নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিনিলাম আপনারেআঘাতে আঘাতেবেদনায় বেদনায়;সত্য যে কঠিন,কঠিনেরে ভালোবাসিলাম,সে কখনো করে না বঞ্চনা।

সত্যের সারথি সাদেক

সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !

সত্যের সারথি সাদেক › বিস্তারিত পোস্টঃ

গোধূলি লগ্ন

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

গোধূলি লগ্নে মনে পড়ে তোমায়
দিন আর রাতের মিলন মেলায়
পশ্চিম আকাশের রক্তিম আভায়
নীড়ে ফেরা পাখিদের ডানায় ডানায় ।
তোমাকে মনে পড়ে নিঝুম রাতে
যেখানে পদ্মা একাকার মেঘনার সাথে
আঁধারের সাথে মিতালি জড়ায়ে
করে কানাকানি যেথা আকাশে বাতাসে ।
মেঘে মেঘে বর্ষনের শব্দ ধারায়
একদিন কোন এক নিস্তব্দ সন্ধ্যায়
শীতার্দ্র দিনের শেষ ফুল মৌতাতে
কেন যেন তোমায় পড়ে গো মনে ।
নীলিমার কোন লাল লাল হয় যখন সকাল হয়
শীতল শীতল বহতা বাতাস দিনের খবর বয়
পাখিদের গানে গানে হৃদয় নাঁচায়
তোমায় পড়ে গো মনে ভোরেরী হাওয়ায় ।
সবুজ মাঠে হাটতে গেলে নীল সবুজের দেশে
তুমি যেন পাশে দাড়াঁও সবুজ ঘাসের বেশে
তোমার মধুর স্মৃতি আমার মন কে কাদাঁয়
তোমায় পড়ে গো মনে পূবাল হাওয়ায় ।


[[উৎসর্গ:আমার গোধূলিকে,২০.১০.১৩,বাড়ি,]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.