নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজমল হক (আজম)

আজমল হক (আজম) › বিস্তারিত পোস্টঃ

সকল ব্লগার কি মুরতাদ বা নাস্তিক বা ধর্মদ্রোহী !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১







আস্‌সালামু আলাইকুম ওয়া রাহ্‌মাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহ ।



সকল প্রশংসা এক আল্লাহর যিনি আমাকে লেখার তৌফিক দান করেছেন । অসংখ্য



দুরুদ ও সালাম নবী মোহাম্মদ সা: এর উপর ।



“ব্লগাররা মুরতাদ, নাস্তিক, ধর্মদ্রোহী” ।



ব্লগগুল বন্ধ করতে হবে !!! এদের বিচার করতে হবে !!!



এই কথা যারা বলে তারা কি জ্ঞানপাপি, উগ্রপন্থি, নয় ???



এরা কি অপরাধী নয় ???



কেন তারা সকলের বাক স্বাধীনতার প্রচার মাধ্যম ব্লগের উপর আক্রমাক্তক কথা বলছেন ??? !!!



কোন ব্লগের সকলেই কি মুরতাদ, নাস্তিক, ধর্মদ্রোহী ???



আমি একজন গ্লগার । তাহলে আমিও কি মুরতাদ বা নাস্তিক বা ধর্মদ্রোহী !!!



প্রিয় ব্লগার ও পাঠকগণ দেখুনতো আমার এই ব্লগের লেখা গুলোতে ঐ রকম কোন বিষয়



আছে কি ?



অথবা একটি বাক্যও আছে কি ?



অথবা একটি শব্দ আছে কি ?



আমার ঠিকান- http://www.somewhereinblog.net/blog/sotter (pls click & read)



বর্তমানে ব্লগগুলো বন্ধের অপপ্রচার, চেষ্টা চলছে ।



ইতিমধ্যে সোনার বাংলা ব্লগ, ইউ টিউব বন্ধ করা হয়েছে । কেন ???



সকলের স্বাধীন মতবিনীময়ের উপর আঘাত করা হল কেন ???



এ গুলো কি আপনাদের বাব দাদাদের একার ? যা ইচ্ছা তাই করবেন !!!



হ্যাঁ সকল ব্লগে কিছু কুলাঙ্গার, অসৎ, কুরুচিসম্পন্ন ব্যক্তি থাকতে পারে। তাদের সাইট বন্ধ করে



দিতে পারেন ।



সম্পূর্ণ সাইট বন্ধ হল কেন ??? হবে কেন ???



সকল অন লাইন সাইটের এডমিনদের এ দিকে সজাগ থাকতে হবে, যাতে কেউ কোন তথ্য



প্রমান ছাড়া কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠান, কোন দল, কোন দেশ, কোন ধর্ম ……. ইত্যদির



ক্ষেত্রে কোন কটাক্ষ করে প্রচার করতে না পারে ।



যদি করেই ফেলে ভবিষ্যতে না করার নিষেধ করে তার ঐ লেখাটি বাতিল করে দিতে



পারেন ।



নিষেধ না মেনে বার বার প্রচার করলে তার সাইটি বাতিল করতে পারেন ।



পরিশেষে বলি, “হে ব্লগারগণ” আসুন আমরা সম্মিলিত ভাবে সোচ্চার হই, কোন কুচক্রি মহল



যেন, আমাদের স্বাধীন মতবিনিময়ের ব্লগগুলো বন্ধ করতে না পারে ।











মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

দেশপ্রেমিক পোলা বলেছেন: হুম ভাল বলেছেন। কতিপয় গাঁজাখোরের জন্য আমরা সবাই গাঁজাখোর উপাধী পেতে চাই না। আমি তো ইদানিং কোন পেপারের খবর বিশ্বাস করি না। সামু হোক সাধারণ মানুষের মতবিনিময়ের অন্যতম মাধ্যম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

আজমল হক (আজম) বলেছেন: জি ভাই লেখাটি হয়তো অনেকেই বুঝতে পারে নাই , বুঝতে পারলে অনেকেই মতামত দিতো ।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
সামু হোক সাধারণ মানুষের মতবিনিময়ের অন্যতম মাধ্যম।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাল বাকশাল কায়েমের অপচেষ্টা!!!

পুরা জাতিকে আজ বিভ্রান্তিতে রেখে নিজেদের সকল পাপ ব্যর্থতা ঢেকে রাখতে জ্ঞানপাপী আওয়ামীলিগের এ এক পরিকল্পিত আয়োজন!

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

হাসান মাহবুব বলেছেন: ইউটিউব বন্ধ করাটা পুরাই আবলামী করছে তয় সোনাব্লগ বন্ধ করাটা ঠিকই আছে। জামাতী ব্লগ বন্ধ করায় এত জ্বলন পুড়ন কিসের!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

আজমল হক (আজম) বলেছেন: সোনার বাংলার সবাই কি জামায়াত করে? ?????????????
সবাই কি মুরতাদ, নাস্কিক ও ধম্রদ্রোহী????? !!!!!

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

শিপু ভাই বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ইউটিউব বন্ধ করাটা পুরাই আবলামী করছে তয় সোনাব্লগ বন্ধ করাটা ঠিকই আছে। জামাতী ব্লগ বন্ধ করায় এত জ্বলন পুড়ন কিসের!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.