নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
অবোধ বালিকা,
তোমাকে দিতে চেয়েছিলাম আমার
এক জোড়া উজ্জ্বল লোচন,
বিনিময়ে চেয়েছিলাম তোমার একটু কৃপা দৃষ্টি,
তুমি শুনলে না,
জানতে চাইলে না,
কেন আমার এই পাগলামী ?
আমি দিতে চেয়েছিলাম
আমার জোড় বৃক্ক,
বিনিময়ে চেয়েছিলাম আমার জন্য
তোমার একটু অপেক্ষা ?
তাতেও তুমি করেছিলে ভ্রুকটি।
আমি দিতে চেয়েছিলাম আমার ফুসফুস
বিনিময়ে চেয়েছিলাম
তোমার ঠোঁটের উষ্ণ বাতাস,
তাতেও তুমি রাজি হওনি ।
আমি দিতে চেয়েছিলাম আমার
সুখ-দুঃখের আঁধার হৃদয়,
বিনিময়ে হতে চেয়েছিলাম তোমার
দুঃখ রাখার পাত্র আর সুখ-আনন্দের উৎস,
তুমি তাতেও করলে আমায় অবহেলা ।
এভাবে আমি তোমাকে দিতে চাইলাম
আমার সবকিছু,
আর সব কিছুর বিনিময়ে আমি পেলাম-
তোমার অবজ্ঞা ভরা হাসি আর পরিহাস ।
অবোধ বালিকা ,
তুমি তো বেশ আছ
পৃথিবীর সব রং মেখে
করছ হোলি উৎসব,
নিজেকে আজ-কাল বড়-বেশি রাসে দেবী ভাব,
রঙিন সব স্বপ্নে বিভোর তুমি
সব কিছুতে পাও রঙিন ছোঁয়া,
অভাব শব্দটি তোমার অভিধানে অপাঙক্তেয় ।
কিন্তু তোমার ফুসফুসে নেই
বিশুদ্ধ নির্মল বাতাস,
যেন কারোর শূণ্যতা বোধ
ফণা তুলছে তোমার নিঃশ্বাসে,
আমাকে করছে আঘাত
সেই আঘাতে আমি নীল ।
তোমার সব বিষ আমি নিলাম অকপটে,
আমি তোমাকে দিতে পারতাম ফুসফুসের বিশুদ্ধ বাতাস
হৃদয়ে দিতে পারতাম সুখের দোলা ,
হয়তো থাকতো না বেশিক্ষণ
সুখের সাথে থাকতো অভাবের
মধুর করাঘাত ।
তবুও শোনাতে পারতাম
সুখের নূপুর ধ্বনি,
যদিও তা ধরা দিত খুব কম সময় ।
তারপরও কথা দিলাম
যদি দাও এতটুকু কৃপা দৃষ্টি ,
বিনিময়ে তোমায় দেব
হৃদয় সমুদ্রের ময়ূরপঙ্খী,
পাতার ভেলায় ভাসব নিজে
তোমায় দিব চির প্রশান্তি আর
দুঃখ মেশানো সুখের ঠিকানা ।
(উৎসর্গ: আমার অবোধ বালিকাকে,পুরান ঢাকা)
©somewhere in net ltd.