নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

জীবন ও শ্রেষ্ঠত্ব

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩

জীবনের অর্থই হলো উচ্চাকাঙ্খা , আমাদের স্বপ্ন পূরনই আমাদের লক্ষ্য । স্বপ্ন পূর্তির পথে কোন রুপ অবরোধ আসলে , তা দূর করাই আমাদের কর্তব্য ।
শ্রেষ্ঠত্বের অর্থ কি ? শ্রেষ্ঠ হওয়ার অর্থ হলো অন্যদের তুলনায় অধিক জ্ঞান অর্জন করা ? অর্থাৎ, গুরুত্ব এই বিষয়ের নয় যে কত জ্ঞান অর্জন করল , কিন্তু গুরুত্ব এই বিষয় যে , অর্জন করা জ্ঞান অন্যদের তুলনায় অধিক কি না ?অর্থাৎ, শ্রেষ্ঠ হওয়ার বাসনা জ্ঞান প্রাপ্তির ইচ্ছাকেও এক প্রতিযোগিতা বানিয়ে ফেলে । আর প্রতিযোগিতার বিজয় শেষ বিজয় হয় না !
কিছু সময়য়ের জন্য শ্রেষ্ঠ হওয়া যায় , কিন্তু সর্বদা কেই কখনো শ্রেষ্ট থাকতে পারে না । কিন্ত শ্রেষ্ঠ হওয়ার বদলে যদি উত্তম হওয়ার প্রয়াস করা যায় তবে কিরূপ হয় ?
উত্তমের অর্থ হলো যা যা প্রাপ্ত করা যায় এ সমস্ত অর্জন করা । কারো চেয়ে অধিক লাভের ইচ্ছা থেকে নয় ।
শুধুমাত্র আত্নার তৃপ্তির জন্য কিছু অর্জন করা । উত্তম হওয়ার পথে অন্য করো সাথে প্রতিযোগিতা থাকে না । স্বয়ং নিজের সঙ্গেই প্রতিযোগিতা হয় । অর্থাৎ উত্তম হওয়া যে চেস্টা করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে ফেলে , প্রয়াস না করেই সে শ্রেষ্ঠ হয়ে উঠে । কিন্তু যে শ্রেষ্ট হওয়ার প্রয়াস করে সে শ্রেষ্ঠ হোক বা না হোক উত্তম কখনোই হতে পারে না !
এটা আমাদের অবশ্যই বিবেচনা করা দরকার ।


(২৩.১০.১৬,১১:১২ পিএম,পুরানঢাকা )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.