নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যে বড় কঠিন, কঠিনেরে বাসিলাম ভালো, যে কখনো করেনা বঞ্চনা !
প্রিয়ে তোমার গ্রিবা দেশের নিচে
আলতো ছোয়াঁ দিলাম
টের পেলে আমার অস্তিত্ব ?
আর কেউ না জানুক তুমি জানো
আমার গ্রিবার কাছেই তুমি আছ যতনে ।
আজ তোমার বেশি প্রশংসা করবো না
কেনানা আজ তুমি প্রশংসারঅনেক ঊর্দ্ধে
আজ তোমার খোঁপায় দেব না বেলীফুল
কেননা তোমার অলকে আজ মুক্ত ঝরে
আজ তোমাকে আমার কাছে আসতে বলবো না
কেননা তুমি আজ আমার কাছেই ।
আদর করে ডাকবো না
কেননা তুমি আজ আমাকেই ডেকেছ ।
আজ দেবনা তোমাকে আলতো পরশ
কেননা তুমি আমাকে ছুঁয়ে দিয়েছ যতনে
আজ দেব না তোমার সাথে কিন্নরীর তুলনা
এবং কেননা আজ তুমিই আমার কিন্নরী ।
(উৎসর্গ: আমার কিন্নরীকে , ১২.১১.১৬, পুরান ঢাকা)ৃ
©somewhere in net ltd.