নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজমল হক (আজম)

আজমল হক (আজম) › বিস্তারিত পোস্টঃ

ঘটনাটি কি সত্য না মিথ্যা এবং কেন বলুন ???!!!

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪





ঘটনা হলঃ এক বুজুর্গ ? (রঃ) একদা রোম শহরের দিকে রাওয়ানা হলেন । পথিমধ্যে জনৈক



অন্ধ বৃদ্ধকে একটি লাশ সম্মুখে নিয়া কাঁদিতে দেখলেন । কারণ জিজ্ঞেস করিলে বৃদ্ধ বলিল,



আমার কেউ নেই, ১২ বছর বয়স্ক এটা আমার নাতী গাভী পালিয়া আমাকে দুগ্ধ খাওয়াইত



এবং আমার খেদমত করিত । এখন আমার কোন উপায় নাই তাই কাঁদিতেছি । তখন হুজুর



বলিলেন, হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়াও । তখনই ছেলেটি উঠিয়া দাঁড়াইল । তাহাকে



জিজ্ঞাসা করা হইল কিরূপে জীবিত হইলে ? নাতি বলিল, আল্লাহর ওলী আমাকে জেন্দা



করিয়াছেন । এ খবর খাঁটি মুসলমান বাদশার কাছে পৌঁছিলে তিনি কুতুবকে ডেকে বললেনঃ



যদি আল্লাহর আদেশে জেন্দা হইতে বলিতেন । কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে



আবার কি জিজ্ঞাসা করিব- তাঁহার আন্দাজ নাই ? এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল তাহাও



নিয়াছে । বাকী ছিল এই নাতিটি, যে গাভী পালন করিয়া কোনরূপে জিন্দেগী গুজরান করিত,



এখন এটিও নিয়া গেল । তাই আমি আল্লাহ্‌ পাকের দরবার থেকে জোরপূর্বক রূহ নিয়া



আসিয়াছি...।



ঘটনা এখানেই শেষ নয়ঃ



বাদশাহ্‌ কুতুবকে বলিলেন, আপনি শরীয়ত মানেন কিনা ? তিনি বলিলেনঃ নিশ্চয়, শরীয়ত না



মানিলে ভীষণ কিয়ামতের দিন হুজুর ছাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়া



যাইবেনা । বাদশা বলিলেন, আপনি শেরেক করিয়াছেন, সেই অপরাধে আপনার শরীরের সমস্ত



চামড়া খসাইয়া ফেলিতে হইবে । আল্লাহর কুতুব কথা শুনা মাত্র দুই হাতের আঙ্গুলি দ্বারা



পায়ের নীচ থেকে আরম্ভ করিয়া গায়ের সমস্ত চামড়া খসাইয়া বাদশাহর সম্মুখে ফেলিয়া জঙ্গলে



চলিয়া গেলেন । জঙ্গলে বসিয়া আল্লাহর জেকেরে মশগুল হইয়া গেলেন । ভোর বেলা সূর্যের



তাপ চর্মহীন শরীরে লাগা মাত্র কষ্ট পাইলেন এবং সূর্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে সূর্য্য আমি



শরীয়ত মানিয়াছি, কাজেই তুমি আমাকে কষ্ট দিওনা । ইহা বলা মাত্র ঐ দেশের জন্য সূর্য্য



অন্ধকার হইয়া গেল । দেশের ভিতর একটা সোরগোল পড়িয়া গেল । বাদশাহ্‌ অস্থির হইয়া ঐ



হুজুরকে তালাশ করিতে লাগিলেন । বহু চেষ্টার পর এক জঙ্গলে গিয়া তাহার সাক্ষাৎ পাইলেন



এবং আরজ করিলেন হুজুর শরীয়ত জারী করিতে গিয়া আমরা কি অন্যায় করিলাম, যাহার



জন্য আমাদের এই মুসীবত আনিয়া দিয়াছেন ? হুজুর তখন সূর্য্যকে লক্ষ্য করিয়া বলিলেন, হে



সূর্য্য তোমাকে বলিয়াছি আমাকে কষ্ট দিওনা, কিন্ত দেশবাসীকে কষ্ট দেও কেন ? ইহা বলা মাত্র



সূর্য্য আলোকিত হইয়া গেল । আল্লাহ্‌ পাক তাহার ওলীর শরীর ভাল করিয়া দিলেন ।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

নাম বলবো না বলেছেন: সূত্র উল্লেখ করলে ভালো হয়।
এই গল্প কি আপনি নিজে লিখেছেন, কারোর কাছে শুনেছেন, কোন ধর্মীয় গ্রন্থ থেকে নিয়েছেন, নাকি লোক কথা?

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

আজমল হক (আজম) বলেছেন: হ্যাঁ ভাই রেফারেন্স আছে ।
বানানো লেখা/ গল্প নয় ।
উল্লেখযোগ্য ব্যক্তির বইতে আছে !!!
পরবর্তী লেখায় দলিল জানতে পারবেন ।
আপনার মতে সত্য না মিথ্যা এবং কেন জানাতে পারেন ???!!!

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

চুরমার বলেছেন: ইহাতে গাঁজাখুরি গাঁজাখুরি ভাব লক্ষ্য করা যাইতেছে...

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

আজমল হক (আজম) বলেছেন: যাদের বইয়ে উল্লেখ করেছে বা যারা এটা সমর্থন করে তারা গাঁজা খেতেও পারে !!!!!!

আল্লাহ ভাল জানেন ।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮

মাহমুদডবি বলেছেন: এটাতো চরমোনাইএর পীরের বইয়ের গল্প।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

আজমল হক (আজম) বলেছেন: আপনি কি নিশ্চিত ?
রেফারেন্স জানেন কি ?
যদি হয়ে থাকে এবং একে সহিহ বলে সমর্থন করে তাহলে তার কি হক্ক ???!!!

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

সুলাইমান হাসান বলেছেন: লেখাটি বিভ্রান্তিকর । লেখকের উচিত ছিল এই লেখার সাথেই রেফারেন্স উল্লেখ করা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আজমল হক (আজম) বলেছেন: রেফারেন্স জানার পরে আপনি করবেন ???!!!

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

শিক কাবাব বলেছেন: গাঞ্জা

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

আজমল হক (আজম) বলেছেন: থামান!!!

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

নতুন বলেছেন: খাটি ভন্ডপীরী গা্ঞ্জীকায় টান দিয়া ছাড়া এই রকমের গল্পে বিশ্বাস করা সম্ভব না,,, ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

আজমল হক (আজম) বলেছেন: আপনি কি জানেন যার বইতে উল্লেখ আছে এ দেশের অধিকাংশ লোক তাকে হক্ক বলে!!!

আপনার মতে কি ভন্ড???!!!

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

দি সুফি বলেছেন: হেহেহেহে ভালো কৌতুক লিখছেন =p~ =p~

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

আজমল হক (আজম) বলেছেন: শুধু কৌতুক ভাবলেন !!!

অথচ এ ধরনে ঘটনা লিখে//বলে তারা নিজেকে বড় বুজুর্গ, অলি সেজে ইসলাম ধ্বংশ তথা মুসলিমদের ঈমান নষ্ট করছেন!!! !!!

ভাবতে অবাক লাগে !!! !!! !!!

আপনি হেহেহেহে করে হাসুন!!! !!! !!! !!!

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আপনি কি জানেন যার বইতে উল্লেখ আছে এ দেশের অধিকাংশ লোক তাকে হক্ক বলে!!!

আপনার মতে কি ভন্ড???!!


যদি গাঞ্জিকা সেবন না করে তবে এই সব কিভাবে লেখে?
ইসলাম সহজ ধম` তাকে জটিল করে এই সব মানুষেরা

রাসুল কখনোই ইসলামকে জটিল করেনাই,,,, করছে এই সব ভন্ডরাই,,,

ও-মাই-গড নামের একটা হিন্দিছবি দেখলাম... এই ভন্ডদের নিয়া... দেইখেন... ভাললাগবে :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

আজমল হক (আজম) বলেছেন: এ দেশের অধিকাংশ লোক যারা তাদের অন্ধ ভক্ত তারা আমাকে বা যারা ওদের বলা/লেখা কে কুরআন ও সহিহ হাদিসের মান্দন্ডে উপস্থাপন করে , উলটো ভন্ড, গোমরাহী, অপব্যাখ্যা কারী বলে!!! !!! !!!

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

আহমেদ রশীদ বলেছেন: ভাই আপনি কোন ভণ্ড পীরের মুরিদ বলবেন কি?

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

আজমল হক (আজম) বলেছেন: আপনি আমার বিষয়ের উত্তর না দিয়ে উলটো প্রশ্ন করলেন !!!
আমি কোন পিরের মুরিদ না ।
আপনার মতে এ দেশে কোন হক্ক পীর আছে কি ???
এক জনের নাম জানাবেন!!!

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

সাকিন উল আলম ইভান বলেছেন: গঞ্জিকা ভালোই সেবন হইয়াছে :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

আজমল হক (আজম) বলেছেন: আমার লেখায় "গাজা,গঞ্জিকা" এরকম শব্দ নেই !!!
সত্য না মিথ্যা এবং কেন জানতে চেয়েছি ???
এর উত্তর তো কারো কমেন্টে পেলাম না !!!

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

নতুন বলেছেন: ভন্ডরা তাদের পক্ষে কথা বলবেই...তার আমাদের কাফের বলবে...

১২| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৬

মিজান.ঢাকা বলেছেন: এই গাজাখোরী ঘটনা চর্মনাই পীর (সাবেক) ইছাহাকের লেখা বই 'ভেদে মা'রেফত বা ইয়াদে খোদা' -এর ১৫ নং পৃষ্ঠায় বর্ণিত আছে। এরা এই সব গল্প ফেঁদে বসে নতুন নতুন বকরী ধরার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.