নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
.
যখন পথিক ক্লান্ত হয়
রোদেলা দুপুর ক্ষণে,
পথিক তখনি আশ্রয় খুঁজে
শান্ত সঁখার নীড়ে |
পথিক যখন পিপাসার্ত
রোদেলা দুপুর বেলা,
জলের খোঁজে পথিক তখন
করে না'ক কোন হেলা |
পথিক যখন পথ হারায়
রোদেলা দুপুর মাঝে,
পথিক তখনি খুঁজতে ব্যস্ত
সঠিক পথের কাজে |
অবহেলা কর কেন
হে রোদেলা দুপুর ক্ষণ ?
তোমার উত্তাপে ধুকে মরছে
নানা প্রান্তের কত জন|
তাহাদের মাঝে আমি একজন
যে তোমার অনলে পুড়ে,
অঙ্গার হয়ে গেছি ভিতরে
যা আছে মোর বাহিরে |
ওগো রোদেলা দুপুর ! আশু গ্রহন কর
তব রগড় মানসলোকে,
নইলে তব অনলের বৈশ্বানরে
জ্বালাব আপনারে |
(২৫.১০.১৬, পুরানঢাকা)
©somewhere in net ltd.