![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নামায পড়ার সহিহ পদ্ধতি জানুন এবং জানান
আস্সালামু আ’লাইকুম ওয়া রাহমাতুলাহে ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।
সকল প্রশংসা এক আল্লাহর যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন । অসংখ্য দুরুদ ও সালাম নবী মোহাম্মদ সা: এর উপর ।
আমাদের নামাযকেই সঠিক পদ্ধতিতে কোরআন ও সহিহ হাদিসের আলোকে নির্ভূল ভাবে আদায় করার চেষ্টা করতে হবে ।
নামায সম্পর্কে কোরআনের কোন সূরায়, কোন আয়াতে কি আছে এবং সঠিক পদ্ধতি হাদিসের কোন গ্রন্থে, কোন খন্ডে, কোন অধ্যায়, কোন পৃষ্টায় বা কত নম্বর হাদিসে আছে তা অনেক মুসলমানদের জানা নেই ।
অতএব দূর্ভোগ সে সব নামাযীর, যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর । যারা তা লোক দেখানোর জন্য করে (আল মাউন, আয়াত ৪, ৫, ৬)
এবং যারা তাদের নামাযে যত্নবান, তারাই জান্নাতে সম্মানিত হবেন (মা’আরিজঃ আয়াত ৩৪, ৩৫)
নামায পড়ার সহিহ পদ্ধতি নিয়ে আলোচনার জন্য আহবান ।
ভুমিকা-
Click This Link (pls click & read)
জানাতে পারেন-
১) আমাদের দেশের প্রচলিত নামাযের নিয়ম কানুনের কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল (সূরার নাম, আয়াত সংখ্যা এবং হাদিসের গ্রন্থের নাম, কোন খন্ডে, কোন অধ্যায়, কোন পৃষ্ঠায়, কত নং হাদিস, প্রয়োজনে অনুবাদক ও প্রকাশকের নাম ঠিকানা) ভিত্তিক কোন বই থাকলে লেখক, প্রকাশক, প্রাপ্তিস্থান অথবা ডাউনলোড লিংক জানাবেন!!!
আহার করা
Click This Link (pls click & read)
রাসুল (সঃ) বলেন- হে সা’দ হালাল কামাই খাও তাহলে তোমর যে কোন দোয়া কবুল হবে । হে সা’দ আল্লাহর কসম বান্দা যখন হারাম লোকমা পেটের মধ্যে ঢুকায় ৪০ দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল করা হয়না (তাবারানী)
২) তামাক দ্বরা তৈরী দ্রবাদি (বিড়ি, সিগারেট, জর্দ্দা, হুক্কা, গুল ইত্যাদি) সেবন করা ইসলামে কোন ধরনের কাজ তা কুরআন ও সহীহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল উল্লেখ করে জানাবেন ?
সংগ্রহে আছে-
Click This Link (pls click & read)
৩) প্রসাব-পায়খানার পর ঢিলা অবশ্যই নিতে হবে শুধু পানি দ্বারা হবে না এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল উল্লেখ করে জানাবেন ।
সংগ্রহে আছে- পোষাক ও ইস্তেঞ্জা
Click This Link (pls click & read)
৪) অযুতে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ পরিমান মাথা মাসাহ করতে হবে এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
৫) ঘাড় মাসাহ করতে হয় এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে- পবিত্রতা ও অযু
Click This Link (pls click & read)
৬) ইকামতে কাদ্বকামাতিস সালাহ ব্যতিত অন্য বাক্যগুলোও আযানের মত বলা এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
৭) মহিলারা মসজিদে যেতে পারবে না এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে- আযান ও ইকামত
Click This Link (pls click & read)
৮) ফজর নামাজের জামায়াত শুরু হলেও সুন্নাত না পড়ে জামাতে শরিক হওয়া যাবে না এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে জামায়াতের গুরুত্ব
Click This Link (pls click & read)
৯) কাধের সাথে কাধ, পায়ের সাথে পা না মিলিয়ে ফাঁক ফাঁক হয়ে দাড়ানো এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
১০) দাড়ানোর পর নামাযের শুরুতে ইন্নি ওয়াজ্জাহাতু………… এবং নাওয়াইতুআন (নিয়ত) পড়তে হবে এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে নামায পড়ার সহিহ পদ্ধতি জানুন এবং জানান
Click This Link (pls click & read)
১১) নাভীর নীচে হাত বাঁধতে হবে এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে- নামাযে হাত বাঁধা
Click This Link (pls click & read)
১২) জামায়াতে নামায পড়ার সময় মুক্তদির সুরা ফাতেহা পড়তে হবে না এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে- নামাযে সুরা ফাতেহা পড়ার নিয়ম
Click This Link (pls click & read)
১৩) নামাযে সকল ক্ষেত্রে সুরা ফাতেহা শেষে আমীণ আস্তে বলা এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে- নামাযে আমীন জোরে/আস্তে বলার নিয়ম
Click This Link (pls click & read)
১৪) নামাযে শুধু তাকবীরে তাহরীমা ছাড়া অন্য কোন জায়গায় রফ-উল-ইয়াদাইন করতে হবে না এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল আকারে লিখিত জানাবেন।
সংগ্রহে আছে- নামাযে রফউল ইয়াদাইন
Click This Link (pls click & read)
১৫) সেজদায় প্রথমে হাটু পরে হাত রাখা । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
১৬) প্রথম ও তৃতীয় রাকাতে সেজদা হতে উঠে একটু না বসে সোজা দাঁড়িয়ে যাওয়া । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
১৭) সেজদার পর দাড়ানোর সময় দুই হাত হাটুতে রেখে পায়ে ভর দিয়ে দাঁড়ানো । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- নামাযে রুকু ও সেজদার নিয়ম
Click This Link (pls click & read)
১৮) নামাযের বৈঠকে আত্তাহিয়্যাতু…… পড়ার শেষে “আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ” বলার সময় শাহাদৎ আঙ্গুল একটু উঠিয়ে টুপ করে নামানো হয় । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
১৯) শেষ বৈঠকে ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
২০) সাহু সেজদায় এক দিকে সালাম দিয়ে সেজদা করা । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন
সংগ্রহে আছে- নামাযে বৈঠক ও ভুলের সেজদা নিয়ম
Click This Link (pls click & read)
২১) ফরজ নামায শেষে সম্বলিত ভাবে ইমাম সাব হাত তুলে মুনাজাত করে । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে নামাযে সালামের নিয়ম
Click This Link (pls click & read)
২২) জামায়াত শুরুর পর এসে রুকু পেলে ঐ রাকাত হবে । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- মাসবুক ব্যক্তির নামায
Click This Link (pls click & read)
২৩) তিন রাকায়াত বেতের নামাযের দুই রাকাতের পর মধ্য বৈঠক করতে হবে । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- বেতের নামাযের নিয়ম
Click This Link (pls click & read)
২৪) এছাড়া তাহাজ্জুদ নামাযের আরও কোন নিয়ম জানা থাকলে, কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল সহ লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- তাহাজ্জুদ নামায
Click This Link (pls click & read)
২৫) খুৎবার সময় মসজিদে প্রবেশ করলে নামায পড়া যাবে না । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
২৬) স্থানীয় ভাষায় খুৎবা দেওয়া যাবে না । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- জুমআর নামায
Click This Link (pls click & read)
২৭) জানাযার নামাযে সুরা ফাতেহা পড়তে হবে না । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- জানাযা নামাযের বিবরণ
Click This Link (pls click & read)
২৮) তারাবী নামায ২০ রাকায়াত পড়তে হবে । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল জানাবেন ।
সংগ্রহে আছে- তারাবী নামায
Click This Link (pls click & read)
২৯) ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর সংখ্যা ৬ টি । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
সংগ্রহে আছে- ঈদের নামায
Click This Link (pls click & read)
৩০) আমার সংগ্রহে কোন জাল, যয়ীফ হাদিস/অনুবাদে ভুল ত্রুটি থাকলে পূর্ণাঙ্গ দলিল উল্লেখ করে জানাবেন ।
পরিশেষঃ বে-নামাযী / নামাযী চিন্তা করুন নামায সহিহ কিনা !!
Click This Link (pls click & read)
বিঃ দ্রঃ সালাত/নামাজের সহীহ পদ্ধতি নিয়ে আলোচনার আহবান ।
আসুন কুরআন ও সহীহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল দিয়ে বিশ্বে তথা মুসলিম উম্মাহর মধ্যে সালাত কায়েম করার চেষ্টা করি ।
হে আল্লাহ আমাদের তাওফিক দান করুন ।
***আমীণ***
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯
আজমল হক (আজম) বলেছেন: সবগুলো লিঙ্ক ক্লিক করে ধারাবাহিক ভাবে পড়ার অনুরোধ রইল ।
আমার মাইল-
[email protected]
এ তথ্য পাঠাতে পারেন ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
আতিয়ার রহমান বলেছেন: amin
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩
আজমল হক (আজম) বলেছেন: ভুল ত্রুটি থাকলে আমার মাইল-
[email protected]
এ তথ্য পাঠাতে পারেন ।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৪
অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++ ভালো পোস্ট ।