ্ঞান
ঘ. বিপদজ্জনক পরিণতি
উত্তরঃ ক
প্রশ্নঃ আকাশ ভেঙ্গে পড়া— ক. হঠাৎ বিপদ
হওয়া খ. আশ্চর্য্য হওয়া গ. মন্দ ভাগ্য ঘ. কঠিন
পরীক্ষা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দুকান কাটা’ বাগধারাটির অর্থ কি?
ক. অসুস্থ ব্যাক্তি খ. নিরীহ ব্যাক্তি গ. দাগি
আসামি ঘ. বেহায়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ইতর বিশেষ’ বাগধারাটির অর্থ- ক.
অভদ্র খ. ভেদাভেদ গ. ঝগড়াটে ঘ. অপছন্দনীয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঢাকের বায়া’ অর্থ কি? ক.
অতিরঞ্জিত বাচন খ. মূল্যহীন বস্তু গ. অনুরোধ
ঘ. চির অশান্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া
সর্বাধিক সমার্থবাচক? ক. বক ধার্মিক, ভিজে
বেড়াল খ. বক ধার্মিক, বিড়াল
তপস্বী গ. রুই-কাতলা, কেউ কেটা ঘ.
অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ- ক.
আত্মসম্মান রক্ষা করা খ. পক্ষপাতদুষ্ট গ.
পৃষ্ঠপোষককে সমর্থন ঘ. অন্যের অনুরকণ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ ক.
অসম্ভব চালাক খ. বর্ষকালীন মাছ গ. একই
দলের লোক ঘ. একতাই বল
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কলির সন্ধ্যা’ বাগধারাটি কি অর্থে
ব্যবহৃত হয়? ক. সন্ধ্যাকুসুম খ. দুঃখের সূচনা গ.
দুর্দিন ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ উড়নচণ্ডী ক. অমিতব্যয়ী খ. উচ্ছৃঙ্খল গ.
অবাধ্য ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ- ক.
ভূমিকা করা খ. হিসাব-নিকাশ গ. অসম্ভব বস্তু
ঘ. বাড়াবাড়ি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘পায়াভারী’ কথাটির অর্থ কি? ক.
অহংকার খ. বেকায়দা গ. বেহায়া ঘ. নির্দয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘স্বর্গে বাতি দেওয়া’ বলতে কী
বোঝায়? ক. বংশের সুনাম বৃদ্ধি করা খ. বংশ
পরম্পরা গ. বংশ রক্ষা করা ঘ.
বংশ বৃদ্ধি করা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘যত বড় মুখ নয় তত বড় কথা’— এখানে ‘মুখ’
ভলতে কী বোঝাচ্ছে? ক. অনুভূতি খ. গালি গ.
প্রত্যঙ্গ ঘ. শক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পঞ্চমুখ’ কথাটির অর্থ হলো- ক. পাঁচ
জনের প্রশংসিত মুখ খ. পাঁচটি মুখের সমাহার
গ. প্রশংসায় মুখরিত হওয়া
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আকাশ কুসুম’ বাগধারাটির অর্থ কি? ক.
তারকা খ. অবাস্তব গ. নীল রং ঘ. আকেশে
ফুটন্তকুসুম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গোল্লায় যাওয়া’ প্রবাদটি কি অর্থ
বহন করে? ক. নষ্ট হওয়া খ. ভার হওয়া গ.
গোলাকার হওয়া ঘ. লাভে
অনধিকারী
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বাগধারা’ কোথায় আলোচিত হয়? ক.
বাক্যতত্ত্বে খ. শব্দতত্ত্বে গ. রূপতত্ত্বে ঘ.
ধ্বনিতত্ত্বে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ক-অক্ষর গোমাংস’ ক. জ্ঞানী
ব্যাক্তি খ. নিরর্থক কথা গ. অশিক্ষিত
ব্যাক্তি ঘ. অনাবশ্যক বাগাড়ম্বর ঙ.
জবরদস্তি করা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শাখের করাত’ এর অর্থ কি? ক. ভয়ংকর
বস্তু খ. দুদিকেই বিপদ গ. আসন্ন বিপদ ঘ. শুভ
সংবাদ ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘খোদার খাসি’ বাগধারাটির অর্থ কি?
ক. অত্যন্ত অলস খ. ভাবনাচিন্তাহীন গ.
অযাচিত ঘ. ধনী ব্যাক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ ঠোঁটকাটা বলতে কি বোঝায়? ক.
অহংকারী খ. স্পষ্টভাষী গ. মিথ্যাবাদী ঘ.
পক্ষপাতদুষ্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঘাঘু’ শব্দে বোঝায়? ক. অভিজ্ঞ খ.
দুর্বৃত্ত গ. গোঁয়ার ঘ. সর্বাঙ্গে ঘা
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
ক. আট কপালে খ. উড়নচণ্ডী গ. ছা-পোষা ঘ.
ভূশণ্ডির কাক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ছেঁড়া চুলে খোপা বাঁধা’ বাগধারাটির
অর্থ কি? ক. অকেজো লোক খ. অসময়ে
আবির্ভাব গ. উপহাস ঘ. পরকে আপন করার
চেষ্টা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “ভিজা বিড়াল” বাগধারাটির অর্থ কী?
ক. কপট খ. কৃপণ গ. কুৎসিত ঘ. কণ্টক
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞার্থে
ব্যবহৃত? ক. ভাই, কারো পায়ে ধরো না খ.
উপোস করবো তবু কারো পা চাটবো না গ.
হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না ঘ. বড়
সাহেবের পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেল
উত্তরঃ গ
প্রশ্ন:’ঊনপাজুরে’ বাগধারাটির অর্থ কি? ক.
সুসময় খ. সৌভাগ্যবান গ. হতভাগ্য ঘ. কোনটিই
নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ঘাটের মড়া’ বাগধারাটির অর্থ কী- ক.
দৃঢ় পণ খ. অকাজে সময় নষ্ট গ. অতি বৃদ্ধ ঘ.
ভারবাহী
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘তাল পাতার সেপাই’ কথাটির অর্থ কি?
ক. অতিশয় দুর্বল খ. পক্ষপাতদুষ্ট গ. খুব চালাক
ঘ. অত্যন্ত আদুরে ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে
‘মাথা’ শব্দের অর্থ- ক. স্বভাব নষ্ট করা খ.
স্পর্ধা বাড়া গ. ফাঁকি দেওয়া ঘ. কোনো
উপায়ে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নাটের গুরু’ বাগধারাটির অর্থ- ক. খল
নায়ক খ. নাট্য গুরু গ. মূল নায়ক ঘ. গুরু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রাজঘটক’ বাগধারাটি ব্যবহৃত হয় কোন
অর্থে? ক. অন্তঃসারশূন্য খ. পণ্ডশ্রম গ. চমৎকার
মিল ঘ. বড়লোক ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির
অর্থ কি? ক. লজ্জা খ. লাফালাফি গ. লম্ফঝাপ
ঘ. বেহায়াপনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ব্যাঙের আধুলি’ এই বাগধারাটির
অন্তর্নিহিত অর্থ হল- ক. সামান্য ধনে অহংকর
খ. অসম্ভব ঘটনা গ. কৃপণের ধন
ঘ. যার কোন মূল্য নেই
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বাক্যটির অর্থ ভিন্ন? ক.
মণিকাঞ্চন যোগ খ. সোনায় সোহাগা গ. আদায়
কাঁচকলায় ঘ. আম দুধে মেশা
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ
কোনটি? ক. অত্যন্ত বুদ্ধিমান খ. অতি চালাক
গ. হাঁদরাম ঘ. নির্বুদ্ধিতার দণ্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যার কোন মূল্য নেই, তাকে বাগধারা
দিয়ে প্রকাশ করলে কোনটা হবে? ক.
ডাকাবুকা খ. তুলশী বনের বাঘ গ. তামার বিষ
ঘ. ঢাকের বাঁয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটির অর্থ ভিন্ন? ক. মণিকাঞ্চন
যোগ খ. আদায় কাঁচকলায় গ. সোনায় সোহাগা
ঘ. আমদুধে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হাত কামড়ানো’ বাগধারাটির অর্থ
কি? ক. বদলা নেয়া খ. আঘাতের হুমকি দেয়া গ.
চিন্তা করা ঘ. আফসোস করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাতটান’ বাগধারাটির অর্থ হচ্ছে- ক.
টাকা-পয়সার অভাব খ. চুরির অভ্যাস গ. খুব কৃপণ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘তুলসী বনের বাঘ’-প্রবাদটির অর্থ কি?
ক. ভণ্ড খ. বহিপীর গ. অতিশয় পণ্ডিত ঘ.
সামান্য ত্রুটি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাগধারার অর্থ নির্নয় করুনঃ
‘বকধার্মিক’– ক. ভণ্ড খ. প্রাচীনপন্থী গ.
উচ্ছৃঙ্খল ঘ. অতি ধার্মিক
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শিরে সংক্রান্তি’ অর্থ কি? ক. মাথার
বোঝা খ. মাথায় বিপদ গ. মহাবিপদ ঘ. আসন্ন
বিপদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বিবাগী’ শব্দের অর্থ কি? ক.
বিশেষভাবে রুষ্ট খ. রাগহীন গ. প্রতিকূল ঘ.
উদাসীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ- ক.
কাল্পনিক জন্তু খ. মুরগি গ. গোমড়ামুখো লোক
ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ এর অর্থ- ক. গলা ধাক্কা
দেয়া খ. অমবস্যা গ. দ্বিতীয়া ঘ. কাস্তে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ
কী? ক. অতিরিক্ত সুবিধা খ. সর্বস্বান্ত হওয়া
গ. সুখের সময় ঘ. ধাক্কা
সামলানো
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন বাগধারাটি ‘দুর্বল’ অর্থ
প্রকাশক– ক. কূপমণ্ডুক খ. ঊনপাঁজুরে গ. গোবর
গণেশ ঘ. অকাল কুষ্মাণ্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘গৌরচন্দ্রিকা’ বাগধারাটির কোন
অর্থে ব্যবহৃত হয়? ক. বাড়তি বোঝা খ. রূপের
মোহ গ. ভূমিকা ঘ. ফিটফাট
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হরিহর আত্মা’ -এর অর্থ– ক.
নিকটাত্মীয় খ. সুসম্পর্ক গ. একই মনোভাবাপন্ন
ঘ. অন্তরঙ্গ বন্ধুত্ব
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পা চালাও’ বলতে বোঝায়- ক. লাথি
মারো খ. পায়ের কাজ করো গ. দ্রুত চলো ঘ. পা
কাজে লাগাও
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘হাতের পাঁচ’ এর অর্থ কোনটি? ক. নিকট
জন খ. পরমাত্মীয় গ. বন্ধু ঘ. শেষ সম্বল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শব্দের আভিধানিক অর্থই হল- ক.
বাচ্যার্থ খ. লক্ষ্যার্থ গ. উৎকর্ষ ঘ. যোগ্যতা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আটকপালে’- এর অর্থ কি? ক. ভালো
ভাগ্য খ. অপদার্থ গ. হতভাগ্য ঘ. অত্যন্ত গরীব
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘নির্মম’- কোন বাগধারা দিয়ে বুঝানো
হয়েছে? ক. মাছের মা খ. বিষের পুটুলি গ.
অন্তর টিপুনী ঘ. ইঁদুর কপালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কুল কাঠের আগুন -এর প্রকৃত অর্থ কি? ক.
কাঠের পুতুল খ. তীব্র জ্বালা গ. কুপমণ্ডুক ঘ.
কেতাদুরস্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ভুষণ্ডির কাক’ অর্থ কি? ক.
ষড়যন্ত্রকারী খ. বাক সর্বস্ব গ. দীর্ঘ
প্রতীক্ষমাণ ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘শকুনি মামা’ এর অর্থ কি? ক. কুৎসিৎ
মামা খ. সৎ মামা গ. কুচক্রী মামা ঘ. পাতানো
মাম
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন জোড়াটি ভিন্নার্থক? ক. বক-
ধার্মিক – বিড়াল তপস্বী খ. মনিকাঞ্চন যোগ
– সোনায় সোহাগা গ. ব্যাঙের আধুলি –
ব্যাঙের সর্দি ঘ. অন্ধের ষষ্টি – অক্কা
পাওয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তিনি এ গ্রামের মাথা’। এ বাক্যে
‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে? ক. মস্তক খ.
প্রধান গ. সাধু ঘ. সৎ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বাঘের মাসি’ বাগধারাটির অর্থ কি?
ক. আরাম প্রিয় ব্যাক্তি খ. গরিব মানুষ গ. ধনী
ব্যাক্তি ঘ. ভয়াতুর
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘হাড় জুড়ানো’ বাগধারাটির অর্থ কি?
ক. আরোগ্য লাভ খ. বিশ্রাম নেয়া গ. মারা
যাওয়া ঘ. স্বস্তি লাভ করা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ফপর দালালি’- এ বাগধারাটির সঠিক
অর্থ কোনটি? ক. ধনের অহংকার খ. গায়ে পড়ে
মাতব্বরী গ. কাণ্ডজ্ঞানহীন
ঘ. ঠোঁট কাটা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হঠাৎ ধনী হওয়া’- কোন বাগধারা দিয়ে
বুঝানো হয়েছে? ক. অমাবশ্যার চাঁদ খ. ছেলের
হাতের মোয়া গ. পোয়া
বারো ঘ. আঙুল ফুলে কলাগাছ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সাক্ষী গোপাল’- অর্থ কি? ক. সক্রিয়
দর্শক খ. নিষ্ক্রিয় দর্শক গ. কর্তব্যবিমুখ ঘ.
কর্তব্যপরায়ণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ডুমুরের ফুল’বলতে বোঝায়- ক. ডুমুর
জাতীয় ফলের ফুল খ. যে ফুলের ভেতরে কোন
ফুল হয় না গ. বিরল
বস্তু ঘ. যে ফুলের ভেতরে ফলটি থাকে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কচুবনের কালাচাঁদ’ বাগধারার অর্থ–
ক. কলির কেষ্ট খ. কেতাদুরস্ত গ. অপদার্থ ঘ.
ধূর্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা
বোঝানো হয়? ক. অল্পবিদ্যা ভয়ঙ্করী খ.
অকাল কুষ্মাণ্ড গ. আঠারো মাসে বছর ঘ.
ঊনপঞ্চাশ বায়ু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ?
ক. গাছে তুলে মই কাড়া খ. এক ক্ষুরে মাথা
মোড়ানো গ. ধরি মাছ না ছুই পানি ঘ.
আকাশের চাঁদ হাতে পাওয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘শাখের করাত’ বাগধারার অর্থ কি? ক.
সংকট খ. বিপদ গ. উভয় সংকট ঘ. অনিষ্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
ক. পাকা বাড়ি খ. পাকা রং গ. পাকা কাজ ঘ.
পাকা আম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অনিষ্ট করতে গিয়ে ভাল হওয়াকে কি
বলে? ক. শাপে বর খ. তামার বিষ গ. উড়ো কৈ
গোবিন্দায় নম ঘ. একাদশে বৃহস্পতি উত্তরঃ ক
প্রশ্নঃ চক্ষু দান করা অর্থ– ক. সাহায্য করা খ.
চুরি করা গ. চোখের চিকিৎসা করা ঘ. মৃত্যুর পর
চক্ষু দান করা ঙ.
লজ্জা সরমের মাথা খাওয়া
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ‘রুই কাতলা’ বলতে বোঝায়– ক. জ্ঞানী
ব্যাক্তি খ. পদস্থ ব্যাক্তি গ. সম্মানিত
ব্যাক্তি ঘ. ক্ষমতাশালী ব্যাক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সাপের পাঁচ পা দেখা- কোন অর্থে
ব্যবহৃত হয়? ক. দর্প খ. আশ্চর্য গ. আনন্দ ঘ.
অভিমান ঙ. ক্রোধ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কান কাটা’– ক. ধার্মিক খ. ভণ্ড সাধু
গ. বেহায়া ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘লেফাফা দুরস্ত’-অর্থ ক. চৌকস ব্যক্তি
খ. সৌখিন ব্যক্তি গ. পোষাক সর্বস্ব ঘ.
বাইরের ঠাট বজায় রেখে চলা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আষাঢ়ে গল্প’ কথাটির অর্থ কি? ক.
আজগুবি গল্প খ. নতুন গল্প গ. যাদু বিদ্যা ঘ.
চিন্তাভাবনা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গড্ডালিকা প্রবাহ’ এর অর্থ কি? ক.
সেচ্ছায় প্রবাহিত হওয়া খ. অনুকরণ বিমুখিতা
গ. অনুকরণ প্রিয়তণ ঘ. অন্ধ অনুকরণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চক্ষুদান’-এর ব্যাঙ্গার্থ কোনটি? ক.
চুরি খ. চক্ষুলজ্জা গ. পরের উপকার ঘ. দৃষ্টিদান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘টীকাভাষ্য’- বাগধারাটির অর্থ কি? ক.
দীর্ঘ আলোচনা খ. সংক্ষিপ্ত আলোচনা গ.
অর্থহীন কথা ঘ. সদালাপ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘মণিকাঞ্চন যোগ’-এর সমার্থক
বাগধারা কোনটি? ক. দহরম-মহরম খ. কেতা
দুরস্ত গ. সোনায় সোহাগা ঘ. শিরে
সংক্রান্তি উত্তরঃ গ
প্রশ্নঃ ‘খণ্ড প্রলয়’ বাগধারাটির অর্থ কি? ক.
অল্প নড়াচড়া খ. ছোটখাট ঝগড়া গ. ভাষা
ব্যাপার ঘ. ভাসা ঝড়
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো- ক.
পাকা আম খ. কপটচারী গ. কপটহীন ব্যক্তি ঘ.
ভণ্ডসাধু
উত্তরঃ খ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.