নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
দেখি, প্রতিটা সময়ই তো দেখি
আমার সামনে, মুখোমুখি...
তোমার চোখ দেখি,
আকাঙ্ক্ষা দেখি,
অনুরোধ দেখি,
তোমার লাজুক মুখে
দিন শেষের সূর্যের লালচে আভা দেখি
কিছু বলতে গিয়ে থেমে যাওয়া
ঠোঁটের মৃদু কাঁপন দেখি,
মৃদু বাতাসে যে চুল দাম্ভিক হয়ে
তোমার কপাল ছুঁয়ে যায়
তাকে দেখি |
চঞ্চলতা, অস্থিরতা সবই দেখি|
দাড়ি,কমা, দুঃখ, বিসর্গ সব... সব
তোমাকেই দেখি,
প্রতিটি মুহূর্তে দেখি
আমার সামনে, মুখোমুখি |
[উৎসর্গ: প্রিয় আয়নার মুখ আমার , যার ছবি আঁকা হয়ে যায় হৃদয়ের ক্যানভাসে ,সে যে আয়নার মুখ হয়ে যায়, পুরান ঢাকা]
©somewhere in net ltd.