নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
এই তো জীবন
এলো মেলো হাওয়ার মাতলামিতে
উড়ে যায় জীবনের খড় কুটা
থাকে শুধু নিষিদ্ধ কিছু সময়
জীবন একটা মাতলামি ছাড়া
অন্য কিছু নয় |
জীবনের বাঁকে বাঁকে বেশ কিছু
স্বপ্ন যায় গুড়িয়ে |
তবু সচল জীবন নামক জটিলতা |
হয়তো ত্যাগের আনন্দ
বিচ্ছেদের ভালোবাসা
বিরহের নিবির কষ্ট
মিলনের তীব্র আকাঙ্ক্ষা
কিংবা অভাবের যাতাকল
আছে বলেই জীবন আজ
মাতলামি করে আমার সাথে |
তীব্র পানের আকঙ্ক্ষায় যখন
চোখ-ছাঁতি বিস্ফোরিত
তখনি কেন দেখতে হবে মরিচীকা ?
তৃষ্ণা কাতর পথিক যখন
পথচলে বন মধ্যে |পাতার মর্মর শব্দেও
সে সচকিত হয় পানের তৃষ্ণায়|
আমিই সে বনচারি পথিক
মাতাল জীবনে খুজেছি
এতটুকু স্নেহ ভালোবাস | তাই স্নেহ ভালোবাসার কথা শুনলেই
কান যেন স্হির খরগোস
সহসা সচকিত হই
ফিরে পাই সম্বিত |
[উ্ৎসর্গ: মাতাল জীবনকে, পুরানঢাকা]
©somewhere in net ltd.