নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

আমাদের বাড়িটা

২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪২

-এই কি ভাবছ?
-ভাবছি...
-কি ভাবছ বলো না....
-ভাবছি আমাদের তিক্ত-মধুর ভালোবাসার কথা , হৃদয় মাঝের তরঙ্গের কথা
-ভালোবাসা কিভাবে তিক্ত-মধুর হয় ?
-এই জন্য যে যেখানে তিক্ততা আছে, সেখানে মধুরতা সৃষ্টি করাই প্রেম..
তিক্ততা থেকেই প্রেমের জন্ম...
-আমাদের একটি বাড়ির কথা বলেছিলে , মনে আছে ?
-হুম
-আচ্ছা আমাদের ভবিতব্য বাড়িটা কোথায় হবে ?
-তুমিই বলো...
-নিশ্চয়ই কোন ছাঁয়া সুনিবির পল্লবঘন গাঁয়ে ,
যেখানে ছায়ারা থাকবে আমাদের ঘিরে... ।
-পল্লবঘন ছাঁয়ে তোমার রূপকে করবে প্রচ্ছন্ন
আমাদের রাখবে মুখশের অন্তরালে...
-তবে কোন নিবির লোকালয়ে,
যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না
-সেটাতো আমাদের শেখাবে স্বৈরাচারিতা আর স্বার্থপরতা
-তবে হোক কোন নদী তটে ,
যেখানে থাকবে তরঙ্গের কলকল ধ্বনি আর বেগবান ছুটে চলার গতি
-কিন্তু সেখানে তো সর্বহারাদের হাহাকার ও ভেসে আসে
-তবে হোক কোন সমুদ্র সৈকতের পাশে,
যেখানে থাকবে আমাদের মত প্রেমমত্ততা তটিনী...
-সেখানে থাকবে নিরন্তর গর্জন
আর ভয় যা আমাদের করবে শংকিত
-তবে হোক কোন পাহাড়ে ??
-না,সেখানেও উচু-নিচুর ভেদ আমাদের জয় করতে দেবে না সব কিছুকে
-এবার তুমিই বলো কোথায় হবে অমাদের বাড়িটা ?
-আমাদের বাসাটা হবে এই ব্যস্ত শহরে !
যেখানে ব্যস্ততা নিয়েই জেগে উঠে শহর আর ব্যস্ততা নিয়েই ঘুমোতে যায়
এর ফাঁকেই যেটুকু ভালোবাসা সেটুকুই তো প্রকৃত ভালোবাসা...
আমি অফিসে যেতে চাইলে তুমি দেবে বাধা ,
হয়তো থেকে যাব অফিস ফাঁকি দিয়ে...
এইতো ভালোবাসা ।
একদিন হঠাৎ তুমি আসবে আমার অফিসে,
অন্যদিন তোমার অফিসে আমি,
এভাবে লুকোচুরি গভীর ভালোবাসা নয় কি?
ব্যস্ত কোলাহলে মুখরিত অন্য সকলের ভীড়ে
তোমার মুখটিই মনে রাখব খুব যত্নে ,
এটাও কি কম হবে ?
একদিন হয়তো শত ব্যস্ততা পায়ে ঠেলে বেড়িয়ে পড়ব সোডিয়াম লাইটের নিচে
এটাও কি কম হবে ??
আরেকদিন হয়তো বায়না ধরবে সারারাত গল্প করবে ছাঁদে
সেটাও না হয় পূরণ করব একদিন
একদিন বিষন্ন মনে কথা ছাড়াই পাশাপাশি হাটব বেইলী রোডে
এটাও কি কম ভালোবাসা ?
-এখন বল কোথায় বাসা হবে আমাদের ?
-বাসা হবে এই ব্যস্ত শহরে ।
.
.
.
.[উৎসর্গঃ প্রশ্নকারীনিকে,যে বাড়িটিকে করে রাখবে প্রাণবন্ত , পুরান ঢাকা ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.